Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: saima rhemu on February 27, 2018, 04:30:52 PM

Title: কন্টাক্ট লেন্স ব্যবহারকারীদের যা করা একেবারেই উচিৎ না!
Post by: saima rhemu on February 27, 2018, 04:30:52 PM
চোখ আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি। তাছাড়া  একজন মানুষের চাহনী দিয়েই কিন্তু অন্যদের মন সহজেই জয় করে নেয়া যায়। তাই চোখ সাজাতে আমরা অনেক বেশিই আগ্রহী।  মেকাপের পাশাপাশি অনেকে একটু পুতুল পুতুল লুক আনার জন্যে কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকে। অনেকে আবার চোখের সমস্যার কারণেও লেন্স পরিধান করে থাকে। তো যে কারণেই লেন্স পরা হোক না কেন, কন্টাক্ট লেন্স পরলে মেকাপের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বণ করতেই হবে। না হলে আমাদের এই অতিমুল্যবান অঙ্গটি অনেক বড় ক্ষতির মুখে পড়তে পারে।

(১) সবসময় মেকাপ শুরুর আগে কন্টাক্ট লেন্স পরে নিবেন। প্রথমে মুখ এবং হাত ভালোভাবে ধুয়ে নিবেন। এরপর পরিষ্কার শুকনো টাওয়ালের সাহায্যে হাত এবং মুখ ড্রাই করে নিবেন। এরপর লেন্স পরে নিবেন। মেকাপের আগে কন্টাক্ট লেন্স পরে নিলে মেকাপের দ্বারা কন্টাক্ট লেন্স ড্যামেজ হওয়ার চান্স কম থাকে, এছাড়া যে কোনো আই ইনফেকশন এড়ানো যায়।

(২) যে মেকাপ ব্রাশ/ স্পঞ্জ আপনি ব্যবহার করবেন যেন পরিষ্কার হয়। ডার্টি মেকাপ ব্রাশে জীবাণুর সংক্রামণ হওয়া অস্বাভাবিক কিছু না। কন্টাক্ট লেন্স পরা অবস্থায় ডার্টি মেকাপ ব্রাশ দিয়ে মেকাপ করতে গেলে নানা রকমের ইনফেকশন দেখা দিতে পারে। তাই অবশ্যই ব্রাশ/স্পঞ্জ ক্লিন করে নিবেন। এতে আপনার ব্রাশ রুটিন মাফিক ক্লিন করার অভ্যাসও তৈরী হবে।

(৩) কন্টাক্ট লেন্স পরা অবস্থায় মেকাপ করার সময় কখনোই অতিরিক্ত প্রেশার দিয়ে মেকাপ করবেন না। খুবই জেন্টলি সবকিছু ব্লেন্ড করে নিবেন।

(৪) চোখের জন্যে ভালো কোয়ালিটির মেকাপ প্রোডাক্টস ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো কোয়ালিটি বলতে আমি হাই এন্ড ব্র্যান্ড/ হাই প্রাইসের কথা বলিনি। অনেক চিপ প্রাইজেও ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। সেখান থেকে বেছে নিতে পারেন। চেষ্টা করবেন অয়েল ফ্রি প্রোডাক্টগুলো বাছতে।

(৫) কন্টাক্ট লেন্স পরলে ওয়াটার লাইনে কাজল না দেয়াই ভালো। যখন আমরা ওয়াটার লাইনে কাজল ব্যবহার করতে যাই, তখন চোখে একটা প্রেশার ক্রিয়েট হয়। আর ওয়াটার লাইনের কাজল কন্টাক্ট লেন্স এর সংস্পর্শে আসার চান্স কিন্তু অনেক থাকে। তাই যতোটা পারা যায় ওয়াটার লাইনে কাজল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

(৬) গর্জিয়াস লুক পেতে আমরা আইল্যাশ ব্যবহার করেই থাকি।  আইল্যাশের গ্লু কিন্তু কন্টাক্ট লেন্সের জন্যে খুব একটা ভালো না। এজন্য আমি আইল্যাশ পরা বাদ দিতে বলছি না। কিন্তু খেয়াল রাখবেন আইল্যাশ গ্লু-টা যেন ভালো কোয়ালিটির হয়।

(৭) কন্টাক্ট লেন্স ব্যবহার করলে  যেকোন লুজ পিগমেন্ট অথবা লুজ গ্লিটারকে একদমই না বলুন। কারণ এগুলো অসাবধানতায় চোখে চলে যেতে পারে। এতে আই ইরিটেশন হতে পারে। তাই সবথেকে ভালো ক্রিম আইশ্যাডোগুলো ব্যবহার করা।

(৮) দিনশেষে মেকাপ তোলার আগে অবশ্যই কন্টাক্ট লেন্স খুলে নিন। কারণে মেকাপ রিমুভ করার সময় অনেক বেশি প্রেশার দেয়া হয়, যেটা লেন্স এবং চোখের জন্যে খুবই খারাপ। এছাড়া মেকাপ এবং অয়েলি প্রোডাক্টস লেন্সের সংস্পর্শে আসতে পারে।

(৯) লেন্স খুলে ফেলার পর ইমেডিয়েটলি সেগুলো লেন্স সল্যুশন এর সাহায্যে ওয়াশ করে নতুন সল্যুশনে ডুবিয়ে রাখুন। কারণ লেন্স এ মেকাপ লেগে থাকতেই পারে। তাই লেন্সগুলো ভালো রাখতে প্রতিবার ওয়াশ করে রাখা তাই বুদ্ধিমানের কাজ হবে।

নিজেকে সুন্দর দেখানোর জন্যে এটুকু তো মেনে চলাই যায়। তাছাড়াও কিন্তু চোখ মূল্যবান। তাই খেয়াল রাখাটাও জরুরী।