Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - najnin

Pages: 1 2 [3] 4 5
31
আমার এই লেখাটি ব্রেকিং নিউজ ডট কম-এ ছাপা হয়েছে, লেখাটি এখানেও শেয়ার করলাম,

http://bit.ly/1iW82Gw

জাতি হিসেবে অনেক অনেক অনুগত, পরিশ্রমী এবং দেশপ্রেমিক হলো কোরিয়ানরা। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া আর আমেরিকার টানাহেঁচড়ায় দেশটি চিরে দুই ভাগ করা হয়েছে। একপক্ষ সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়ে রাশিয়ার প্রভাবে, অন্যপক্ষ আমেরিকার প্রভাবে পুঁজিবাদী গণতন্ত্রের। এখনো উত্তর কোরিয়া হুমকি-ধমকি দেয়, শাসায় দক্ষিণ কোরিয়াকে একীভূত হয়ে যেতে। জবাবে দক্ষিণ কোরিয়ার সরকারপক্ষের বা বিরোধীপক্ষের বড় বড় মানুষেরা অত্যন্ত বিনয়ের সাথে বলেন, আমরা তোমাদের সমাজতন্ত্রের সাথে যাব না। কিন্তু আচরণে উত্তর কোরিয়া বড় ভাইস্বরূপ, দক্ষিণ কোরিয়া ছোট ভাই। তাদের কথার সুর নমনীয়, কিন্তু তারা সিদ্ধান্তে অটল। আমেরিকা তাদের গড়ে দিয়েছে বেশ কয়েক বছর ধরেই। সেই সাথে করেছে খ্রিস্টধর্মের বিস্তার। হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে দক্ষিণ কোরিয়ার উন্নয়নে এবং ধর্মপ্রচারে। সেদেশে পুরুষেরা কাজ করে কারখানার মতো ভারী শিল্পে বা অন্যান্য জটিল ও ব্যবসাসংক্রান্ত কাজে, নারীরা বেশির ভাগ কাজ করে মূলত অফিসে ডেস্কটপ জবে, দোকানে, শপিং মলে, স্কুলে, মিডিয়ায়।

মিডিয়ায় পাকিস্তানের পরিচয় হলো- সেখানে বোমা পড়ে বেশি, তালেবানরাই মিডিয়ার শিরোনামে। অনেকটা আমাদের দেশের পত্রিকার মতো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা ফুটলেই শিরোনাম হয়, লেখাপড়া-গবেষণার বিষয়গুলো শিরোনামে আসে না। আজকাল মাদ্রাসাগুলোও একই মিডিয়া আচরণের শিকার। মালালার মতো নারীরা মিডিয়ার ফোকাসে, অবশ্য হিনা রাব্বানীও। কিন্তু পাকিস্তানের নারীরা আমাদেরও আগে সংসদে স্পিকার হয়েছে, সেই ১৯৫৩ সালেই ফাতেমা জিন্নাহ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন। স্বৈরশাসক হিসেবে আইয়ুবকে ভোট দেয়ার চেয়ে নারীনেত্রীকে তখন ইসলামী দলগুলোও ইজতিহাদের সহায়তায় সমর্থন জানিয়েছিল। এই তালেবান যন্ত্রণায় অস্থির দেশে বেনজীরও অনেকদিনই প্রধানমন্ত্রী ছিলেন। সেনাবাহিনী, বিমানবাহিনী, সরকারের উচ্চপদস্থ নারী কর্মকর্তারা শিরোনাম হন খুব কমই, শিরোনাম হয় ‘মালালা’।

২০১৩ সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতেই সবচেয়ে বেশি বোমা ফুটেছে। কিন্তু মিডিয়ার শিরোনামে সেটি নেই, আছে ভারতের প্রচন্ড দেশপ্রেম, আমেরিকার সাথে ইগোর লড়াই। আছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংবাদ, সাবমেরিনের খবর, কাশ্মীরের খবর আসে, কিন্তু সেখানে ভারতীয় সেনারাই বীর, কাশ্মীরী স্বাধীনতাকামীরা জঙ্গী। তাদের দেশেও নারী প্রেসিডেন্ট ছিলেন। তাদের দেশেও অনেক নারী যৌতুকের বলি হয়, নারীভ্রূণ হত্যা হয় অনেক অনেক বেশি। আছে টাকার বিনিময়ে গর্ভধারণ করার (সারোগেট মাদার) মতো অমানবিক নারীর মানসিক কষ্টের মতো ঘটনা। কিন্তু সেখানে কোন জীবিত ‘মালালা’ শিরোনাম হয় না। হ্যাঁ, গণধর্ষণের শিকার মৃত মেডিকেল ছাত্রী শিরোনাম হয়। তার জন্যে সারাদেশ প্রতিবাদমুখর হয়, অপরাধীদের শাস্তিও হয়।

কিন্তু খুব ভাল করে লক্ষ্য করবেন, কোন যৌতুকের শিকার, কোন ভ্রূণহত্যার নির্যাতনের শিকার জীবিত নারী ‘মালালা’ সংবাদ শিরোনাম হয় না। একসময়ে ভারতে নারীদের জীবন্ত আগুনে পুড়তেও হতো। সেখানে নিরবে, মাথানিচু করে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সীতার মতো সম্ভ্রান্ত পরিবারের নারীকে পাতালে চলে গিয়ে সতীত্বের পরীক্ষা দিতে হয়। কিন্তু কোন জীবিত সীতা ওয়াশিংটনের হোয়াইট হাউজে দাওয়াত পান না। কেন বলুন তো? আর আমরা বাংলাদেশে? আমরা নারী কেমন আছি? কোথায় আছি? খুব কি হতাশার চিত্র? নাকি আশান্বিত হবারও কিছু আছে?

কোরিয়ানদের মতো জাতি হিসেবে আমরা অনুগত, বিনয়ী খুব বেশি না হলেও দ্বিধাবিভক্ত মননে। বিদেশি পরাশক্তির প্রভাবে আমরাও বিভক্ত হয়েছি, সেই ৭১ এ আমরাই আমাদের মেরেছি। আমাদের ভিন্নমতের ভাইদের বাড়ি ঘর জ্বালিয়ে, পুড়িয়ে ছাড়খাড় করেছি, হত্যা করেছি, ধর্ষণ করেছি, আজো আমরা বিদেশিদের প্ররোচনায় নিজেদের হত্যা করছি, ভিন্নমতের হলেই করছি। আগুনেও জ্বালাচ্ছি ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, গণধর্ষণের মতো ঘটনা আমাদের দেশেও ঘটছে। ক্ষমতার লোভ আমাদের দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে বিত্তের লোভ, আমরা লোভের ফাঁদে পড়ছি। হত্যা করছি আমাদের দেশের মহান নেতাদের। বীরাঙ্গনা মাতাদের আমরা এখনো মুক্তিযোদ্ধা ভাবতে শিখিনি। তারা এখনো পর্যন্ত মোটাদাগে আমাদের কাছে অচ্ছুৎ। ঘটছে এসিড নিক্ষেপের মতো ঘটনা, যৌতুকের যন্ত্রণা থেকেও এখনো সেভাবে মুক্তি মেলেনি।

তবুও আশার কথা আমরা সংসদের স্পিকার পর্যন্ত গিয়েছি, এমপি হচ্ছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হচ্ছি, বৃটিশ পার্লামেন্টের এমপি পর্যন্ত বিস্তৃত হয়েছে আমাদের ক্ষমতায়ন। গার্মেন্টস শিল্পের মাধ্যমে ঘটে গেছে নিরব বিপ্লব। কৃষিতেও নারীদের অংশগ্রহণ সেই আদিকাল থেকে অনবদ্য। আছেন প্রচুর নারী স্কুল শিক্ষিকা, সেখানেও মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির নারীদের নিরব বিপ্লব ঘটেছে। উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ ঘটছে উচ্চবিত্ত নারীদের মাঝে, যদিও এখনো সেটি ততটা বিপ্লবের পর্যায়ে যায়নি। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধান পর্যন্ত পৌঁছেছি, আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলছি, এভারেস্ট জয় করেছি, ধীরে ধীরে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে বাংলার নারী কাফেলা।

লেখক: প্রভাষক ও কলামিস্ট

ব্রেকিংনিউজ/এসইউএম

32
Teaching & Research Forum / My research publication
« on: March 03, 2014, 06:14:59 PM »
Here is my published paper on "Non-preemptive queueing-based performance analysis of dynamic spectrum access for vehicular communication system over TV White Space".

http://ieeexplore.ieee.org/xpl/articleDetails.jsp?tp=&arnumber=5949133&contentType=Conference+Publications&sortType%3Dasc_p_Sequence%26filter%3DAND%28p_IS_Number%3A5949125%29

33
Telecom Forum / Mobile messenger WhatsApp to add voice calls
« on: March 02, 2014, 05:40:02 PM »

WhatsApp will add free voice-call services for its 450 million customers later this year, laying down a new challenge to telecom network operators just days after Facebook Inc scooped it up for $19 billion.

The text-based messaging service aims to let users make calls by the second quarter, expanding its appeal to help it hit a billion users, WhatsApp CEO Jan Koum said at the Mobile World Congress in Barcelona on Monday.

Buying WhatsApp has cemented Facebook's involvement in messaging, which for many people is their earliest experience with the mobile Internet. Adding voice services moves the social network into another core function on a smartphone.

On Monday, Chief Executive Mark Zuckerberg defended the price paid for a messaging service with negligible revenue. He argued that rival services such as South Korea's KakaoTalk and Naver's LINE are already "monetizing" at a rate of $2 to $3 in revenue per user per year, despite being in the early stages of growth.

Media reports put WhatsApp's revenue at about $20 million in 2013.

"I actually think that by itself it's worth more than 19 billion," Zuckerberg told the Mobile World Congress. "Even just independently, I think it's a good bet."

"By being a part of Facebook, it makes it so they can focus for the next five years or so purely on adding more people."

WhatsApp's move into voice calls is unlikely to sit well with telecoms carriers.

WhatsApp and its rivals, like KakaoTalk, China's WeChat, and Viber, have won over telecom operators' customers in recent years by offering a free option to text messaging. Telecom providers globally generated revenue of about $120 billion from text messaging last year, according to market researcher Ovum.

