Daffodil International University

Fair and Events => Fair and Events => Textile science, events, trade and issues => Topic started by: MEGH on February 01, 2013, 10:30:27 PM

Title: ১লা ফেব্রুয়ারি,২০১২
Post by: MEGH on February 01, 2013, 10:30:27 PM
১লা ফেব্রুয়ারি,২০১২।

"ভাষা" এবং "অমর একুশে বইমেলা" মাসের রক্তিম শুভেচ্ছা সকলকে।ফাগুনের আগুনঝরা প্রকৃতি যখন সবুজের সমুদ্রে পরিপূর্ণ হওয়ার অপেক্ষায়।বসন্তের এই ক্ষণে,দিকে দিকে যদিও এখনও ঝরাপাতায় ছেয়ে আছে ধরা।তবুও ঠান্ডা-গরম আবহাওয়ার মিশেলে হালকা অসুস্থতা ছাড়া সবারই দিনগুলো ভালো কাটুক এই কামনায় করি।
সালাম,রফিক,বরকত,জব্বার,শফিউরসহ আরও নাম না জানা শহীদের রক্তে অর্জিত আমাদের মায়ের ভাষা,আমাদের প্রাণের ভাষা,আমাদের রাষ্ট্রভাষার যথাযথ মর্যাদা রক্ষার্থে এখনও আমরা সচেতন হতে পারিনি।আসুন, মাতৃভাষার এ মাসে এবং সবসময়ের জন্যই আমরা এর মর্যাদা অক্ষুণ্ন রাখার সপথ করি।
শুদ্ধ বাংলা ভাষা চর্চার অভ্যাস গড়ি।
আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত আমাদের এই মুখের ভাষাকে বিশ্বের দরবার সবসময়ের জন্য সমুন্নত রাখি।
সর্বোপরি,বাংলাকে অন্তরে,মুখে,আমাদের অস্তিত্ব ধারণ করি।
আ মরি বাংলা ভাষা
Title: Re: ১লা ফেব্রুয়ারি,২০১২
Post by: shamim1261 on February 01, 2013, 10:52:06 PM
bangla sudhu amader mukher vhasa ee noy...eta 1 ta scientific vhasha oo bote....prithibir amon kono word nai jeta bangla diye uccharon kora jay na.......1 bar vebe dekhechen ki??  so I love my mother language.
Title: Re: ১লা ফেব্রুয়ারি,২০১২
Post by: ishaquemijee on February 16, 2012, 01:59:06 PM
Bangla our mother tongue, we should fight for implement bangla as our official language in every steps of our official correspondence..