এসিএম আইসিপিসির প্রাথমিক পর্ব অনুষ্ঠিত

Author Topic: এসিএম আইসিপিসির প্রাথমিক পর্ব অনুষ্ঠিত  (Read 1954 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্ট এসিএম-আইসিপিসি (ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট)-এর প্রাথমিক পর্যায় গত শনিবার  সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইনস্টিটিউটের ৪১৯টি দল অংশ নিয়েছে। এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম সর্ববৃহৎ অনলাইন কনটেস্ট, যা মূল পর্বের আগে অনুষ্ঠিত হয়। প্রোগ্রামিং  প্রতিযোগিতার পরিচালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন জানান, প্রিলিমিনারি রাউন্ড থেকে সর্বোচ্চ ১৫০টি দল নির্বাচন করা হয়েছে। ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসির মূল পর্ব আগামী ৮ ডিসেম্বর হোটেল র‌্যাডিসনের ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। দেশের পাশাপাশি ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়ার দল থাকবে। তিনি আরো বলেন, চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি দল আগামী ৩০ জুন থেকে ৪ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনালস-এর মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রাথমিক পর্যায়ের বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. এম কায়কোবাদ,  প্রোগ্রামিং  প্রতিযোগিতার পরিচালক  শাহরিয়ার মনজুর, এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী অধ্যাপক আবুল এল হক এবং মুক্ত সফটওয়্যার লিমিটেডের মোহাম্মদ মাহমুদুর রহমান সহকারী পরিচালক। এসিএম-আইসিপিসি ঢাকা রিজিওনাল পর্বের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, সাউথইস্ট ইউনিভার্সিটির শাহরিয়ার মনজুর  এবং মুক্ত সফটওয়্যার লিমিটেডের মোহাম্মদ মাহমুদুর রহমান। এই প্রতিযোগিতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে  www.daffodilvarsity.edu.bd/icpcdhaka2012  সাইটে।

Ref- Naya Diganta, Kalerkantho