Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: shirin.ns on July 28, 2019, 05:04:05 PM

Title: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: shirin.ns on July 28, 2019, 05:04:05 PM
শরীরের সুস্থতার জন্য প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। প্রোটিনের মাত্রা বেড়ে গেলেও যেমন শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, তেমনই প্রোটিনের ঘাটতি হলেও শরীরে নানা জটিলতার সৃষ্টি হতে পারে।

শরীরে প্রোটিনের ঘাটতি হলে ত্বক, নখ, চুলের একাধিক সমস্যা দেখা দেয়। কিছু কিছু লক্ষণের মাধ্যমে এই উপসর্গ প্রকাশ পায়। যেমন-

১. হঠাৎ করে ত্বক শুষ্ক, রুক্ষ বা খসখসে হয়ে যায়।

২. প্রোটিনের অভাবে নখের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে।তখন নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়।

৩. শরীরে প্রোটিনের অভাবে হলে রক্তরস কমে আসে। এতে চোখের চারপাশ অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে।

৪. প্রোটিনের অভাবে হঠাৎ প্রচুর পরিমাণে চুল ঝরতে পারে।

৫. শরীরে প্রোটিনের ঘাটতি হলে লালাগ্রন্থি ফুলে যায়। এতে হঠাৎ গাল, মুখ ফুলে যেতে পারে।

৬. শরীরের প্রোটিনে ঘাটতি হলে সারাক্ষণ ক্লান্ত লাগে। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যেতে পারেন। সব সময় ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাবও দেখা দেয়।

৭. প্রোটিন শরীরে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তাই প্রোটিনের ঘাটতি হলে শরীরে পানির আধিক্য দেখা দেয়। তখন শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক ফোলাভাব তৈরি হয়। সূত্র : জি নিউজ
Title: Re: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: thowhidul.hridoy on July 31, 2019, 10:17:47 AM
 :) :)
Title: Re: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: Umme Salma Panna on July 31, 2019, 12:21:11 PM
It is so informative and helpful
Title: Re: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: Anuz on August 05, 2019, 09:59:10 PM
Thanks for sharing the knowledge............
Title: Re: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: Anta on October 16, 2019, 06:09:29 PM
Thank you very much for your post.
Title: Re: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: Umme Atia Siddiqua on February 20, 2020, 11:47:35 AM
Really helpful information.
Title: Re: প্রোটিনের ঘাটতি হওয়ার যত উপসর্গ
Post by: Dipty Rahman on February 20, 2020, 11:50:20 AM
It is very important for us to know about these things.