Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Anuz

Pages: 1 2 [3] 4 5 ... 124
32
Good Lifestyle, healthy life.

33
করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। এখনো পর্যন্ত বাংলাদেশসহ এ ভাইরাসে আক্রান্ত একশরও বেশি দেশ। বিশ্বব্যাপী অনেক জায়গাতেই খেলাধুলার আয়োজন স্থগিত হয়ে যাচ্ছে। গতকাল বাংলাদেশে করোনা-আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আগামী ২৬ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়ে দেখা দিয়েছিল সংশয়। আজ সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ীই ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাছাইপর্বে একই গ্রুপে থাকা ভারতও ২৬ মার্চ ভুবনেশ্বরে কাতারের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে। শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই নয়, আগামী মার্চ ও জুনে বাংলাদেশের সবগুলো ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচের পর ৩১ মার্চ দোহায় কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, ‘এএফসি থেকে এ নির্দেশনা এসেছে। সব ম্যাচ জুন পর্যন্ত স্থগিত করেছে তারা। স্থগিত হতে পারে কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিও।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। এরপর অক্টোবরে কাতারের বিপক্ষে হোম ও কলকাতায় ভারতের বিপক্ষে আরও দুটি অ্যাওয়ে ম্যাচ খেলে তারা। নভেম্বরে ওমানের বিপক্ষেও একটি অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ মাসকাটে। এ বছর বাকি চারটি ফিরতি খেলার তিনটিই দেশের মাটিতে খেলার কথা বাংলাদেশের।

34
Its attack in Bangladesh now. Three patients have been identified today.

35
দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন। আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ ঘোষণা দেন। সেব্রিনা বলেন, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনাভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়।

কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম। আজ মীরজাদী সেব্রিনা বলেন, ‘বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।’ তবে করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দেন সেব্রিনা। তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। আইসোলেশেন ইউনিট করা হয়েছে।’ সেব্রিনা বলেন, ‘আশঙ্কা করছি না আরও ছড়িয়ে পড়বে। প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই।’


আপডেট: ০৮ মার্চ ২০২০,১৬:১৫, প্রথম আলো

39
Knowledgeable. Nice to know.

41
Informative one.

43
Food Habit / Re: বন্ধু হোক ফাইবার
« on: March 06, 2020, 11:17:10 PM »
Very effective for sound health.

44
Nice to know.

Pages: 1 2 [3] 4 5 ... 124