Adding free calls threatens another telecom revenue source, which has been declining anyway as carriers' tweak tariffs to focus on mobile data instead of calls.

WITH, NOT AGAINST

Since the advent a decade ago of Skype's voice over Internet service, which Microsoft Corp has acquired, and the rise of Internet service providers like Google Inc, telecom bosses have gotten used to facing challengers whose services piggyback on their networks. But carriers complain that the rivals are not subject to the same national regulations.

Mats Granryd, the CEO of Swedish mobile operator Tele2, said he was happy to partner with the likes of WhatsApp because of the additional data traffic they generate. But he shared the concerns of other network operators that they must operate under strict national regulations that Internet companies are not subject to.

"They (Internet firms) need to be regulated a little bit more and we need to be regulated a little bit less," said Jo Lunder, who heads Russian mobile network operator VimpelCom.

Reference:

1. http://www.reuters.com/article/2014/02/24/us-mobile-world-whatsapp-idUSBREA1N0PT20140224

34
Telecom Forum / Software Defined Radio Technology -- Part 2
« on: February 19, 2014, 02:18:35 AM »
Benefits of SDR:

The benefits of SDR are compelling.

For Radio Equipment Manufacturers and System Integrators, SDR Enables:

A family of radio “products” to be implemented using a common platform architecture, allowing new products to be more quickly introduced into the market.

• Software to be reused across radio "products", reducing development costs dramatically.
• Over-the-air or other remote reprogramming, allowing "bug fixes" to occur while a radio is in service, thus reducing the time and costs associated with operation and maintenance.

For Radio Service Providers, SDR Enables:

• New features and capabilities to be added to existing infrastructure without requiring major new capital expenditures, allowing service providers to quasi-future proof their networks.
• The use of a common radio platform for multiple markets, significantly reducing logistical support and operating expenditures.
• Remote software downloads, through which capacity can be increased, capability upgrades can be activated and new revenue generating features can be inserted.

For End Users - from business travelers to soldiers on the battlefield, SDR technology aims to:
 
• Reduce costs in providing end-users with access to ubiquitous wireless communications – enabling them to communicate with whomever they need, whenever they need to and in whatever manner is appropriate.

Adoptation:

Examples of SDR adoption illustrating the transition to the mainstream are abundant:
• Thousands of software defined radios have been successfully deployed in defense applications
• Cellular infrastructure systems are increasingly using programmable processing devices to create “common platform” or “multiband multiprotocol” base stations supporting multiple cellular infrastructure standards
• Cellular handsets are increasingly utilizing System on Chip (SoC) devices that incorporate programmable “DSP Cores” to support the baseband signal/modem processing
• Satellite “modems” in the commercial and defense markets make pervasive use of programmable processing devices for intermediate frequency and baseband signal processing
       
Reference:

1. http://www.wirelessinnovation.org/what_is_sdr

2. SDR with MATLAB simulink

 

35
Telecom Forum / Software Defined Radio Technology -- Part 1
« on: February 19, 2014, 01:59:54 AM »
A radio is any kind of device that wirelessly transmits or receives signals in the radio frequency (RF) part of the electromagnetic spectrum to facilitate the transfer of information. In today's world, radios exist in a multitude of items such as cell phones, computers, car door openers, vehicles, and televisions.

Traditional hardware based radio devices limit cross-functionality and can only be modified through physical intervention. This results in higher production costs and minimal flexibility in supporting multiple waveform standards. By contrast, software defined radio technology provides an efficient and comparatively inexpensive solution to this problem, allowing multimode, multi-band and/or multi-functional wireless devices that can be enhanced using software upgrades.
 
Joseph Mitola coined the term ‘Software Radio’. In an introduction of reconfigurable logic and the coining of the term SDR, the dominant implementation architecture used for RF Front-Ends (FEs) was the super-heterodyne architecture. The SDR is a radio communication system, which provides software control for a variety of modulation method, filtering, wideband or narrowband operations, spread spectrum techniques and waveform requirements etc.  The frequency bands are still constrained at the RF Front-Ends.

Fig 1 Block Diagram of SDR

The development of an SDR system implies to achieve two main goals:
1.   To move the border between the analog and digital world (in Tx and Rx Paths) as much as possible toward radio frequency (RF) by adopting analog-digital (A/D) and digital-analog (D/A) conversion as near ar possible to the antenna.
2.   To replace the application specific integrated circuits (ASICS) dedicated hardware, with the re-configurable computing (FPGA) for baseband signal processing.
The FPGAs are mainly used in SDR RF Front-Ends (FEs) to improve the performance of DSP-chip-based systems. There is currently a wide range of FPGA products bring offered by many semiconductor vendors; Xilinx, Altera, Atmel and AT&T etc. The architecture approaches used in these FPGAs are as diverse as their manufacturers. The obvious benefits of wireless transmission have led to a number of radio systems.

SDR Hardware Platforms:
The hardware aspects of a SDR platform consist of the radio-frequency (RF) parts, communications links to the software-based signal processing elements (mostly a Host-PC). The rest may consist one or more of the following:
•   ASICs (application-specific integrated circuits)
•   FPGAs (field-programmable gate arrays)
•   DSPs (digital signal processors)
•   GPPs (general-purpose processors)
Table 1 shows details survey of existing SDR hardware platforms and their performance.

Table 1
 

Universal Software Radio Peripheral 2 (USRP2) is a brainchild of Matt Ettus. The USRP family of products has been nominated “Technology of the Year” award from the Wireless Innovation Forum, 2010. The KUAR hardware employs a Xilinx Virtex II Pro P30 FPGA along with 1.4 GHz Pentium M processor. It has been promoted through the defense advanced research projects agency (DARPA) next generation (XG) program. The complete system was developed in Simulink, implemented in Xilinx VHDL, by generating the VHDL code from Simulink model(s) using a Modelsim of Mentor Graphics.

SDR Software Platforms:
GNU Radio: is an open source software development toolkit that provides the signal processing runtime and processing blocks to implement software radios. The radio applications are written in Python, while the performance-critical signal processing components, implemented in C++ using processor floating point extensions where available. In GNU Radio Python (gr.flow_graph) library of signal processing blocks is used to tie together the signal processing blocks of the waveforms. GNU Radio Companion (GRC) is a graphical tool for creating signal flow graphs and generating flow-graph source code.

Open-Source SCA Implementation-Embedded (OSSIE): The OSSIE is an object-oriented SCA operating environment, where signal processing components are written in C++. The operating environment, often referred to as the core framework, implements the management, configuration, and control of the radio system.

Wireless Open-Access Research Platform for Network (WARPnet): is an SDR framework that is built around client-server architecture in Python. With WARPLab, one can interact with WARP nodes directly from the MATLAB workspace and signals generated in MATLAB can be transmitted in real-time over-the-air using WARP nodes.

36
Telecom Forum / SDR: Software Defined Radio and its varieties
« on: February 19, 2014, 01:38:51 AM »
Software Defined Radio - Defined:

A number of definitions can be found to describe Software Defined Radio, also known as Software Radio or SDR. The SDR Forum, working in collaboration with the Institute of Electrical and Electronic Engineers (IEEE) P1900.1 group, has worked to establish a definition of SDR that provides consistency and a clear overview of the technology and its associated benefits.
 
Simply put Software Defined Radio is defined as:

"Radio in which some or all of the physical layer functions are software defined"
A radio is any kind of device that wirelessly transmits or receives signals in the radio frequency (RF) part of the electromagnetic spectrum to facilitate the transfer of information. In today's world, radios exist in a multitude of items such as cell phones, computers, car door openers, vehicles, and televisions.

Traditional hardware based radio devices limit cross-functionality and can only be modified through physical intervention. This results in higher production costs and minimal flexibility in supporting multiple waveform standards. By contrast, software defined radio technology provides an efficient and comparatively inexpensive solution to this problem, allowing multimode, multi-band and/or multi-functional wireless devices that can be enhanced using software upgrades.

Software Defined Radio - Related Technologies

SDR can act as a key enabling technology for a variety of other reconfigurable radio equipments commonly discussed in the advanced wireless market.

While SDR is not required to implement any of these radio types, SDR technologies can provide these types of radio with the flexibility necessary for them to achieve their full potential, the benefits of which can help to reduce cost and increase system efficiencies:
 
Adaptive Radio

Adaptive radio is radio in which communications systems have a means of monitoring their own performance and modifying their operating parameters to improve this performance. The use of SDR technologies in an adaptive radio system enables greater degrees of freedom in adaptation, and thus higher levels of performance and better quality of service in a communications link.
 
Cognitive Radio

Cognitive radio is radio in which communication systems are aware of their internal state and environment, such as location and utilization on RF frequency spectrum at that location. They can make decisions about their radio operating behaviour by mapping that information against predefined objectives.

Cognitive radio is further defined by many toutilize Software Defined Radio, Adaptive Radio, and other technologies to automatically adjust its behaviour or operations to achieve desired objectives. The utilization of these elements is critical in allowing end-users to make optimal use of available frequency spectrum and wireless networks with a common set of radio hardware.

As noted earlier, this will reduce cost to the end-user while allowing him or her to communicate with whomever they need whenever they need to and in whatever manner is appropriate.

Figure 1

Intelligent Radio

Intelligent radio is cognitive radio that is capable of machine learning. This allows the cognitive radio to improve the ways in which it adapts to changes in performance and environment to better serve the needs of the end user.

These types of radio – adaptive radio, cognitive radio and intelligent radio – do not necessarily define a single piece of equipment, but may instead incorporate components that are spread across an entire network.
   

