Daffodil International University

Bangladesh => Heritage/Culture => Topic started by: rumman on February 28, 2018, 07:27:44 PM

Title: Cemetery 2000 years ago
Post by: rumman on February 28, 2018, 07:27:44 PM
মিসরে একটি প্রাচীন সমাধিক্ষেত্রের সন্ধান মিলেছে, যার বয়স দুই হাজার বছরেরও বেশি। এতে তৎকালীন যাজকদের আটটি সমাধি আবিষ্কৃত হয়েছে। এর অবস্থান রাজধানী কায়রোর দক্ষিণে মিনিয়া শহরে।

দেশটির প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ আল-ইনানি বলেন, সমাধিগুলো খ্রিস্টপূর্ব ৩০০ বছর আগের। এতে ৪০টি পাথরের কফিন, অলংকার, মৃিশল্প ও একটি সোনার মুখোশ পাওয়া গেছে। তিনি আরো বলেন, ‘এটি সবে শুরু মাত্র। আমরা শিগগিরই মিসরের মধ্যাঞ্চলে নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যোগ করতে যাচ্ছি।’

প্রত্নতাত্ত্বিক খননদলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, ‘গত তিন মাসে আটটি সমাধির সন্ধান মিলেছে। আশা করছি, এ সংখ্যা আরো বাড়বে।’ তিনি আরো বলেন, সমাধিক্ষেত্রের সব সমাধির সন্ধান পেতে পাঁচ বছর লেগে যেতে পারে। এগুলো মিসরের প্রাচীন দেবতা থুথের যাজকদের। খননকালে চারটি জার পাওয়া গেছে, যেগুলোতে প্রাচীন দেবতা হোরাসের চার ছেলের মুখায়ব ফুটে উঠেছে। এগুলোতে মৃত ব্যক্তির বিভিন্ন প্রত্যঙ্গ মমি করা আছে। জারগুলোতে মালিকের নাম ও পদবি প্রাচীন মিসরীয় লিপি হায়ারোগ্লিফে লেখা আছে। একই লিপিতে ‘শুভ নববর্ষ’ লেখা একটি অলংকারও পাওয়া গেছে। মোস্তফা ওয়াজিরি বলেন, ‘এটি আমাদের জন্য মৃত্যু-পরবর্তী জীবন থেকে পাঠানো বার্তা।’

প্রসঙ্গত, চলতি মাসেই চার হাজার বছরের পুরনো একটি সমাধি আবিষ্কার করা হয়। এতে হেটপেট নামে এক নারী যাজকের ছবি চিত্রিত আছে।

Source: সূত্র : বিবিসি।