Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Shah Alam Kabir Pramanik on April 20, 2017, 02:39:38 PM

Title: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: Shah Alam Kabir Pramanik on April 20, 2017, 02:39:38 PM
হাতের কাছেই রয়েছে এই পোকার কামড়ের কারণে চুলকানি থেকে রক্ষা পাওয়ার উপায়। চিকিৎসাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, এই পোকা কামড়ালে প্রথমে ‘জীবাণুনাশক সাবান’ ও পানি দিয়ে ধুয়ে তারপর প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে।

কলার খোসা: এতে থাকে ‘ক্যারোটেনয়েডস’, ‘পলিফেনলস’ ইত্যাদি জৈব-সক্রিয় ভেষজ উপাদান। কলার খোসার ভেতরের অংশ কামড়ানো স্থানে ঘষলে জ্বালাপোড়া কিংবা চুলকানির অনভূতি প্রশমিত হবে। পদ্ধতিটি যতবার খুশি অনুসরণ করা যায়।

দারুচিনি ও মধু: প্রদাহরোধী উপাদান থাকে দারুচিনিতে আর মধু ত্বকে আর্দ্রতা যোগায়। দুটিকে একত্রে মিশিয়ে ছারপোকার কামড়ের চিকিৎসায় কাজে লাগাতে পারেন, কমাতে পারে সংক্রমণের আশঙ্কা। দুতিন টেবিল-চামচ দারুচিনির গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে আক্রান্ত স্থানে মাখতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতিদিন তিন থেকে চারবার পেস্টটি প্রয়োগ করতে পারেন।

টুথপেস্ট: এতে থাকা মেনথল কামড়ানো অংশে ঠাণ্ডা অনুভূতি দেয়, যা চুলকানি ও জ্বালাপোড়া কমায়। কামড়ানো অংশে ১০ মিনিট টুথপেস্ট মাখিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। এভাবে প্রতিদিন তিন থেকে চারবার পেস্ট মাখাতে হবে।

মাউথওয়াশ: এতে থাকে ‘ইথানল’, যার আছে জীবানুনাশক উপাদান এবং অ্যালকোহল। যা সংক্রমণ দূর করতে সহায়ক। তুলার বল বানিয়ে তা মাউথওয়াশে ডুবিয়ে কামড়ানো অংশে প্রয়োগ করতে হবে। দ্রুত উপকার পেতে নিয়মিত পদ্ধতিটি অনুসরণ করার দরকার হবে।

লবণ: প্রাকৃতিক ব্যাক্টেরিয়ানাশক লবণ ছারপোকার কামড় থেকে হওয়া র‌্যাশ ও প্রদাহ সারাতে সাহায্য করে। কামড়ানোর জায়গায় লবণ ঘষলে ব্যথা ও জ্বালাপোড়া থেকে দ্রুত উপকার পেতে পারেন। ভালো ফল পেতে দিনে তিনবার লবণ প্রয়োগ করতে হবে।

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস
Title: Re: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: Morshed on April 20, 2017, 02:49:39 PM
very informative
Title: Re: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: Tahmid on April 20, 2017, 04:13:32 PM
good to know
Title: Re: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: Shah Alam Kabir Pramanik on May 30, 2017, 02:26:44 PM
Thanks
Title: Re: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: sanjida.dhaka on June 18, 2017, 03:52:21 PM
Nice post
Title: Re: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: Md. Shahadat Hossain on June 21, 2017, 01:55:50 PM
Thanks for information.
Title: Re: ছারপোকার কামড়ে ঘরোয়া প্রতিষেধক
Post by: Mohammad Salek Parvez on July 16, 2017, 11:24:37 AM
grateful.