37
কয়েকমাস আগে নীলক্ষেতে পুরাতন বই-এর দোকানে পেয়ে গেলাম ডঃ সিকান্দার আলি ইব্রাহীমের ‘রিপোর্টস অন ইসলামিক এডুকেশান এন্ড মাদ্রাসা এডুকেশান ইন বেঙ্গল’ বইটির পঞ্চম খন্ড। সেখানে অন্যান্য খন্ডগুলোতে কি কি আছে তাও বলা আছে। মোট পাঁচখন্ডে ১৮৬১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইসলামিক শিক্ষা নিয়ে বিভিন্ন সরকারের মোট ৪০টি শিক্ষা কমিশনের রিপোর্ট সন্নিবেশিত করা হয়েছে।

মূল ইতিহাসটা এরকম। বৃটিশরা আসার পর মাদ্রাসাশিক্ষা তুলে দিতে চেয়েছিল বেঙ্গল সরকারের ডিরেক্টর। কিন্তু ভারত সরকার কর্তৃক নিযুক্ত প্রিন্সিপাল লি এর বিপরীতে ছিলেন। ১৮৫৮ সাল থেকে ১৮৬০ সাল পর্যন্ত নানা বিতর্ক হয়েছিল এ নিয়ে। শেষ পর্যন্ত ১৮৬১ সালে এসে তারা সবাই সমঝোতায় পৌঁছালেন যে মাদ্রাসা শিক্ষা থাকবে, কিন্তু সেখানে আধুনিক শিক্ষাও সন্নিবেশিত হবে। এছাড়াও অবলুপ্ত হলো ফার্সি, চালু হলো ইংরেজী। বৃটিশ কোম্পানী কর্তৃক শাসিত ভারতে তারা নতুনভাবে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এমনভাবে যার মূল উদ্দেশ্য হলো ‘ভারতীয় রক্ত-মাংসের মানুষ, কিন্তু রুচি, চিন্তা-চেতনায় হবে ইংরেজ’ এমন এক জাতি। বলাই বাহুল্য, যেকোন দেশের শিক্ষাব্যবস্থাই ঠিক করে দেবে সেদেশের মানুষগুলো কেমন হবে। বৃটিশরা ঠিক সেই কাজটিই করেছে এবং তাতে যে তারা ১০০শতভাগ সফল এটা বলার আর কোন অপেক্ষা রাখে না। কারণ, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কাঠামোতেই তৈরি হয়েছে স্বাধীন ভারত বা পাকিস্তানের শাসনব্যবস্থা, শিক্ষাব্যবস্থা। সেই সুবাদে বর্তমান বাংলাদেশেও তাই। এজন্যে আমরা এখনো রক্ত মাংসে বাঙালী, কিন্তু রুচি, চিন্তা-চেতনায় বৃটিশ বা ইউরোপীয়ান। হাল আমলে যুক্ত হয়েছে আমেরিকান সংস্কৃতি, এছাড়াও রয়েছে ভারতের আঞ্চলিক হিন্দী সংস্কৃতির প্রভাব। নিজেদের যেটুকু বাঙ্গালীত্ব বা মুসলমানিত্ব বা হিন্দুত্ব তা দিনে দিনে কেবল খুইয়েই চলেছি। আমরা এখনো আমাদের নিজস্ব হতে পারিনি।

গত কয়দিন ধরে পড়ছিলাম চাণক্য সেনের উপন্যাস ‘পিতা পুত্রকে ‘। বইটিতে ১৯৩০ সাল থেকে ১৯৪৭ সালের ভারতের রাজনীতির অনেক কথাই উঠে এসেছে পুত্রকে বলা পিতার বয়ানে। পিতা সেখানে ততকালীন বৃটিশ-ভারতীয় পত্রিকা স্টেটসম্যানের একজন সাংবাদিক। পরবর্তীতে অন্য একটি পত্রিকার সম্পাদক। বইটির শেষ পৃষ্ঠায় একটি গুরুত্বপুর্ণ ইতিহাসবিষয়ক মন্তব্য ছিল। বিশ্বের স্বাধীন দেশগুলোর মধ্যে একমাত্র আমেরিকাই পেরেছিল মাদার কান্ট্রির কৃষ্টি-কালচার বদলিয়ে নিজের মতো শিক্ষাব্যবস্থা, সংস্কৃতি গড়ে তুলতে। অন্যান্য আর অনেক স্বাধীন রাষ্ট্রের মতো আমরা ভারত-পাকিস্তান-বাংলাদেশও পারিনি বৃটিশ ধারা থেকে বেরোতে। ইন ফ্যাক্ট আমরা সেটা চাইনি, আজো চাইনা। আজো আমরা কতটা ইংরেজ হতে পারবো, কতটা পশ্চিমা ধ্যান-ধারণা ধারণ করতে পারবো তারই প্রতিযোগিতা করি এবং এক্ষেত্রে এগিয়ে যাওয়াদের করতালি দেই, পুরষ্কৃত করি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর আমরা বাংলা ভাষাতে সবকিছু ট্র্যান্সলেট করতে চেয়েছি, কিন্তু কোন বাঙালী সিস্টেম চালু করার চিন্তা করিনি, চালু হয়নি কোন বাংলা আইন। মুসলিম আইন কেবল পারিবারিক বিষয়েই সীমাবদ্ধ হয়ে গেল। আজকাল সম্পত্তির বিষয়েও আমরা বৃটিশ বা আমেরিকানদের অনকরণ করতে চাইছি। আমাদের বাঙালী পরিচয়ের বাইরে যে মুসলিম বা হিন্দু পরিচয় আছে সেটা খুব বেশি মাত্রাতেই উপেক্ষিত। হ্যাঁ, এটাই সত্যি। বৃটিশরা চালু করেছিল সেকুলার এবং ইসলামিক নামক দুটো শিক্ষাব্যবস্থা। আমরা ১৯৪৭ সালের পর থেকে ২০১৩, প্রায় ৬৫ বছর পরেও দুটো ভিন্ন ধারার শিক্ষাব্যবস্থার উপরেই আছে। স্বাধীনতার পরে ১৯৭২-৭৪ সালে করা ডঃ কুদরত-ই খুদা শিক্ষা কমিশনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সীমাবদ্ধ হিসেবে উল্লেখ করে তাকে সাধারণ সেকুলার শিক্ষাব্যবস্থায় সংস্কার করার প্রস্তাব করা হয়েছে, ধর্মীয় শিক্ষাকে মাধ্যমিক স্তরে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে, কিন্তু বাংলা, ইংরেজি, গণিতকে আবশ্যিক করা হয়েছে। প্রাথমিক স্তরে সাধারণ স্কুল, মাদ্রাসা সবখানেই সাধারণ স্কুলের প্রাথমিক সিলেবাসকেই অনুসরণ করার সুপারিশ করা হয়েছে। অথচ সেই সাধারণ শিক্ষার সিলেবাসে ধর্মীয় স্পিরিচুয়াল শিক্ষার অনুপস্থিতি খুবই প্রকট। কেবল দুনিয়াবী শিক্ষাটার উপরেই জোর দেয়া হয়েছে, এবং মাদ্রাসাগুলোর ধর্মীয় শিক্ষাকে কেবল বৃত্তিমূলক শিক্ষা হিসেবে চালু রাখার সুপারিশ করা হয়েছে। এটা যে পুরোমাত্রায় সেকুলার শিক্ষাপদ্ধতি তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে ওআইসির পক্ষ থেকে মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামিক শিক্ষাব্যবস্থা চালুর উপর জোর তাগিদ দেয়া হচ্ছিল। সব মুসলিম দেশের নেতারা বুঝতে পারছিল তাদের শিক্ষাব্যবস্থার ত্রুটি সম্বন্ধে। এই শিক্ষাব্যবস্থা যে ইসলামের মূল স্পিরিট থেকে মুসলিম মননকে আলাদা করে দিচ্ছে এটা সবাই বুঝতে পারছিল। সে সুবাদে ১৯৭৭ সালে ডঃ বারীর শিক্ষা কমিশন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরামর্শে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেখে যে রিপোর্ট দেয়, সে অনুযায়ী গঠন করা হয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখানে অনার্স লেভেলে ফ্যাকাল্টি অফ ইসলামিক স্টাডিজের অধীনে পূর্নাংগ কুরআন হাদীস শেখানো, চর্চা এবং এ নিয়ে গবেষণা করার উদ্যোগ নেয়া হয়। ফ্যাকাল্টি অফ আর্টস-এর অধীনে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী অর্থনীতি, মুসলিম প্রশাসনসহ লোক প্রশাসন চালু আছে। এছাড়া বিজ্ঞান ফ্যাকাল্টিসহ প্রতিটি ফ্যাকাল্টির যেকোন বিষয়ের ছাত্র-ছাত্রীদেরকে প্রথম বর্ষে আরবী ভাষা, বাংলা এবং আরবী ব্যাতীত অন্য যেকোন ভাষা এবং ইসলামী আকীদা-আখলাক এরকম তিনটি বিষয় সম্পন্ন করতে হবে। মোদ্দাকথা, পার্থিব শিক্ষার সাথে ধর্মীয় নৈতিক শিক্ষার একটা সমন্বয় গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।

কিন্তু এই প্রচেষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয় নামে আলাদাই থাকা গেছে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতেএরপরে কোন সমন্বিত পার্থিব-ইসলামী শিক্ষাব্যবস্থা চালু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা, ইসলামী ইতিহাস এসব কিছু বিষয়ে অনার্স, মাস্টার্স চালু থাকলেও সেখানে সার্বজনীনভাবে চর্চা হয় সেকুলারিজমের। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও একই অবস্থা। স্কুল-কলেজ-মাদ্রসাগুলোতে এখনো পর্যন্ত আলাদা আলাদা শিক্ষাব্যবস্থাই চালু রয়েছে। এ সরকারের আমলে কম্পিউটার-বিজ্ঞান-গণিত শিক্ষার উপরে জোর দেয়া হলেও ধর্মীয় শিক্ষা সেই ডঃ কুদরত-ই-খুদা কমিশনের মতোই ঐচ্ছিক করে দেয়া হয়েছে। আবার কওমী শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবী উঠছে। কিন্তু সাধারণ শিক্ষাব্যবস্থায় যে ধর্মীয় শিক্ষা আরো বেশি বেশি করে চালু করা দরকার, অন্তত শিক্ষাজীবনের প্রথম বার বছরের মধ্যে বাংলা-ইংরেজীর পাশাপাশি আরবী ভাষায় বেশ ভালরকমের ব্যুতপত্তি অর্জনের প্রয়োজন রয়েছে এটা আমাদের সরকারগুলো এখনো ভালভাবে অনুধাবন করেনি। আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ইসলামী আইন, ইসলামী লোকপ্রশাসনব্যবস্থা এসব চালু হয়নি, যার ফলশ্রতিতে আমাদের রাষ্ট্রিয়-সামাজিক ব্যবস্থায়, চিন্তা-চেতনায় এখনো বৃটিশ ভাবধারা বা হাল আমলে আমেরিকান ভাবধারা বা নতুনভাবে সাংস্কৃতিকভাবে হিন্দীর প্রভাব খুব সহজেই আমাদেরকে গ্রাস করছে। এজন্যে আমাদের শিশুরা অনায়াসেই মিথ্যা বলা, অন্যায় চিন্তা করা, ভুল সংস্কৃতির ধারক-বাহক হয়ে উঠছে, অপসংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠছে বা আকৃষ্ট হচ্ছে, শিক্ষিত সার্টিফিকেটধারী হচ্ছে, কিন্তু ঘুষ-দূর্নীতি-অনৈতিকতায় অভ্যস্ত জাতি হিসেবে গড়ে উঠছে। মোদ্দাকথা সকল মুসলিম বা হিন্দু বাঙালী সবাই সঠিক আত্ম-পরিচয়হীনভাবে গড়ে উঠছে। এ অবস্থা দিনের পর দিন চলতে পারে না, স্বাধীনতার ৪৩ বছর পরেও আমরা আমাদের নিজস্ব কৃষ্টি-কালচারের একটি পূর্ণাংগ ইসলামিক-আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারিনি, এ ব্যর্থতা আমাদের সবার, বিশেষ করে সকল বাঙালী শিক্ষিত বুদ্ধিজীবিদের, শিক্ষকদের, রাজনীতিবিদদের।

