Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Talha_Zubaer on December 21, 2022, 03:15:20 PM

Title: পিসি স্লো হয়ে গেলেই SSD কিনবেন না
Post by: Talha_Zubaer on December 21, 2022, 03:15:20 PM
আমাদের ভেতর অনেকেই রয়েছেন যারা PC Slow হয়ে গেলেই SSD এর জন্য রিকুইজিশন দেন এবং নিজেও বাসায় পার্সোনালি SSD কিনে টাকা নষ্ট করেন। এর পেছনে প্রধান কারণ হিসেবে তারা দেখিয়ে থাকেন যে, তাদের পিসির পার্ফর্মেন্স চেক করলে পিসি অন করার সংগে সংগেই হার্ড ডিস্কের ইউসেজ ১০০% হয়ে যায়। যা একটি সমস্য বটে। তবে এটি কোনো Hardware Issue নয়। তবে অনেকে হার্ড ড্রাইভ চেইঞ্জ করে SSD ব্যাবহার করে বলে থাকেন যে এখন পিসি ফাস্ট কাজ করছে যেটা আগের হার্ড ড্রাইভে হচ্ছিলো না। কথাটি ১০০% যুক্তিযুক্ত না।

কারণ এটি মূলত হয়ে থাকে ক্র্যাক করা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারের কারণে। থার্ড পার্টি টুল ব্যাবহার করে অপারেটিং সিস্টেম ক্র্যাক করার কারনে কিছু malicious সার্ভিস পিসিতে সবসময় চলমান থাকে এবং এরা আপনার পিসি কে বিজি রেখে স্লো করে দেয়। এজন্য শুরুতেই SSD ক্রয় করে টাকা নষ্ট না করে আপনার পিসিতে Windows logo এর পাশে থাকা Search Bar এ লিখুন Services, Enter চেপে services থেকে Sysmain সার্ভিস টি খুজে বের করুন।তারপর ডাবল ক্লিক করে অপশন থেকে তা ডিজেবল করে দিন ও 360 Total নামক একটি ফ্রী এন্টিভাইরাস দিয়ে পিসি স্ক্যান ও ক্লিন করে পরবর্তীতে তা সবসময় অন করে রাখুন এবং উইন্ডোজের ডিফল্ট এন্টিভাইরাস(ডিফেন্ডার) টি বন্ধ করে রাখুন।

এতে করে আপনার অযথা ৩৫০০ থেকে ৪০০০ টাকা খরচ বাচবে এবং যেটা SSD কেনার পেছনে খরচ হতো, এবং কম্পিউটার ও ফাস্ট কাজ করবে।

যদি তবুও পিসি স্লো ই থাকে তাহলে, পার্ফর্মেন্স অপশনে গিয়ে দেখুন CPU, RAM, HDD এই তিনটির মধ্যে কোনটি কম্পিউটার বেশি ব্যাবহার করছে, তারপর সেটিকে আপগ্রেড করুন,অথবা অপ্টিমাইজ করুন।

এরপর ও প্রয়োজনে SmartEdu System ব্যাবহার করে সাপোর্ট টিকেট দিয়ে ইনফরমেশন টেকনলজি প্রফেশনালের হেল্প নিতে পারেন।

ধন্যবাদ!