Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: 710001658 on June 09, 2018, 04:08:22 PM

Title: মাদাম তুসোতে উন্মোচিত হলো কোহলির মূর্তি
Post by: 710001658 on June 09, 2018, 04:08:22 PM
(https://www.manobkantha.com/wp-content/uploads/2018/06/123304-virat-kohli.jpg)

ভারতীয়দের কাছে ক্রিকেট ও ক্রিকেট তারকারা বেশ জনপ্রিয়। সেজন্য হয়ত দেশটির জাদুঘরে ইতোমধ্যে বসেছে বেশ কয়েক তারকার মোমের মূর্তি। আর তাই শচীন টেন্ডুলকার, কপিল দেব এবং ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির পাশেই এবার স্থান পেল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি। দীর্ঘ প্রতীক্ষার পর দিল্লির মাদাম তুসোতে উন্মোচিত হল তার এই মূর্তি।

তবে এই মূর্তি বানাতে কম মাথা ঘামাতে হয়নি নির্মাতাদের। মার্লিন এন্টারটেনমেন্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রায় একশোর বেশি ছবি দেখে পুঙ্খানুপুঙ্খ মাপে তৈরি করেছেন জনপ্রিয় এই ক্রিকেট তারকার মূর্তি।

তবে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মূর্তি তৈরি করছেন তাদের ধন্যবাদ জানিয়ে কোহলি বলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে আমার মূর্তি তৈরি করছেন, তাদের প্রতি আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রচেষ্টা প্রশংসনীয় ও আমাকে বেছে নেয়ার জন্য মাদাম তুসোকেও ধন্যবাদ। আমার ভক্তরা যেভাবে আমাকে ভালবেসেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মূর্তি নির্মাণ সংস্থার কর্ণধার অংশূল জৈন জানান, ভারতে ক্রিকেট এবং ক্রিকেটারদের জনপ্রিয়তা সবকিছু ছাড়িয়ে। আর ঠিক এই মুহূর্তে দেশব্যাপী বিরাট কোহলির জনপ্রিয়তাও আকাশছোঁয়া। তার ভক্তদের বিরাট প্রেমের কারণেই মাদাম তুসোয় স্থান পেয়েছে তার মূর্তি। আগামী দিনে এখানে আরো ক্রিকেট তারকাদের স্থান দিয়ে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করব।

মানবকণ্ঠ/এএএম
Title: Re: মাদাম তুসোতে উন্মোচিত হলো কোহলির মূর্তি
Post by: Anuz on August 12, 2018, 12:32:54 AM
Good to know..........