39
Telecom Forum / Superchannel: Ethernet Speed Beyond 100 Gb/s!
« on: August 17, 2013, 04:14:11 PM »
A number of different industry surveys indicate that total internet demand is growing at about 40% per year. This growth is driven mainly by increasing video traffic in the network—Netflix now takes up to 30% of the internet’s bandwidth at peak hours, and new competitors like Amazon, Hulu, Youku, and the BBC iPlayer are growing rapidly. This growth is now further accelerated by mobile access, with video clients shipping on an all smart phones and tablets, enabling video to be consumed more conveniently via network connections anywhere, anytime.

Furthermore, the video and rich media files are migrating into the network, stored in cloud architecture such as Microsoft Azure or Apple’s iCloud, which tend to produce significant replication of data for resilience and performance purposes, and in which every user experience, whether consumer or enterprise, accesses the network. This provides an opportunity and a threat for service providers. Those that can provide the best user experience in this dynamic and mediarich mobile environment can capture market share. But they must be able to scale their networks dramatically, and do so while lowering capital and operational costs per gigabit per second. The place to start is with the Transport Network, which forms the foundation of long distance internet communication. It is clear that in addition to a move toward larger, more powerful transport switches, the mechanisms of DWDM optical transmission have to change too. A new approach to DWDM capacity—the coherent super-channel—promises an effective solution to the challenges posed by internet growth.

Figure 1: Video, Mobility and Cloud are helping to drive around 40% annual growth in internet demand

WHAT IS A SUPER-CHANNEL?

Many in the industry view the “state of the art” in DWDM in 2012 and 2013 to be 100 Gb/s. However, the growth in the internet is demanding additional bandwidth scale without increasing operational complexity, and asking the question, “What is beyond 100 Gb/s?” One answer is a super-channel, an evolution in DWDM in which several optical carriers are combined to create a composite line side signal of the desired capacity, and which is provisioned in one operational cycle.

WHAT PROBLEMS WILL SUPER-CHANNELS ADDRESS?

Super-channels address three fundamental issues:
    • Scaling bandwidth without scaling operational procedures
    • Optimizing DWDM capacity and reach
    • Supporting the next generation of high speed services

Moreover, it must be possible to implement super-channel technology using existing DWDM engineering techniques, without requiring longer term technology advances.

The most recent innovation that enables a practical increase in bandwidth with long haul reach is coherent detection —allowing 40G and 100G carriers to operate over the same or even greater reach compared to 10G Intensity Modulation Direct Detection (IMDD, also known as Intensity Non-Return to Zero (NRZ) or On/Off Keying. Super-channels will help move beyond 100 Gb/s but must do so while maintaining long haul reach, and the multi-carrier approach appears to be the obvious choice. A flexible coherent (FlexCoherentTM) modulation capability will be essential in achieving these goals.

The first generationsplit spectrum” super-channels (See: “Implementing Super-Channels”) will offer around 8 Tb/s in the C-band—between five and 10 times the spectral efficiency offered by 10G IMDD systems that use a traditional 50 GHz grid. When service providers are ready to move outside the current ITU DWDM fixed grid spacing (defined in ITU G.694.1), the next generation of “gridless” super-channels will offer even higher spectral efficiency, enabling a gain of up to 25% in net fiber capacity through more efficient spectrum use.

At this stage it’s not clear what that data rate will be (the two main candidates being 400 Gb/s and 1 Tb/s), so super-channels must be flexible enough to deal with this challenge when it arrives.

IMPLEMENTING SUPER-CHANNELS


400-GB/S ETHERNET

A. Architecture
Figure 2 shows a proposed architecture of 400-Gb/s Ethernet transceiver. It supports reaches up to 10 km, is referred to as 400GE-LR16, and will be specified by the IEEE. It uses the same LAN WDM optical grid as 100GE-LR4, but spans 70nm. The components extend 100-Gb/s photonic integration technology to sixteen channels. The SOA is used to close the 10km link budget due to higher SMF propagation losses and penalties, and higher optical Mux and DeMux losses.

Figure. 2. 400Gb/s 10km WDM Transceiver.

TERABIT/S ETHERNET

There are two obvious implementation options for developing single-carrier transponders that operate at data rates above 100 Gb/s. One is to transmit more modulation symbols per second and the other is to encode more bits into a modulation symbol (or some combination of the two). Super-channel technology adds a third option—the ability to treat multiple carriers as a single operational unit.

We assume that a 1Tb/s unit of capacity is required.

A.   Transmit More Symbols per Second


Figure 3: A single, 1Tb/s carrier is impractical because the electronics will not exist for another decade. In addition, the single carrier solution would experience significantly greater fiber impairments compared to a super-channel solution.

With single carrier there are two drawbacks:
1.   The electronics that drive the interface would also need to operate at 320 GBaud—and this level of integrated electronics performance will probably not be available for another decade.
2.   The high symbol rate will encounter significantly higher implementation penalty with today’s electro-optic technology for the same modulation type.

Implementing a 1 Tb/s super-channel using 10 carriers (shown to the right of Figure 3) divides both the required electronics performance and the symbol rate on the fiber by a factor of 10, and so 32 GBaud electronics is all that is required. Moreover, because the symbol rate of each carrier is (in this example) the same as a 100G PM-QPSK transponder, the optical performance is more than adequate for most terrestrial long haul and ultra-long haul links.

A key point is that both single carrier and super-channel implementations have about the same spectral efficiency, but the super-channel has far better optical performance and it is possible to build it using technology that will be available in the near future.

B.   Encode More Bits per Symbol

PM-QPSK encodes four bits per symbol—which is four times more than conventional IMDD modulation. The combination of this encoding efficiency, coherent detection and high-gain FEC technology allows a 100G signal to have the same or even better reach compared to 10G IMDD.

Higher order modulation will certainly be a useful tool to allow service providers to optimize the total spectral efficiency for certain routes. But the penalty for this is reduced reach.

Figure 4: Adding more bits to a symbol increases spectral efficiency, but the total power per symbol (before non-linear threshold is reached) is indicated by the thick black circle.

A pair of yellow circles in Figure 4 represents an encoded bit—and the more of these that are put into the black circle, the less optical power is available per bit. Table 1 shows this numerically. In simple terms, modulation techniques like 16QAM may be limited to regional network use.

Table 1: Reach vs Total Capacity for a selection of phase modulation types. Note this table is illustrative only—not all modulation types shown are practical, and other modulation types may be available in final products.

THE IMPORTANCE OF PHOTONIC INTEGRATION

Super-channels allow a Terabit of DWDM capacity to be turned up in a single operational cycle, without any penalty in terms of spectral efficiency and with the same optical reach as today’s generation of 100G coherent transponders.

Figure 5: A super-channel built with a PIC. The PIC enables hundreds of optical functions to be collapsed into two small chips the size of a fingernail enabling, in this example, 10 x 100 Gb/s in a single line card.

It is clear that a 10 carrier super-channel requires 10 sets of optical components per line card. Implementing such an interface using discrete optical components would seem totally unrealistic, and Figure 5 shows the scale of the problem. On the left we see 10 individual 100G transponders. These will contain in total around 600 optical functions that are probably implemented in discrete optical components.

On the right of Figure 5 is a Terabit super-channel line card. All of the major optical functions on all 10 100G line cards have been integrated into a single pair of Photonic Integrated Circuits (PICs)—one to transmit and one to receive. All 10 carriers can now be implemented in a compact line card where the super-channel is brought into service in one operational cycle, consuming far less power than 10 discrete transponders and resulting in far greater service reliability.

FLEXIBILITY IS THE KEY TO SUPER-CHANNEL SUCCESS

In the real world super-channels will have to be extremely flexible in a number of properties:

    • What type of modulation should be used?
    • What is the best way to optimize spectral efficiency and reach?
    • What spacing will be used between the carriers?
   • What is the total width of the super-channel?

Figure 6: The ideal super-channel line card would offer flexible modulation to allow the service provider to trade reach for capacity without making spares management more complex.

SUPER-CHANNEL IMPLEMENTATION PROGRESS

In 2011 Infinera announced a series of super-channel trials, each one designed to showcase a specific aspect of PIC-based super-channel technology.

NOVEMBER 2011: THE TELIASONERA TERABIT SUPER-CHANNEL TRIAL


In November 2011 TeliaSonera International Carrier successfully completed the world’s first Terabit optical transmission based on two 500 Gb/s super-channels. The trial was over a 1,105 kilometer route from Los Angeles to San Jose, California. This was a production fiber, and in addition to the Terabit of super-channel capacity, there was 300 Gb/s of 10G IMDD traffic on the route. This shows that a split-spectrum super-channel can operate very effectively with grid-based IMDD traffic.

Figure 7

MIGRATING TO SUPER-CHANNELS: WHEN TO GO GRIDLESS?

The ITU frequency grid defined in G.694.1 has been used in most of the world’s DWDM networks for many years. Multi-carrier super-channels do not require such rigid 50 GHz guard bands between carriers, and this fiber spectrum could be reclaimed by going “gridless”.

