Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: safayet on March 17, 2018, 01:35:31 PM

Title: চলে এল উড়ুক্কু ট্যাক্সি
Post by: safayet on March 17, 2018, 01:35:31 PM
জ্যামে বসে থাকতে থাকতে ক্লান্ত? উড়ুক্কু গাড়ির কথা হয়তো এত দিন শুনে এসেছেন বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে পড়েছেন কিংবা চলচ্চিত্রে দেখছেন। বাস্তবে এবার সত্যিই উড়ুক্কু যানের দেখা মিলবে। মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুগলের সহযোগী প্রতিষ্ঠাতা ল্যারি পেজ উড়ুক্কু ট্যাক্সি তৈরিতে পৃষ্ঠপোষকতা করছেন। গুগলের পৃষ্ঠপোষকতার কিটি হক নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে উড়ুক্কু ট্যাক্সি। সম্প্রতি নিউজিল্যান্ডে এ উড়ুক্কু গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।

ধারণা করা হচ্ছে, নতুন এই উড়ুক্কু যান ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বিপ্লব আনবে। কারণ, এ গাড়িগুলো চালকবিহীন।

গত মঙ্গলবার নিউজিল্যান্ডের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ল্যারি পেজের কোম্পানি কিটি হকের অঙ্গপ্রতিষ্ঠান জেফায়ার এয়ারওয়ার্কসের পরিকল্পনা অনুমোদন করেছে। ভবিষ্যতের উড়ুক্কু গাড়ি তৈরি ও পরীক্ষা করার অনুমতি পাওয়ায় এখন সেখানে উড়ুক্কু গাড়ি দেখা যাবে।

কিটি হকের তৈরি ওই উড়ুক্কু গাড়ির নাম হবে ‘কোরা’। এর পাখায় এক ডজন ছোট রোটর রয়েছে। এর ফলে এটি হেলিকপ্টারের মতো খাঁড়াভাবে ওঠানামা করতে পারবে। তবে এর নির্মাতারা বলছেন, কোরাতে হেলিকপ্টারের মতো শব্দ হয় না। অর্থাৎ কম শব্দের এ উড়ুক্কু গাড়ি শহরাঞ্চলে যাত্রী পরিবহনে ব্যবহার করা যাবে। বাড়ির ছাদ বা গাড়ি রাখার জায়গায় এটিকে নামানো যাবে।
Title: Re: চলে এল উড়ুক্কু ট্যাক্সি
Post by: 710001983 on July 14, 2018, 03:09:54 PM
When the time will come, we can think such innovative?
Title: Re: চলে এল উড়ুক্কু ট্যাক্সি
Post by: parvez.te on July 18, 2018, 03:07:57 PM
Informative...