Daffodil International University

Career Development Centre (CDC) => Career Guidance => CV writing Skills => Topic started by: Sultan Mahmud Sujon on March 27, 2012, 06:56:55 AM

Title: To Build A Smart CV on web
Post by: Sultan Mahmud Sujon on March 27, 2012, 06:56:55 AM
ভিজ্যুয়াল সিভি (http://www.visualcv.com/www/indexc.html)  একটি অনন্য ফ্রি অনলাইন সিভি তৈরির টুলস। এই টুলসে আপনার সিভি তৈরি করতে পারবেন। একে জীবন্ত করার জন্য আপনাকে তিনটি ধাপ অনুস্মরণ করতে হবে যথা- তৈরি করা, ইনরিচ্ করা, শেয়ার করা।

ইনরিচ্ করা:

আপনি খুব সহজেই আপনার ভিজ্যুয়াল সিভি ইনরিচ্ করতে পারেন এটিকে প্রক্সি করতে আপনার প্রথম ইন্টারভিউয়ের জন্য। এখানে আপনি একাধিক ভিডিও ক্লিপ সংযুক্ত করতে পারবেন।
শেয়ার করা:

এটি আপনি শৈয়ার করতে পারবেন। আপনার পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্ক অথবা কোম্পানীর এমপ্লয়ি ডাটাবেসেও শেয়ার করতে পারেন। এছাড়াও কে কে আপনার এই ভিজ্যুয়াল সিভিতে প্রবেশ করেছে তাও দেখতে পারবেন। আপনি এই ভিজ্যুয়াল সিভি পার্সোনাল নেটওয়ার্কিং, জব সার্চিং, বিজনেস ডেভঅলাপসেন্ট এবং পার্সোনা ব্যান্ড মেনেজম্যান্টে ব্যবহার করতে পারবেন।

জবস্পাইস (http://www.jobspice.com/home)  সহজে ব্যবহার করতে পারেন এমন অনলাইন ওয়েব সার্ভিস। কয়ক মূহুর্তেই আপনি আপনার সিভি তৈরি করতে পারেন কোন প্রকার রেজিস্ট্রশন ছাড়াই। তবে রেজিস্টার ইউজার হলে আপনি আপনার সিভি অনলাইনে সংরক্ষন করতে পারবেন। রেজিস্ট্রেশন ছাড়া সিভি তৈরি করতে পারবেন কিন্তু অনলাইনে সেভ বা শেয়ার করতে পারবেন না। খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন। প্রথমে সিভি পেইজের প্রয়োজনীয় সেক্শনে এড দিন। এখানে আপনি প্রয়োজনীয় তথ্যাদি, অবজেক্ট, শিক্ষা, বিভিন্ন কোর্স, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি যুক্ত করতে পারবেন। তারপর বক্সের সকল তথ্য পূরণ করুন। এরপর আপনি আপার ইচ্ছা মত সিভির জন্য বিভিন্ন স্টাইল পছন্দ করতে পারবেন। তারপর আপনার সিভির একটি রিভিউ করুন। একেবারে শেষে সিভি শেভ করুন, শেয়ার করুন, প্রয়োজনে প্রিন্ট করুন।


Emurse.com (http://www.emurse.com)/ এ আপনি অনলাইনে সিবি তৈরি করতে এবং শেয়ার করতে পারবেন। এখঅনে আপনি মাল্টিপ্যাল সিবি খুব দ্রুত এবং সহজে তৈরি করতে পারেন। এছাড়া এখানে খুব নিরাপদে সিভি সংরক্ষণ করতে পারবেন। এখানে আপনি এক সাথে অনলাইন এভং অফলাইন উভয় ধরণের সিভি তৈরি করতে পারবেন। সাধারণত এখানে আপনি ওয়েব সাইটে সিভির প্রাইভেসি কন্ট্রোল করতে পারবেন। এই সার্ভিস ব্যবহার করার জন্য এখানে একাউন্ট থাকতে হবে।

 
How to Write Resume.Net (http://www.howtowritearesume.net/)/ একটি অনলাইন সিভি তৈরির সার্ভিস। এখানে খুব দ্রুত প্রোফেশনাল সিভি তৈরি করতে পারবেন। বিভিন্ন ধাপ অনুসরণ করে খুব দ্রুত নান্দনিক সিভি তৈরি করতে পারবেন। এখানে ফি এবং প্রিমিয়াম উভয় ধরণেরই মেম্বারশিপ রয়েছে। এখানে টেমপ্ল্যাটের সাহায্যে ভঅলো সিভি তৈরি করতে পারবেন এবং এইচটিএমএল, টেক্সট ফাইল ফরমেটে ডাউনলোড করতে পারবেন। আপনি সরাসরি ফরমেট পেইজ প্রিন্ট করতে পারবেন। আরোও ফিচার পাওয়ার জন্য প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অনেক সুবিধা পাবেন।

 CV Link  (http://www.resumizer.com/)
Title: Re: To Build A Smart CV on web
Post by: ferdous_1251 on March 27, 2012, 03:22:08 PM
It may help us in practical life, 8)
Title: Re: To Build A Smart CV on web
Post by: mijjabi on April 28, 2012, 01:57:09 PM
This is very much helpful for all. Thanks for this.