Figure 8: Split-Spectrum vs Contiguous Super-Channels. By removing the inter-channel “guard bands” a contiguous spectrum super-channel could occupy about 25% less fiber spectrum. A split-spectrum super-channel would be more compatible with existing grid-based transmission systems.

This is shown in Figure 8, in which about 25% of the fiber spectrum could potentially be reclaimed by a contiguous carrier super-channel that ignores the current ITU grid. The ITU is now working on a new “flex-grid” spacing (based on multiples of 12.5GHz) that would enable support for contiguous, or “gridless”, multicarrier super-channels.

A split-spectrum super-channel trial was recently completed by TeliaSonera International Carrier (see sidebar), in which interoperability with existing 10G IMDD, grid-based carriers was demonstrated.



Reference:
White Paper ---- Super-Channels: DWDM Transmission at 100Gb/s and Beyond, Infinera.





40
Ethernet has undergone amazing changes since the concept was originally documented in 1973. The IEEE 802.3™ “Standard for Ethernet” initially was developed in order to standardize connectivity among personal computers, printers, servers and other devices inside a local area network (LAN), but the standard has steadily evolved to deliver increased capacities and connect more devices, users, media types and protocols across more types of networks. In only the last five years, the pace of change has accelerated substantially. The proliferation of smart phones, tablets, Wi- Fi, 3G/4G/LTE mobile deployments, 10 Gb/s servers, Internet-enabled TV, the cloud and its associated applications, social media, video calling, online gaming and new database technologies has ratcheted up the bandwidth pressure on the Ethernet interconnect space. Though data centers—the eye of the bandwidth storm—for years relied on 1 Gb/s server interconnections, the industry appears poised to rapidly leapfrog through the standardized 10 Gb/s, 40 Gb/s and 100 Gb/s Ethernet speed steps.

Now I would like to discuss about 100 –Gb/s and beyond SMF (Single Mode Fiber) Ethernet (datacom) optical interfaces based on WDM technology.

FIRST GENERATION 100-GB/S SMF ETHERNET

First Generation (Gen1) 100-Gb/s Ethernet transceivers use discrete optical components based on existing technologies, driven by demand for quick time to market delivery of interoperable modules from multiple optics suppliers.

A. Architecture
Figure 1 shows the architecture of a Gen1 100-Gb/s Ethernet transceiver. It supports reaches up to 10 km and is referred to as 100GBASE-LR4. Also shown is the 40km architecture, referred to as 100GBASE-ER4. Both optical interfaces are specified by the IEEE.

 Fig. 1. 100Gb/s Gen1 10km and 40km WDM Transceiver.

The lane rate of the electrical interface is 10-Gb/s, determined by I/O rates in mainstream CMOS technologies used for the MAC (media access controller) IC, which connects to the 100-Gb/s optical transceiver.

B. Optical Wavelengths
The optical lane rate is 25-Gb/s and uses low cost NRZ modulation. The four lanes are wavelength division multiplexed (WDM) over a single fiber in each transmission direction. The exact optical lane grid is referred to as LAN WDM, and is listed in Table I.

Table I
 
C. Components
Translation between the 10-Gb/s and 25-Gb/s lane rates uses 10:4 SerDes (serializer de-serializer) ICs. The transmitter uses four MDs (modulator drivers) and four discrete cooled EMLs (electro-absorption modulator lasers) connected with fiber to WDM Mux (multiplexer) which combines the four wavelengths. The receiver uses WDM DeMux (de-multiplexer), four PINs (p-intrinsic-n) photodiodes, and four TIAs (trans-impedance amplifiers). A LA (limiting amplifier) function is either in the TIAs or SerDes ICs. For 40km distances, a SOA (semiconductor optical amplifier) is added.

D. Module
The transceiver is packaged in the CFP (100-Gb/s Form-factor Pluggable) module, as specified by the CFP MSA. To minimize cost, surface-mount components and PCB (printed circuit board) transmission-line RF interconnect is used.

E. Deployment
100-Gb/s CFP modules have been reported by multiple optics suppliers like Verizon, Opnext etc. Verizon introduces the first Coherent 100G DWDM trials in 2010.

SECOND GENERATION 100-GB/S SMF ETHERNET
Second generation (Gen2) 100-Gb/s Ethernet transceivers will be driven by long term high volume requirements for low cost, small size and reduced power.

A. Architecture
Figure 2 shows architecture of a Gen2 100-Gb/s Ethernet transceiver. The optical interface is fully interoperable with Gen1 transceivers.

 Fig. 2. 100Gb/s Gen2 10km WDM Transceiver.

The electrical lane rate is 25-Gb/s, which reduces the interface width and simplifies the ICs. The 4x25-Gb/s I/O specification is being defined in the OIF (Optical Interface Forum) CEI (Common Electrical Interface) 28G-VSR project. Initially, the transceiver will be connected to MAC IC through 10:4 SerDes ICs, but long term will migrate to direct 25-Gb/s MAC IC connection.

B. Components
The 25-Gb/s electrical interface requires quad CDR (Clock and Data Recovery) IC. The transmitter uses quad LD (laser driver) and quad cooled DML (directly modulated laser.) The connection to the WDM Mux is on a photonic circuit. The receiver WDM DeMux connection to the quad PIN is also on a photonic circuit.

C. Photonic Integrated Technology
The enabling technology for Gen2 transceivers is photonic integration. Feasible approaches are Hybrid Planar Lightguide Circuit (PLC), and monolithic InP Photonic Integrated Circuit (PIC).

D. Module
The transceiver will be packaged in the CFP2 module, now under definition by the CFP MSA. The module will be about half the width of the CFP to double port density.



References:
1. 100-Gb/s and Beyond Ethernet Optical Interfaces
    C. Cole
    Finisar Corporation, 1389 Moffett Park Drive, Sunnyvale, California 94089, USA

2. http://www.ieee802.org/3/ba/index.html

41

Self Organizing Networks, SON are essential for today's complicated cellular networks to configure, organize, optimize performance, & then provide self healing capabilities when faults occur.

With radio networks like those used for LTE and other cellular technologies becoming more complex, network planning needs to be made easier: planning, configuration, management, optimization and healing all need to be automated to bring improvements.

As a result the concept of self-organizing networks, SON is growing in interest and use. With the networks themselves being able to monitor performance, they can optimize themselves to be able to provide the optimum performance.

By using self-organizing networks, SON technology, networks are able to organize and optimize their performance. Operators can then benefit from significant improvements in terms of both CAPEX, capital expenditure and later OPEX, operational expenditure.

Definition of Self Organizing Networks

Self organizing networks, SON, can be defined as a set of use cases that govern a network including the planning, set up and maintenance activities.

In this way the self-organizing networks enable the network to set itself up and then manage the resources to enable the optimum performance to be achieved at all times.

The main drive in the SON development and standardization up to now comes from 3GPP, primarily for LTE, but also extended towards 2G and 3G networks in later releases. These features are currently not available between 3GPP access technologies and other access technologies like Wi-Fi.

Why SON?

There are three main reasons.

The first is that the number of parameters that must be set in the network elements has increased significantly from each technology generation to the next. UMTS has a significantly higher number of parameters than GSM, and LTE has even more. Hence, it is not practical to set and maintain these manually.

The second reason is that the quick evolution of wireless networks has led to operators having parallel operation of 2G, 3G, and LTE infrastructures, and even also networks using non-3GPP technologies like Wi-Fi. Operators need to coordinate the operations of their network to utilize their network resources as efficiently as possible. This requires inter-RAT (radio access technology) SON functionality.

The third reason is that an increasing part of the traffic will be on small cells such as microcells, picocells, and femtocells.

Self Organizing Networks areas

There are three main areas over which the self-organizing networks operate.

Self configuration:   The aim is for base stations to become essentially "Plug and Play" items. They should need as little manual intervention in the configuration process as possible. This will enable the skill level of installers to be reduced, thereby saving costs while improving the reliability. Accordingly this is a major element within the overall self organizing network, SON software. This is the dynamic plug-and-play configuration of newly deployed eNBs. The eNB will by itself configure the Physical Cell Identity, transmission frequency and power, leading to faster cell planning and rollout. The interfaces S1 and X2 are dynamically configured, as well as the IP address and connection to IP backhaul. To reduce manual work ANR (Automatic neighbor relations) is used. ANR configures the neighboring list in newly deployed eNBs and is optimizing the list configuration during operation.

Fig 1: PCI Reporting

Self optimization:   Once the system has been set up, it will be necessary to optimize the operational characteristics to best meet the needs of the overall network. This is achieved by self-optimization routines within the overall self-organizing network, SON software. Self optimization includes optimization of coverage, capacity, handover and interference.
Mobility load balancing (MLB) is a function where cells suffering congestion can transfer load to other cells, which have spare resources. MLB includes load reporting between eNBs to exchange information about load level and available capacity.
MLB can also be used between different Radio Technologies. In case of inter-RAT the load reporting RAN Information Management (RIM) protocol will be used to transfer the information via the core between the base stations of different radio technologies. A handover due to load balancing is carried out as a regular handover, but it may be necessary to amend parameters so that the User Equipment (UE) does not return to the congested cell.

Fig 2, 3: Handover

Self-healing:   Any system will develop faults from time to time. This can cause major inconvenience to users, however it is often possible for the overall network to change its characteristics to temporarily mask the effects of the fault. Boundaries of adjacent cells can be increased by increasing power levels and changing antenna elevations, etc. This self-healing aspect of SON, self-organizing networks is of great interest. Coverage and Capacity Optimization enables automatic correction of capacity problems depending on slowly changing environment, like seasonal variations.

Benefits of SON:

To be more specific, the main benefits of introducing SON functions in cellular networks are as follows.
(i)   Reduced installation time and costs.
(ii)   Reduced OPEX due to reductions in manual efforts in connection with monitoring, optimizing, diagnosing, and healing of the network.
(iii)   Reduced CAPEX due to more optimized use of network elements and spectrum.
(iv)   Improved user experience.
(v)   Improved network performance.

