Daffodil International University

IT Help Desk => Cyber Security => Security Organizations => Topic started by: yousuf miah on May 08, 2017, 09:57:32 AM

Title: Hack may be on your Gmail account!
Post by: yousuf miah on May 08, 2017, 09:57:32 AM
অনাকাঙিক্ষত মেইলে সাড়া দিলেই হ্যাক হবে আপনার জি-মেইল অ্যাকাউন্ট। সারা বিশ্বে এমন ১০০ জনের জি-মেইল অ্যাকাউন্টে হামলা হয়েছে। ১০০ কোটি জি-মেইল অ্যাকাউন্টে হামলা হতে পারে, বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর জানায়।

বুধবার দিনগত মধ্যরাত থেকে জি-মেইল ব্যবহারকীদের ইনবক্সে পৌঁছে যাচ্ছে একটি মেইল। যেখানে ব্যবহারকারীকে মেইল খুলে একটি গুগল ডকস ফাইল চেক করতে বলা হচ্ছে। মূলত এই গুগল ডকস ফাইলটিই  'ফিশিং অ্যাটাক'। ফাইলটি ওপেন করলেই হ্যাকারদের ফাঁদে আপনার পা দেওয়া হয়ে গেল।
 
গুগল ডকস ফাইলটি ক্লিক করলে খুলে যাবে একটি গুগল পেজ, যেখানে আপনার সব অ্যাকাউন্টের তালিকা রয়েছে। এবার যে কোনো একটি অ্যাকাউন্ট বেছে নিয়ে 'গুগল ডকস' বলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে।
 
১০০ কোটি জি-মেইল অ্যাকাউন্টে হামলা
যা 'Allow'  অপশনে ক্লিক করলেই ছদ্মবেশী গুগল ডকস অ্যাপ আপনার ই-মেলের অ্যাকসেস পেয়ে যাবে। এতে খুব সহজেই ই-মেইলের সব তথ্য চলে যাবে সাইবার অপরাধীদের কাছে।
 
অবশ্য এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, গুগল ডকসের মতো ফিশিং অ্যাটাকটি বন্ধ করতে কাজ চলছে। এ ধরনের মেইলে সাড়া না দিতে সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে।

গো নিউজ:নিউজ ডেস্ক