Daffodil International University

Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: Sultan Mahmud Sujon on December 28, 2011, 03:43:19 PM

Title: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Sultan Mahmud Sujon on December 28, 2011, 03:43:19 PM
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/800px-Dead_Sea_by_David_Shankbone.jpg)

কারন এ সাগরে কোন মাছ বা জলজ প্রানি বাঁচে না। কেবল কিছু ব্যক্টরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব পাওয়া যায়।  এ জন্যই একে মৃত সাগর বলে।

ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না কেন?

সবাই জানে ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না। কারন কি তা জানেন? কারন হল মৃত সাগরে পানির ঘনত্ত্ব খুব বেশি। পানির ঘনত্ত্ব বেশির কারন হচ্ছে লবন। অন্যান্য মহা সাগরে লবনের পরিমান শতকরা ৫% - ৬%। কিন্তু এ মৃত সাগরে লবনের পরিমান ২৫% - ৩০%। তাছাড়া এর লবনাক্ততা স্বাভাবিক সাগরের থেকে  ৮.৬ গুন বেশি।


(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/DeadSeaSalt2LargeNtcln.jpg)
লবনের কারনে এখানে অনেক সাগরের ঢেঁউয়ে অনেক ফেনা জন্মে, এবং তীরে অনেক লবন জন্মে।

তাছাড়া অন্যান্য সাগরের রাসায়নিক উপাদানের থেকে এ সাগরের রাসায়নিক উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে।
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/jakirseu/47385/dead-sea.jpg)

প্লবতা বা buoyancy হচ্ছে, কোন তরল পদার্থে অন্য কোন পদার্থ নিমজ্জিত (ঢুবালে) করলে উপরের দিকে এক প্রকার বল প্রয়োগ করে এবং ঐ পদার্থের ওজনকে বাধা দেয়, এই বাধা দান কারী বল ই হচ্ছে প্লবতা।  প্লবতার কারনে কোন বস্তু মৃত সাগরে ফেললে তা ভাসিয়ে রাখে। তাই মানুষ এ মৃত সাগরে বসে বা শুয়ে থাকতে পারে।
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Rashed_019 on December 28, 2011, 05:53:00 PM
nice & informative post.
............................. :) :) :)
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Sultan Mahmud Sujon on December 28, 2011, 08:47:59 PM
thanks
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Shabnam Sakia on June 24, 2012, 01:21:21 PM
very interesting
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Mohammad Salek Parvez on July 25, 2012, 10:25:29 AM
thanks.
:SP:
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: sethy on July 25, 2012, 11:58:54 AM
Very informative post. Dead sea is a totally different kind of sea. Thanks for sharing.
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Mohammad Salek Parvez on July 31, 2012, 12:09:21 PM
আমরা অনেকেই হয়তো জানি না যে , যে জনপদে হযরত লুত (আঃ) প্রেরিত হয়েছিলেন, সেই জনপদবাসি হযরত লুত (আঃ) এর বিরুধিতা করে এবং একটি জঘন্য পাপে লিপ্ত হয় যার ফলশ্রুতিতে উক্ত জনপদকে উহার অধিবাসীসহ উলটে দেয়া হয় । ঐ স্থানটি এই মৃত সাগর
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: adnanmaroof on September 29, 2012, 11:53:08 AM
it is & it will be always interesting !!!!!!!!!!!
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Tanvir Ahmed Chowdhury on October 10, 2012, 01:55:05 PM
Interesting
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: adnanmaroof on October 22, 2012, 12:44:50 PM
it's a genuine wonder of nature.
Title: Re: ডেড সী বা মৃত সাগরের রহস্য
Post by: Faizul Haque on March 20, 2013, 12:59:53 PM
Very informative post. Dead sea is a totally different kind of sea.