Terminology:
ANR - Automatic Neighbour Relations, CGID - Cell Global Id, C-RNTI - Cell Radio Network Temporary Identifier, eNB - evolved Node B, MLB - Mobility Load Balancing, MRO - Mobility Robustness Optimization, OAM - Operation, administration and maintenance, PCI - Physical Cell Identity, PCID - Physical cell identities, PRACH - Physical Random Access Channel, PRB - Physical Resource Block, RACH - Random Access Channel, RAN - Radio Access Network, RAT - Radio Access Technology, RIM - RAN Information Management , RLF - Radio Link Failure, RNTI - Radio Network Temporary Identifier, RRC Radio Resource Control

References:

http://www.radio-electronics.com/info/cellulartelecomms/self-organising-networks-son/basics-tutorial.php
http://www.3gpp.org/SON
http://www.hindawi.com/journals/jcnc/2012/862527/


42

গত ৯ই জুন ছিল ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এবং টেলিযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী। বিভিন্ন কারণে সেদিন খুব একটা আনন্দ করার সুযোগ ছিল না। যেহেতু বিভাগের শিক্ষকরা-ছাত্ররা মিলে সিদ্ধান্ত নিয়েছে এই দিন  উপলক্ষ্যে পুরোনো ছাত্র-ছাত্রীদের দাওয়াত দেয়া হবে, সেই সাথে বিভিন্ন টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানীগুলো হিউম্যান রিসোর্স বিভাগ এবং টেকনিক্যাল বিভাগের প্রধানদেরও দাওয়াত দেয়া হবে,  তাদের কাছ থেকে জানতে হবে বর্তমানে টেলিযোগাযোগ খাতে দেশে এবং বিদেশে চাকুরী বা ব্যবসার সুযোগ সুবিধাগুলো কেমন, আর যুগের চাহিদা অনুযায়ী এই খাতে ক্যারিয়ার গড়তে গেলে একজন ছাত্রের কি কি প্রস্তুতির প্রয়োজন আছে। যেই ভাবা সেই কাজ! বিটিআরসির চেয়ারম্যান থেকে শুরু করে টেলিটক, গ্রামীণ ফোন, বাংলালিঙ্কসহ আরো কিছু কোম্পানী এইচ আর প্রধানদের এবং টেকনিক্যাল বিভাগের প্রধানদের দাওয়াত করা হলো। সবার কাছ থেকে সম্ভাব্য সময় চেয়ে নিয়ে দিন ধার্য হলো ২২শে জুন, শনিবার। সারাদিনব্যাপী প্রোগ্রামের আয়োজন করতে শিক্ষক-ছাত্র সবাই মিলে তোড়জোড় শুরু  করলো। অবশেষে আসলো কাংখিত দিন! সকাল ১০টা থেকে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান, সুনীল কান্তি বোস। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ লুৎফর রহমান, প্রফেসর এমিরেটাস এম. আমিনুল ইসলাম। ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ  ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক না জানা কথাই জানা গেল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটিই টেলিযোগাযোগ বিষয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে ২০০৩ সালের ৯ই জুন। প্রতিটি শিক্ষাবছরে তিনটি সেমিষ্টার করে চার বছরে মোট ১২টি সেমিষ্টারে ল্যাবরেটরী কোর্সসহ প্রায় ১৫০ ক্রেডিট কোর্স পড়তে হয়।   এরই মাঝে এই বিভাগ থেকে ৫০০ জনের উপরে ছাত্র গ্রাজুয়েট হয়েছে। পাশ করা ছাত্ররা বাংলাদেশের টেলিযোগাযোগ ক্ষেত্রের বড় বড় কোম্পানীগুলোতে চাকুরী পেয়েছে। বিটিআরসি, টেলিটক, কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডস্টেশনসহ বিভিন্ন সরকারী কোম্পানির গুরুত্বপূর্ণ পদে এবং এয়ারটেল, এডিএন টেলিকম, দৃক আইসিটি, ফ্লোরা লিমিটেডসহ নানা ধরনের প্রাইভেট টেলিকম ও ডাটা নেটওয়ার্ক কোম্পানীগুলোতে এই বিভাগেরর ছাত্ররা সাইট ইঞ্জিনিয়ার, কোর ইঞ্জিনিয়ার, আইপি টেলিফোনী ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। বেশ কয়েকটি টিভি ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং বিভাগেও এখানকার ছাত্ররা কাজ করছে। বিভিন্ন ইন্টারন্যাশানাল গেটওয়ে কোম্পানীগুলোতেও তারা আছে। এই পর্যন্ত পাশ করা কোন ছাত্রই বেকার বসে নেই। বিটিআরসির চেয়ারম্যান স্যার জানালেন আমাদের দেশে টেলিযোগাযোগ খাতে কি কি নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা তিনি দিয়েছেন তা হলো বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে টেলিযোগাযোগ খাতে এবং এ খাত থেকেই সরকার সবচেয়ে বেশি রেভিনিউ পাচ্ছে।

সরকারের আইসিটি পরিকল্পনায় বিভিন্ন চাকুরীর সুবিধা তৈরী হলেও তবে তিনি ছাত্র-ছাত্রীদের সরকারী চাকুরী করতে নিরুৎসাহিত করলেন, কারণ হিসেবে বললেন বেসরকারী খাতে সারা বিশ্বের প্রতিযোগিতামূলক  বাজারে প্রতিযোগিতা করে নিজের যোগ্যতা বাড়ানোর সুযোগ রয়েছে, যেটা সরকারী চাকুরীতে কম। এরপর শুরু হলো টেকনিক্যাল সেশন। উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের এলটিএস ও ব্রডকাস্ট টেকনোলজি বিভাগের সিনিয়র স্পেশালিস্ট মোঃ সাফায়াত উল্যা পাটোয়ারী। তিনি আলোচনা করলেন মেটাডাটা নিয়ে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে কি প্রচুর পরিমাণে ডাটা প্রস্তুত হবে এবং কত দক্ষতার সাথে আমরা সেগুলো সংরক্ষণ করতে পারবো, এর জন্যে আমাদের কি পরিমাণ স্টোরেজ ক্ষমতার প্রয়োজন হবে এসব নিয়ে। আরো উপস্থিত ছিলেন টেলিটকের মার্কেটিং এবং সেলস বিভাগের জিএম, মোঃ হাবিবুর রহমান। তিনি তুলে ধরলেন ওয়ারলেস ও মোবাইল কমিউনিকেশান খাতে এই বিভাগের ছাত্রদের চাকুরী পেতে হলে কি কি টেকনিক্যাল বিষয়ে ভাল জ্ঞান থাকতে হয়, যখন তারা ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকেন তখন কি কি ধরণের প্রশ্ন করা হয়  টেলিযোগাযোগ বিষয়ে। বললেন তৃতীয় জেনারেশনের মোবাইল কমিউনিকেশানের বাংলাদেশে শুভযাত্রার কথা, উচ্চমাত্রার ইন্টারনেট স্পিড আমরা পেতে পারি এই প্রযুক্তি দিয়ে, টেলিটক ইতিমধ্যে এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবা দিতে শুরু করেছে। আরো কিছু কোম্পানী লাইসেন্স পাবার জন্য অপেক্ষা করছে।

এর পাশাপাশি চললো বিভাগের ছাত্রদের নিজেদের তৈরী করা বিভিন্ন বাস্তবমুখী প্রজেক্ট, এর মাঝে অটোমেটিক স্মার্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা, স্মার্ট ট্রাফিক সিস্টেম, রিনিউএবল এনার্জির উপর ভিত্তি করে নির্মিত স্মার্ট সিটি অন্যতম।

দুপুরের পর শুরু হলো ক্যারিয়ারের উপর আলোচনা। একটা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে গেলে একজন টেলিকমের ছাত্রের কি কি প্রস্ততি প্রয়োজন। উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের টেকনিক্যাল প্ল্যানিং বিভাগের ডেপুটি জিএম মো। আনোয়ার হোসেন, বাংলালিঙ্কের প্ল্যানিং বিভাগের প্রধান মি. মনজুর আহমেদ চৌধুরী, আরো ছিলেন দৃক আইসিটির  এমডি আলতাফ হোসেন, যিনি আইইইই কমিউনিকেশান সোসাইটি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা। কিছু কথা সবাই-ই বললেন, টেলিযোগাযোগ খাতে নেটওয়ার্কিং দিকেও ক্যারিয়ার গড়া যায়, আবার কোর ইঞ্জিনিয়ার হিসেবেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। যারা নেটওয়ার্কিং-এর উপর ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদেরকে সিসকো কোম্পানীর সিসিএনএ (CCNA) প্রফেশনাল কোর্সটি অবশ্যই করা থাকতে হবে। সিসিএনএ-এর পরবর্তী উচ্চ প্রফেশনাল কোর্সগুলো করা থাকলে আরো ভাল। সাবজেক্ট সম্পর্কিত কিছু টেকনিক্যাল টার্ম  অবশ্যই সব ছাত্রের জানা প্রয়োজন। যেমন ভয়েস এবং ডাটা কমিউনিকেশানের জন্য বিভিন্ন ডাটা রেট সার্ভিস,  সাবনেটিং, আরলং, ব্লকিং প্রোবালিটি, ভিওআইপি-র প্রটোকলসমূহ (SIP, H.323, SS7) ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যারা কোর ইঞ্জিনিয়ারিং-এ ক্যারিয়ার গড়তে চায় বা সিস্টেম ইঞ্জিনিয়ার বা এডমিনিস্ট্রেশন লেভেলে চাকুরি পেতে চায় তাদের লিনাক্স অপারেটিং সিস্টেম জানা জরুরী। যারা মোবাইল এপ্লিকেশানের উপর চাকুরী ক্রতে চায় তাদের জাভা প্রোগ্রামিং ভাষা জানা জরুরী। এছাড়াও ভিওআইপির সফটওয়্যার টুলস বা ইলেকট্রনিক্স সম্পর্কিত নানাবিধ এপ্লিকেশান টুলস সম্বন্ধে ভাল দক্ষতা থাকা জরুরী। আর এ প্রফেশনাল কোর্সগুলো মূল সিলেবাসের পাশাপাশিই সম্পন্ন করতে হবে। তবে বর্তমানে এন্টারপ্রিনিওরশিপের উপর জোর দেয়া হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়তে পারে আইআইজি, আইজিডব্লিউ উপর বা ডাটা সেন্টার গড়ে তুলতে পারে তাহলে সে নিজে আরো কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে কোম্পানীতে ইন্টারভিউ দিতে যাবে ছাত্ররা সেই কোম্পানীর ওয়েবসাইট ভাল করে ঘেঁটে সংশ্লিষ্ট কোম্পানী সম্বন্ধে ভাল করে জেনে যাওয়া ভাল, এটা ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তাদেরকে বেশ আগ্রহী করে তোলে সেই প্রার্থীর প্রতি। প্রতিটি সেশনের পরে ছিল প্রশ্নোত্তর পর্ব, ছাত্ররা আমন্ত্রিত অতিথিদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। তারপরের পর্বটি ছিল বিভাগের পুরোনো ছাত্রদের নিয়ে। তারা নিজেরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কিভাবে পড়াশোনা করেছে, কিভাবে নিজেদের গড়ে তুলেছে, ইন্টারভিউ দিতে গিয়ে কি কি সমস্যায় পড়েছে, এসব নানান অভিজ্ঞতা শেয়ার করেছে তাদের সতীর্থদের সাথে। তারা জানালো তাদের সাফল্যগাঁথার কথা। বর্তমনা ছাত্রদের সেদিনকার অনুভূতি ছিল খুবই উৎসাহব্যঞ্জক, তাদের চোখে মুখে ফুটে ঊঠেছিল গভীর আত্মপ্রত্যয়, একদিন তারাও পারবে!  সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগের নতুন-পুরাতন ছাত্ররা, শিক্ষকেরা এবং আমন্ত্রিত অতিথিরা মিলে বেশ আনন্দে, হৈ চৈ করে কাটিয়ে  দিয়েছে সারাদিন।





