Daffodil International University

Open your minds => Our Parents => Topic started by: md on April 18, 2011, 03:45:26 PM

Title: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: md on April 18, 2011, 03:45:26 PM
প্রিয় সন্তান,
…………
আমি যখন বার্ধক্য উপনীত হবো…। আমি আশা করবো.. “তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে”, ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি,অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি…..
কারণ আমি আমার দৃষ্টিশক্তি হরিয়ে ফেলছি….। আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।
বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর….……তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায় , অসহায় আর অপরাধী মনে করে নিজেকে।।
যখন আমার শ্রবণশক্তি শেষ হয়ে আসছে…এবং আমি শুনতে পাচ্ছি না তুমি কী বলছ!!
তোমার তখন আমাকে “বধির” বলা উচিৎ নয়। দয়া করে তুমি পুনরায় বলো অথবা লিখে দেখাও
আমি দুঃখিত বাবা………….আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি……..আমার পা দুর্বল হয়ে আসে
আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য। যেভাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে……… হাঁটতে শিখছিলে পা পা করে….
আমার কথা শুনো…….
যখন আমি অসহায়ের মত তোমার নিকট কথা বলবো…. ভাঙা রেকর্ডের মতো ….
আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে.. আমাকে নিয়ে ঠাট্টা করো না…. অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না……….
তোমর মনে আছে??
তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে!!!!!
সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে….. সারাক্ষণ জিজ্ঞেস করতে.. “কখন দেবে কখন দেবে…………..”
এবং আমার গন্ধ সহ্য করো, বৃদ্ধের মতই আমার গন্ধ হবে…..এজন্য…. দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করোনা, আমার শরীর দুর্বল, ঠাণ্ডায় বয়স্ক মানুষেরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে….
আমার আশা আমি তোমকে অমার্জিত করিনি
তুমি যখন ছোট ছিলে…আমাকে তোমার পেছনে দৌড়াতে হতো… কারণ তুমি গোসল করতে চাইতে না
আমি যখন সহজে রেগে যাই..
এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ, বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে।।
আর যখন তোমার অলস সময় থাকবে, আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো……..আমি এ সময়ে সর্বদা একাকীত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না
আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে.. যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও..
আমার জন্য কিছু সময় রেখো
তুমি যখন ছোট ছিলে তোমার কী মনে পড়ে?? তোমার টেডি বিয়ারের কথাও আমি শুনতাম….
যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং বিছানায় শায়িত হয়ে পড়বো
তুমি কী আমার যত্ন করার মতো ধৈর্য রাখবে??
আমি দুঃখিত, দুর্ঘটনা বশত যদি আমি বিছানা ভিজিয়ে ফেলি অথবা বোকার মত আচরণ করি
আমি আশা করি তুমি এটুকু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য…
আমি আর বেশিদিন বেঁচে থাকব না,
………..
যাই হোক………..
যখন আমার মৃত্যু আসবে..
তুমি কী আমার হাত ধরে থাকবে না; যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে।
এবং চিন্তা করোনা….যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে….
আমি তার কানে অবশ্যই বলবো….তোমকে অনুগ্রহ করতে………..কারণ তুমি তোমার বাবা-মাকে ভালবেসেছিলে………
তোমার যত্ন ও সহমর্মিতার জন্য ধন্যবাদ………
আমরা তোমাকে ভালোবাসি।।।।
আরও ভালোবাসার সাথে……
বাবা-মা
 


 the video clip will make you cry.



See this one how a Father can change our emotion-
https://www.facebook.com/photo.php?v=10150759375536348

 
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: nusrat-diu on April 19, 2011, 03:17:37 PM
This heart touching letter reminds me of a realistic world where parents are often neglected by their children in their old age. We should always keep in mind that parents love their children unconditionally & we'll be blessed when we'll get the chance of taking care of them.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: kazi shahin on April 23, 2011, 05:53:04 PM
First of all thank you very much. It's hurt me a lot. I don't know that you know about my parent. My loving father is late & I love my mother very much.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: Shamim Ansary on April 24, 2011, 10:00:45 AM
The letter made me weeping.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: mohin on April 28, 2011, 04:28:49 PM
I am speech less......... i cant talk..........
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: mshahadat on April 28, 2011, 05:14:01 PM
 i am sorry to my parents . their dedications are unlimited but sometime i forget that . i am sorry again . i am promised to myself not to do this again. 
Title: বাবা-মা
Post by: tanvir_1269 on April 29, 2011, 12:39:42 AM
A parent is a caretaker of the offspring in their own species.

