Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Narayan on May 26, 2013, 09:36:37 PM

Title: General_Knowledge Series
Post by: Narayan on May 26, 2013, 09:36:37 PM
বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। এর সর্বাধিক গভীরতা ১৬৩৭ মিটার। ৩০০ এর বেশী নদীর পানি এসে এই হ্রদে পড়েছে। বৈকাল হ্রদ এলাকায় ১৭০০ এরও বেশী প্রজাতির উদ্ভিদ ও প্রানী আছে যার দুই তৃতীয়াংশ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এটি বিশ্বের বৃহত্তম মিষ্টি (মিঠা) পানির হ্রদ। এটি প্রায় ২ কোটি ৫০ লক্ষ বছর পুরানো। এটি বিশ্বের প্রাচীনতম হ্রদ।

► ২১শে ফেব্রুয়ারী ১৯৫২, ২৫শে মার্চ ১৯৭১ এবং ১৬ই ডিসেম্বর ১৯৭১ প্রত্যেকটি দিন ছিল বৃহস্পতিবার।

► প্রতি বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ তারিখগুলো সপ্তাহের একই দিনে হয়। ২০১২ সালে এ দিনগুলো হলো বুধবার।

► ভিটামিন ‘এ’ এর অপর নাম রেটিনল।

► জোয়ার ভাটার তেজকটাল হয় – অমাবস্যায়।

► জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? – ৬ ঘন্টা ১৩ মিনিট।


চলবে......
Title: Re: General_Knowledge Series
Post by: Shamim Ansary on June 01, 2013, 12:50:03 PM
⊙ পৃথিবীর বৃহত্তম ⊙

• বৃহত্তম মহাদেশ : এশিয়া
• বৃহত্তম মহাসাগর: প্রশান্তমহাসাগর
• বৃহত্তম দেশ : রাশিয়া
• বৃহত্তম শহর : লন্ডন (আয়তনে)
• বৃহত্তম শহর : টকিও (জনসংখ্যায়)
• বৃহত্তম ব-দ্বীপ : বাংলাদেশ
• বৃহত্তম যাদুঘর : বিটিশ মিউজিয়াম (বৃটেন)
• বৃহত্তম বিমান বন্দর : জেদ্দা বিমানবন্দর
• বৃহত্তম গ্রন্থাগার : লাইব্রেরী অব দ্য কংগ্রেস (আমেরিকা)
• বৃহত্তম ঘড়ি : মক্কা ক্লক (সৌদি আরব)
• বৃহত্তম মসজিদ : শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)
• বৃহত্তম ব্যাংক : সুইস ব্যাংক
• বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান সাগর (লবনাক্ত হ্রদ)
• বৃহত্তম জলপ্রপাত : নায়গ্রা
• বৃহত্তম প্রাণী : নীল তিমি
• বৃহত্তম মরুভূমি : সাহারা মরুভূমি
• বৃহত্তম দিন : ২১ জুন
• বৃহত্তম রাত : ২২ ডিসেম্বর
Title: Re: General_Knowledge Series
Post by: Md. Fouad Hossain Sarker on June 02, 2013, 12:15:36 PM
It is a good process of learning. Thank you sir for your post.
Title: Re: General_Knowledge Series
Post by: R B Habib on June 02, 2013, 01:42:28 PM
Learned. Thanks.