43
The main problems of current cellular network are the expensive deployment cost of network infrastructure as well as Low signal strength received from an outdoor BS inside a building.
Some studies on wireless usage show that more than 50% voice calls and more than 70% data traffic are originated indoor. So, efficient strategy will be higher data rate and reliability for subscribers (User) and reduced amount of traffic on expensive macrocell network (Operator).



Fig. FemtoCell [see the attachment]

What is Femtocell ?

Femtocell originally known as an Access Point Base Station is a small cellular base station. It is  low-power wireless access points that operate in licensed spectrum to connect standard mobile devices to a mobile operator’s network using residential DSL or cable broadband connections.

It is typically designed for use in a home or small business. It connects to the service provider’s network via broadband (such as DSL or cable). Typically it supports 2 to 4 active mobile phones in a residential setting. A femtocell allows service providers to extend service coverage indoors, especially where access would otherwise be limited or unavailable. Although much attention is focused on WCDMA, the concept is applicable to all standards, including GSM, CDMA2000, TD-SCDMA and WiMAX  solutions.

Femtocell Properties:

Femtocell is implemented in IEEE standard 802.16e (mobile WiMAX) and 802.16m(). It uses 2.3 GHz or 2.5GHz as carrier frequency. Channel Bandwidth could be 8.75MHz or 10MHz. Convolution Coding or Convolution Turbo Coding is used for channel coding. Different kinds of modulation techniques are used for uplink and downlink such as QPSK, 16QAM, 64QAM etc. It is a small network of 5 active users.

Benefits of Femtocells

1.   Due to short transmit-receive distance it shows better coverage and capacity
2.   Some of the attracting features are:
        •   Lower transmit power
        •   Prolong handset life
        •   Higher SINR
        •   Higher spectral efficiency
3.   It also improves macro reliability because BS can provide better reception for mobile users. Traffic originating indoors can
        be absorbed into femtocell networks over IP backbone
4.   Cost Benefit --  $60,000/year/marcrocell vs. $200/year/femtocell
5.   Enhanced home coverage will reduce motivation for users to switch carriers i.e. other operators.

In a word, Femtocell is a powerful candidate technology for Home Network QoS-guaranteed wireless gateway for Home & Enterprise.

Applications of Femtocell:

       •   It improves indoor coverage extension using Femtocell instead of repeater. It needs DSL or cable. Femtocell has
                easy installation and convenience for customer. It also reduces bandwidth load in the macrocell network.
       •   It provides high quality & low cost voice service
       •   We can use Femtocell as a Home Gateway also. For example, it can use in
                –   Multi-mode Wireless Gateway
       •   WCDMA, WiBro + WLAN, WPAN AP
       •   Cost-saving techniques : SDR BS, Cognitive Radio
                –    Home Networking Gateway
       •    Wireless Connectivity to all Home devices
       •   Mobile Communication service + wireless broadband Internet access + Home networking + mobile IPTV
       •   It also constructs Mobile Intranet solution with IP backhaul connectivity for Enterprise


44
আজকাল সারা বিশ্বসহ আমাদের দেশেও নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে।পরিবারের গন্ডির ভিতরে তো বটেই, বিশেষ করে কলেজ পর্যায় থেকে সহশিক্ষা ব্যবস্থার কারণে এই মেলামেশার সুযোগ আরো বেশী বৃদ্ধি পাচ্ছে। শুনেছি আগে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মেয়েরা কেউ কারো সাথে কথা বলতে চাইলে শিক্ষকের অনুমতি নিতে হত। এখন তো সে অবস্থা নেই-ই, বরঞ্চ প্রতিনিয়তই ছেলে-মেয়েতে দু’জনা বা বহুজনা গ্রুপিং বন্ধুত্ব গড়ে উঠছে।

ছেলে-মেয়েরা একসাথে পড়াশোনা করার বেশকিছু সুবিধা আছে। ছেলেদের যেহেতু মেয়েদের তুলনায় ঘরের বাইরে চলাফেরা করার সুযোগ বেশী, তাই তাদের জানার পরিধিও বেশী। ফলে তাদের সাথে বিভিন্ন গল্পগুজব, আড্ডা ইত্যাদির মাধ্যমে মেয়েরা অনেক রকমের তথ্য জানতে পারে। বিভিন্ন সচেতনমুলক, সেবামূলক কাজে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশগ্রহণ করতে পারছে, যেটা শুধু মেয়েদের নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে অনেক সীমিত।

কিন্তু অসুবিধা হলো অবাধ মেলামেশার ফলে অনেক সময় অপ্রীতিকর ঘটনাও ঘটে বা নিজেদের সম্মতিতে অনেক কিছু ছেলে-মেয়েরা নিজেরাই করে। বন্ধুত্ব বা প্রেমের সূত্র ধরে হাত ধরা থেকে শুরু করে চরম পর্যায়ের প্রাক বিবাহপূর্ব শারীরিক সম্পর্কও গড়ে উঠে। কোন এক কবির ভাষায়, “A look, then a smile, then a nod of the head, Then a talk, then a promise, then the warmth of a bed.”

অনেকেই হয়তো বলবেন নিজেদের সম্মতিতে যা হয়, তাতে আপত্তি কেন? আমি বলবো, হ্যাঁ, আপত্তি আছে। কারণ, এ ধরণের অবাধ সম্পর্ক শেষ পর্যন্ত সামাজিক অস্থিরতা তৈরী করে, এটা নৈতিক অবক্ষয়ও বটে, ধর্মীয়ভাবে তো পুরোপুরিই নিষিদ্ধ। বিভিন্ন সময়ে দেখা যায় পরবর্তীতে ঐ প্রেমিক ছেলেটিই আর সেই মেয়েটিকে বিয়ে করতে রাজী হয় না, অবিশ্বাস করে। এতে করে অবশেষে মেয়েটিই শারীরিকভাবে ,মানসিকভাবে, সামাজিকভাবে চরম অপমান আর যন্ত্রণার শিকার হয়। অথচ এই পুরুষতান্ত্রিক সমাজে ছেলেটি অনায়াসেই পার পেয়ে যায়। আর যদি তাদের মধ্যে শেষ পর্যন্ত বিয়ে হয়ও, তবুও ধর্মীয় দিক থেকে এ ধরণের প্রাক বিবাহপূর্বক সম্পর্ক গ্রহণযোগ্য নয়। বর্তমানে ঢাকাসহ অন্যান্য জেলাশহরগুলোতে স্কুল-পালানো জুটির সংখ্যাও বিভিন্ন পার্ক, লেকের পাড়, ফাস্টফুডের দোকানগুলোতে আশংকাজনকভাবে বেড়ে যাচ্ছে।

কেউ কেউ উচ্চতর পর্যায়ে ছেলেদের-মেয়েদের আলাদা ক্যাম্পাসের কথা বলেন। কিন্তু আমার মতো সাধারণের কাছে এ মতটি গ্রহণযোগ্য মনে হয় না। ১৮ বছর বয়সী একটি ছেলে বা মেয়েকে এতোটা অনির্ভরযোগ্য মনে করা বোধ হয় সঠিক নয়। কারণ, এদের কিছুটা ম্যাচিউরিটি থাকে। এ সময়টা ব্যাক্তিত্ব গড়ে ওঠার বয়স। আর নারী-পুরুষের পরস্পরের আচরণ, মনস্তত্ব, প্রকৃতি ইত্যাদি বোঝা দরকার উভয়কেই এবং সে সুযোগটাও থাকে। তার চেয়ে আমরা তাদের বিবেককে জাগ্রত করতে পারি, সচেতন করতে পারি। কিছু নিয়ম-কানুন, বিধি-নিষেধ মেনে চলতে উৎসাহিত করতে পারি।

প্রথমেই ৮৫% ভাগ মুসলিমের এ দেশে যে কথাটি আসে সেটি হলো পর্দা। পর্দা বা হিজাবের কথা মনে হলেই আমাদের চোখে যে চিত্রটি ভেসে উঠে সেটা হলো বোরকা-নেকাব পরা নারী। আসলে যাঁরা যুগ যুগ ধরে ধর্ম প্রচার করেছে, তাঁরা বেশীর ভাগই পুরুষ ছিলেন, আছেন। যত ধর্মীয় বই লেখা হয়েছে, সেমিনার-সিম্পোজিয়াম, ওয়াজ-মাহফিল হয়েছে বেশীর ভাগই পরিচালনা করেছেন পুরুষেরা। তাই নারীর পর্দা নিয়ে যত বেশী আলোচনা হয়েছে, সে তুলনায় পুরুষের পর্দা নিয়ে আলোচনা হয়েছে খুব কমই।

পর্দা সাধারণতঃ তিন রকম— চোখের পর্দা, দেহের পর্দা ও মনের পর্দা।

পবিত্র কুরআন শরীফে পর্দা প্রসঙ্গে প্রথমেই চোখের পর্দার কথা বলা হয়েছে এবং পুরুষদের ব্যাপারেই আগে বলা হয়েছে (২৪-৩০) । এরপর লজ্জাস্থান হেফাজতের কথা বলা হয়েছে। এ ব্যাপারে রাসূল (সাঃ) আলী (রাঃ)কে বলেছিলেনঃ “Ali, do not let a second look follow the first. The first look is allowed to you but not the second.”(Reported by Ahmad, Abu Daoud, and al-Tirmidhi.)