This message entered into my heart. My family is live in Satkhira. And i miss them too much. I love my family very much specially my mother. i am a man, for that reason i can't cry loudly. But my heart always cry for them. I have to leave them for my better study. when i get time i try to see them.

please pray for me that i give my best to them.

Parents were invented to make children happy by giving them something to ignore.

Thanks
Md. Tanvir Sarder

Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: sonia_tex on April 30, 2011, 08:37:43 AM
Thanks for this heart touching post.May Allah bless us all so that we can make proper respect and duties for our beloved parents.I am agree with Nusrat Miss, We should never forget that we are blessed when we get chance of taking care of them.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: irina on April 30, 2011, 11:55:46 AM
Yes, it made me cry. I'm afraid it will make everyone cry.
There are no words in the dictionary that can express my feeling. Sorry.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: mmrsinha on May 02, 2011, 09:24:44 AM
Thanks for this message which helps the child to understand their parent . Today or tomorrow we will face this ...............




Md. Mijanur Rahman
Faculty, SWE
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: asma alam on May 02, 2011, 11:19:02 AM
Thank you Sir,
For such a nice posting in the forum. In this materialistic world we are chasing after our goal and thus we become oblivious of our responsibility towards our old parents. Did they neglect us when we were in helpless state? No, never..... This heart touching letter has made me feel that we should be more compassionate with them.

Asma Alam
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: faizun on May 19, 2011, 10:25:23 AM
I just want to say my parents "sorry" for all of my misbehaves i showed to them willingly or unwillingly.

May Almighty give me the strength and capability to take care of them much more than they ever did for me, though i know that it is not possible. But I wish I could do.

Ms. Faizun Nesa
Lecturer of CSE
Faculty of SIT
Daffodil International Univerisity
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: goodboy on May 19, 2011, 06:17:22 PM
I pay sorry for all my misbehaved approaches towards my parents..........This letter reminds me of those days...........& will never be forgotten.

Again...........dear abbu & ammu..............I'm sorry............!!!!!!!!!!

It's a heart touching..........unforgettable..........writing I've ever read.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: Antara11 on July 24, 2011, 12:22:52 PM
Yes...it made my eyes shed tears....I will try my best not to be impatient with my parents, I promise.

Antara
Lecturer
English Dept
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: nature on September 27, 2011, 12:15:08 AM
I am trying to my level best that, i  take care of my father and mother in the future life.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: sethy on October 05, 2011, 01:39:43 PM
This letter touches my heart. How can we forget their consideration.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: safiqul on October 22, 2011, 05:39:30 PM
Thanks for sharing this heart touching post. To see children’s duties to their parents, see the following URL:

http://www.tribune.com.ng/index.php/muslim-sermon/11502-childrens-duties-to-their-parents

------------------------------------------------------------------------------------------------------------
“To understand your parents' love, you must raise children yourself.”

Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: M Z Karim on November 02, 2011, 10:41:56 AM
Thanks for sharing the link.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: shahina on November 30, 2011, 09:54:08 AM
very touchy post
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: nfeoffice on December 08, 2011, 03:33:26 PM
how much heart touching those words is!!!!!

i will try my level best.

ALLAH please help help me.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: shahina on March 05, 2012, 08:21:02 AM
very touchy post, we should keep in mind this story
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: lincon-bre-02 on April 09, 2012, 10:27:44 AM
Baba tomak khub beshi mone porchhe......   :'( :'( :'(
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: wahid on May 14, 2012, 11:05:13 PM
I love my parents.
Title: Re: We must Remember this letter and Video, বাবা-মায়ের লেখা, যা পোস্ট করা হয়নি
Post by: najim on June 24, 2012, 11:19:45 AM

تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلاً كَرِيماً

“তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলেও আদেরকে বিরক্তি সূচক কিছু বলো না। এবং তাদেরকে ভর্র্ৎসনা করো না; তাদের সাথে কথা বলো সম্মান সূচক নম্র কথা।” (সূরা বনী ইসরাঈলঃ ২৩)