Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on December 10, 2019, 07:43:11 PM

Title: আমার গাঁও !
Post by: Mohammad Nazrul Islam on December 10, 2019, 07:43:11 PM
আমার মা‘য়ের শ্যামল সুভা
ধান-শালিকের গাঁও
দোয়েল -শ্যামা শীস কাঁটিয়ে
দুল‘তি দোলন খা‘য়।।

সবুজ ঘাসে মাঠ ভরা তার
ফুলের ঘ্রানে হেনু
গান করে ঐ মৌমাছিরা-
রাখাল চড়ায় ধেনু ।।

লাঙ্গল চুষে চাষিরা সব
কৃষাণ-কৃষাণীরা মাঠে ধায়
গান ধরে ঐ রাখাল বালক-
বটমূলের ছায় ।।

নিত্য ঘাটে খেয়া চলে
গ্রামের লোক যত
এপার-ওপার ছুটছে তারা-
মনের খুশি মত।।

কাকা ডাকা ঐ ভোরটা‘তে
বিলে ফেলে জাল
চিতল-বোয়াল ধরছে জেলে-
রেখে সমান তাল।।

সন্ধ্যা বেলায় শিয়াল ডাকে
দূর ব‘নের ঐ ধারে
শালিক-ডাহুক ফিরছে ঘরে
নন্দী খালের পারে।।

সাঁঝের বাতি দিচ্ছে খুঁকি
ঘর করিতে আলো
মায়ের যত প্রাথর্ণা ঐ-
সন্তানের করতে ভালো।।

পাখির ডাকার মধুর তানে
ঘুম ভাঙ্গানীর ছায়
সকল মানুষ জেগে উঠে-
আমার শ্যামল গাঁয়।।

এমনি করে দিন আসে-যায়
বছর যুগ কত
ভাল থাকুক আমার গাঁয়ের
মানুষ সকল যত।।