একই ভাবে পরবর্তী আয়াতে নারীর চোখের পর্দা, লজ্জাস্থান হেফাজতের কথা, তারপর পোশাকের ব্যাপারে বলা হয়েছে(২৪-৩১)। নারীর হিজাব যে শুধু বোরকাই হতে হবে তা নয়, যে কোন বড় চাদর বা ওড়না দিয়েও তা হতে পারে। আর আমাদের দেশের পোশাক এক্ষেত্রে অনেক বেশী উপযোগী।

এ প্রসঙ্গে বলে রাখি অনেকেই পাঁচ ওয়াক্ত নামায পড়েন, সবগুলো রোযা রাখেন, নফল ইবাদতও অনেক করেন, কিন্তু পর্দা (মাথা ও বুক ঢাকা) এটাও যে অন্য ফরযগুলোর মতোই ফরয, তা বুঝতে পারেন না। কোরআনের কোন আয়াতই অপর কোন আয়াত থেকে শ্রেষ্ঠ নয়, সব আয়াতের সমান মর্যাদা, অবশ্য পালনীয়। এছাড়া এটা মুসলিম মেয়েদের আইডেন্টিটি (৩৩-৫৯)। মেয়েদের গলার স্বরের ব্যাপারেও কোরআনে নির্দেশ দেয়া আছে (৩৩-৩২) [যদিও এটি নবীপত্নীদেরকে উদ্দেশ্য করে বলা, তবে এটা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে]।

এরপর আসে মনের পর্দা, যেটা অনেকটাই নিয়ন্ত্রিত হয় চোখ এবং দেহের পর্দা দিয়ে। তবুও আমাদের নফস্‌কে নিয়ন্ত্রণ করতে হবে, যেটা তাকওয়ার অন্তর্ভুক্ত।

প্রয়োজনসাপেক্ষে ছেলে-মেয়েতে কথা হবে, তথ্য আদান-প্রদান হবে, আলোচনা হবে, এতে কোন বাধা নেই। কিন্তু নিজের ব্যাক্তিত্ব, আত্মমর্যাদাকে দূরে রেখে নয়। আর সঠিক পর্দা নারী-পুরুষ উভয়কেই সম্মানিত করে, মর্যাদাবান করে।

আল্লাহ্‌ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার ক্ষমতা দিক।

*** পুরুষদের সতরের ব্যাপারে কোন হাদীস আমি খুঁজে পাচ্ছি না, মনে হয় সেটা ইজমা, কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত। আমার ভুলও হতে পারে। দয়া করে কেউ যদি এই ব্যাপারে বলেন, কৃতজ্ঞ থাকবো।

*** আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বীরাও আছেন। সব ধর্মেই বিভিন্ন বিধি-নিষেধ আছে। তারা তাদেরগুলো মেনে চলতে পারেন। এ ব্যাপারে আমার তেমন কোন পড়াশোনা নেই। তবে আমাদের সমাজ সাধারণভাবেই কিছুটা রক্ষণশীল, তা সে যে ধর্মই হোক।

তথ্যসূত্রঃ

আয়াতঃ
১। Tell the believing men that they should lower their gazes and guard their sexual organs; that is purer for them. Indeed, Allah is well-acquainted with what they do. And tell the believing women that they should lower their gazes and guard their sexual organs, and not display their adornment, except that which is apparent of it; and that they should draw their head-coverings over their bosoms, and not display their adornment except to their husbands or their fathers or their husbands’ fathers, or their sons or their husbands’ sons, or their brothers or their brothers’ sons or their sisters’ sons, or their women, or those whom their right hands possess, or male servants who lack sexual desire, or children who are not aware of women’s nakedness; and that they should not strike their feet in order to make known what they hide of their adornment…. (24:30-31)

২। …Then do not be too pleasant of speech, lest one in whose heart there is a disease should feel desire (for you)…. (33:32)

৩। O Prophet! Tell thy wives and daughters and the believing women that they should put on their outer garments (jalabeebihinna); (That is, whenever they are outside the home or inside it when non-mahrem men are present. (Trans.)) that is most convenient in order that they may be recognized (as Muslims) and not be molested…. (33:59)

হাদীসঃ
১। A man should not look at the ‘awrah of another man, nor a woman of a woman, nor should a man go under one cloth with another man, nor a woman with another woman. (Reported by Muslim, Abu Daoud, and al-Tirmidhi. Scholars have inferred from this that two men, or two women, should not lie under the same covering so that parts of their bodies touch)

২। “The eyes also commit zina, and their zina is the lustful look.” (Reported by al-Bukhari and others.)

৩। Whoever believes in Allah and the Last Day must never be in privacy with woman without there being a mahrem (of hers) with her, for otherwise Satan will be the third person (with them). (Reported by Ahmad on the authority of ‘Amir ibn Rabi’ah.)

৪। It is better for one of you to be pricked in the head with an iron pick than to touch a woman whom it is unlawful to touch (Al-Mondhari says, “It (this hadith) is reported by al-Tabarani and al-Bayhaqi, and al-Tabarani’s transmitters are authentic and sound.)

বইঃ

১। The Lawful and Prohibited in Islam, By Yusuf Al-Karadawi

45
ব্লগার ভিন্ন চিন্তার (সামহোয়ারইনব্লগের) তিনটি পোস্ট দেখলাম, চাঁদ, তারা ইসলামের প্রতীক কিনা, সে সাথে রেডক্রস, রেডক্রিসেন্টের প্রতীক সংক্রান্ত বিভিন্ন ঘটনা, আবার মঙ্গল প্রদীপ, রাখি পরা, টিপ দেয়া সংক্রান্ত আলেমদের বিভিন্ন বক্তব্য নিয়ে।

http://www.somewhereinblog.net/blog/Different_thought/29064320

http://www.somewhereinblog.net/blog/Different_thought/29108633

http://www.somewhereinblog.net/blog/Different_thought/29109220

এ প্রতীক সংক্রান্ত সব ঐতিহাসিক আলোচনাই উনার পোস্টে উনি ব্যাখ্যা করেছেন। তবে উনি যেটা বাদ রেখেছেন সেটা হলো এ প্রতীক সংক্রান্ত ব্যাপারে ইসলামী স্কলারদের কি মত? অথবা বলা যেতে পারে আলেমদের মতের সাথে উনার দ্বিমত প্রকাশ।

এখানে উল্লেখ্য যে মুসলিম সমাজ, মুসলিম সাম্রাজ্য আর মু’মিন সমাজ ও মু’মিন সাম্রাজ্যের একটা পার্থক্য আছে। যুগে যুগে মুসলিম শাসকরা বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছেন যেটা কখনো কখনো তাদের নিজস্ব ভৌগোলিক জাতীয়তাবাদী ব্যাপার ছিল, আবার অনেক সময়ে সেটা ইসলামী আইনের বাইরেও ছিল। যেমন অটোম্যানদের পতাকায় যে চাঁদ-তারা সেটা তখনকার বাইজেন্টাইনদের ঐতিহ্য ছিল, আমাদের পতাকায় যে লাল সূর্য সেটারও একটা ঐতিহাসিক জাতীয়তাবাদী প্রেক্ষাপট আছে, অনেক রক্তের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা। অতীতে বিভিন্ন গোত্রের মানুষেরা  এ চাঁদ, তারা, সূর্যকে উপাসনা করে আসলেও আমাদের এ পতাকাতে কিন্তু ধর্মীয় কোন ধারণা ছিল না। তাই এই চাঁদ, তারা, সূর্য কোনটাই এখানে ইসলামের বা পৌত্তলিক ধর্মের প্রতীক না। এগুলো সবই জাতীয়তাবাদী প্রতীক।

আবার ইরানে, তুরষ্কে একসময়ে যখন শাসকেরা হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, ইসলামের সম্পত্তি আইন অমান্য করে নিজেদের মতো করে রাষ্ট্রীয় সম্পত্তি আইন নির্ধারণ করেছিল(১৯৭৫ সালে, ইরানে) তখনও শাসক শ্রেণী মুসলিম ছিল, তার মানে কিন্তু এই না যে তারা ইসলামের ঝান্ডাধারী ছিল। এ পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে।

আবার যখন বাঙ্গালী মুসলিম সমাজে মঙ্গল প্রদীপ, রাখি পরা, কপালে টিপ দেয়ার মতো আচারগুলো কেউ প্রচলন করতে চায়, সেটাকে ইসলামী আচারের অংশ বলতে পারি না।

আর মেয়েদের পায়ে নূপুর পরার পেছনে যে ঐতিহাসিক করুণ প্রথার কথা শুনেছিলাম (জানি না সত্য কিনা, আগেকার বধুদের চলাফেরা সীমিত রাখার জন্য, ট্র্যাক করার জন্য পায়ে নূপুর পরিয়ে দেয়া হতো), তারপর থেকে সে নূপুর পরার আর কোনদিনই ইচ্ছা হয়নি। ইচ্ছা করেনি যেমন ঝুনঝুন শব্দের এক গাছা রেশমী চুড়ি পরতে। ইচ্ছে করেনি যেমন নখে নেলপালিশ দিতে, বারবার অযু করার সময় রিমোভার দিয়ে মুছতে হয় (ইসলামে নকল প্রলেপ, কলপ ইত্যাদিকেও নিরুৎসাহিত করা হয়)। কড়া পারফিউম, উৎকট সাজ বাদ……………

ইসলামের প্রতীকের ব্যাপারে ফতোয়াঃ

১। http://www.islamonline.net/servlet/Satellite?pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaE&cid=1119503544398

২। http://www.islam-qa.com/en/ref/1528

Pages: 1 2 [3] 4 5