Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Mir Kaosar Ahamed

Pages: 1 ... 8 9 [10]
143
Departments / From Our beloved head sir
« on: April 02, 2017, 12:33:11 AM »
প্রিয়,

আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ...এই যুবসমাজ আর মাত্র  কয়েকটা বছর সময় পাবে এই সমাজটাকে বদলে দিতে, অতঃপর তাঁরাও বৃদ্ধ হবেন এবং তাঁদেরই পরিবর্তিত সমাজে তাঁরা বাস করবেন সুখে-দুখে I

এই সত্যটা মাথায় রেখে আমরা একটা নতুন পেশার কথা ভাবতে পারি এখন থেকেই......কিছু দক্ষ মানুষ তৈরী করা, যারা বয়স্ক মানুষদের দেখাশুনার জন্য অসামান্য যোগ্যতা অর্জন করবে....... যাদের সঙ্গে গল্প করে, কথা বলে অথবা সময় কাটিয়ে প্রবীন প্রজন্ম খুঁজে পাবে তাঁদের জীবনের শতভাগ সার্থকতা.....প্রবীনের অভিজ্ঞতা সেইসব দক্ষ তারুণ্যকে দেখাবে নতুন পথ I
 
শুধুমাত্র "মন দিয়ে কথা শ্রবনের যোগ্যতা" আগামী দিনে নতুন পেশার মর্যাদা পাবে এ প্রত্যাশায় তোমাদের মনোযোগ আকর্ষণ করছি.....আগ্রহী হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করো, সহসাই একটি দল গঠন করে আমরা এ বিষয়ে গবেষণা ও কাজ শুরু করবো.......কারণ, এখন "প্রবীন" শব্দটা নিজের মনে না হলেও একদিন এই শব্দটাই হবে একান্ত আপন তোমার অথবা আমার I

এসো নিজের জন্যই সমাজটাকে বদলাই এবং ভালো থাকার প্রস্তুতি নেই...

ইতি,

আমি 

149
একটি মোবাইল ফোন অপারেটরের একটি বেজ ট্রান্সিভার স্টেশনে (বিটিএস) মাত্রাতিরিক্ত বিকিরণ পাওয়া গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে এসেছে।


বলা হয়েছে, বিকিরণের এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা (গাইডলাইন) অনুযায়ী জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।

তাই দেশের বিভিন্ন জায়গায় ছয়টি মোবাইল ফোন অপারেটরের স্থাপিত বিটিএসগুলো পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-নির্ধারিত নিরাপদ মাত্রার মধ্যে বিকিরণ নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা যেতে পারে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির এই প্রতিবেদন আজ বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নিয়মিতভাবে সব মোবাইল ফোন অপারেটরের বিটিএসের বিকিরণ মনিটর করতে বিটিআরসিকে বলা যেতে পারে।

বিটিএস স্থাপন ও এর টাওয়ার থেকে বিকিরণ নিয়ন্ত্রণসংক্রান্ত নীতিমালা অতিসত্বর প্রণয়ন করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে বলা যেতে পারে বলে সুপারিশ করেছে কমিটি।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

Pages: 1 ... 8 9 [10]