Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: faruque on September 29, 2014, 04:24:12 PM

Title: Windows 8-এ শাটডাউন দিতে বিড়ম্বনা,আর না বানিয়ে নিন shutdown button এক নিমিষেই।
Post by: faruque on September 29, 2014, 04:24:12 PM
Windows 8-এ শাটডাউন দিতে বিড়ম্বনা,আর না বানিয়ে নিন shutdown button এক নিমিষেই।

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/06/windows-8-logo.jpg)

বাজারে এসেছে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ । এ অপারেটিং সিস্টেমে মাউসকে পর্দার একেবারে ডান পাশে নিয়ে কম্পিউটারকে বন্ধ বা চালু করার নির্দেশ দেয়া হয়। এর ফলে উইন্ডোজের কিছু অপশন আসে,তা হতে সেটিংস নির্বাচন করে পাওয়ার অপশন থেকে কম্পিউটার বন্ধ বা চালু করতে হয়। যারা এ ঝামেলা এড়াতে চান তারা প্রথমে
-Windows Key+D চেপে উইন্ডোজের ডেস্কটপ মোডে চলে আসুন।

-এরপর ডেস্কটপের খালি জায়গায় মাউস নিয়ে অতঃপর New+Shorcut অপশন ক্লিক করতে হবে।
-এরপর নতুন একটি উইন্ডো আসবে যা একটি শটকাটের অবস্থান জানতে চাইবে।

- শাটডাউন প্রক্রিয়ায় শর্টকাট তেরি করতে চাইলে লোকেশনের জায়গায় লিখুন shutdown/p + Next চাপুন।
-এরপর যেকোন নাম বা Shutdown নাম রেখে finish button-এ ক্লিক করতে হবে।

-নতুন Shutdown button-এর উপর মাউসের ডান ক্লিক করে Pin to Start নির্বাচন করতে হবে।
-সর্বশেষে আপনার Start screen-এ Shutdown button নামে একটি টাইল যুক্ত হয়েছে।

অতএব ডেস্কটপে রাখা শর্টকাটটিতে বা Start screen-এ Shutdown button-টি ডাবল ক্লিক করলেই কম্পিউটার শাটডাউন হয়ে যাবে।
উক্ত নিয়মটি Windows xp, Widows 7-এর ক্ষেত্রেও প্রযোজ্য।

যারা Restar button-এর শর্টকাট বানাতে চান,তারা শুধু লোকেশনের জায়গায় লিখতে হবে Shudown/r/t/0। বাকি নিয়ম আগের মতই ।

Restart button শুধু Windows 7 তৈরির ক্ষেত্রে প্রযোজ্য।