Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Business Administration => Topic started by: anowar.bba on May 06, 2014, 05:43:36 PM

Title: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: anowar.bba on May 06, 2014, 05:43:36 PM
(প্রিয়.কম) কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুনজরে পড়ার জন্য অনেকেই অনেক ধরণের কাজ করে থাকেন। অনেকে তো ন্যায় অন্যায় ভুলে যেয়ে অনেক অন্যায় কাজও করে ফেলেন। নিজে ওপরে উঠার নেশায় নিজের সততাও বিসর্জন দিয়ে থাকেন অনেকে। আবার অনেকে মনে করেন কলিগদের সম্পর্কে কথা লাগালে কর্মকর্তাদের নজরে পরা যাবে অনেক দ্রুত।
এই সবই ভুল কাজ। এতে করে আপনি হয়তো নজরে পরবেন তবে সুনজরে নয়। আপনার উপরের কর্মকর্তা আপনার সম্পর্কে ভালো কিছু চিন্তা করতে পারবেন না এবং আপনি অফিসে একটি বিরক্তিকর মানুষ হিসেবে পরিচিতি পাবেন। তার চাইতে করুন না এই সহজ কাজগুলো। দেখবেন খুব সহজেই নজরে পড়ছেন সবার এবং তা অবশ্যই সুনজর।

অর্ডার পাওয়ার জন্য বসে থাকবেন না

কোন কাজ সামনে আসলে তা দ্রুত করে ফেলুন। কারো বলার জন্য অপেক্ষা করবেন না। ধরুন আপনার কোনো কলিগ একটি ভুল কাজ করে ফেলেছেন। সেটি আপনাকে না বলা পর্যন্ত বসে থাকবেন না। যদি আপনার হাতে ক্ষমতা থাকে তবে তা ঠিক করে ফেলুন। এভাবে যে যে কাজগুলো করে ফেলা সম্ভব তা আগে থেকেই করে ফেলুন। এতে করে আপনি যে কাজে আগ্রহী এবং পারদর্শী তা প্রকাশ পাবে। এবং আপনি সকলের নজরে পরে যাবেন।

মিটিং এ অংশগ্রহণ করুন

অফিসে মিটিং হলে তাতে মুটামুটি সবাই বাধ্য হয়েই অংশ নিয়ে থাকেন। কিন্তু এই অংশ নেয়া মানে অংশগ্রহণ বুঝায় না। আপনি মিটিং এ বসে ঝিমাতে থাক্লেন, কিংবা মোবাইল বা ট্যাব নিয়ে পরে থাকলেন তবে আপনার সুনজরে পড়ার সম্ভাবনা নেই। মিটিং এ পুরোপুরি অংশগ্রহন করুন। প্রয়োজনের সময় চুপ করে বসে না থেকে কথা বলুন। দরকার হলে প্রশ্ন জিজ্ঞেস করুন। এতে করেই আপনি হয়ে উঠতে পারবেন প্রিয়পাত্র।

গুছানো ভাবে কাজ করুন

অগোছালো কাজ কারো কাছেই পছন্দের নয়। আপনার কাজের ধারা যদি অগোছালো হয়ে থাকে তবে আপনি নজরে পড়তে বাধ্য কিন্তু তা সুনজর হবে না। সুনজরে পড়তে চাইলে সকল কাজ গুছিয়ে করার চেষ্টা করুন। নিজের ডেস্ক এবং অফিসের পরিবেশটা নিজ উদ্যোগে গুছিয়ে আনার চেষ্টা করুন। এতে করে মনও গোছানো কাজের জন্য তৈরি হয়ে যাবে। হাতের কাছে এবং গোছানোভাবে জিনিস থাকলে কাজও গোছানো হবে।

নিজেকে সব সময় তৈরি রাখুন

সকল ধরণের কাজের জন্য নিজেকে তৈরি রাখুন। হতে পারে আপনাকে একটি নির্দিষ্ট কাজের জন্য রাখা হয়েছে কিন্তু কর্মক্ষেত্রের প্রয়োজনে হয়তো আপনাকে যে কোনো কাজ করতে করতে হতে পারে। আপনি যদি তখন না বলে দেন তাহলে কি তা ভালো হয়? নিজেকে এমনভাবে তৈরি রাখুন যাতে আপনি নিজের ক্ষেত্র ছাড়াও কাজ করতে পারেন তা বুঝাতে পারেন। এতে করে বসের সুনজরে পরে যাবেন আপনি।

কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন

কলিগদের নিজের প্রতিযোগী এবং শত্রু ভেবে বসবেন না। কলিগদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। এতে করে দুটি সুবিধা পাবেন আপনি। প্রথমত, অফিসে বন্ধু এবং বন্ধুর মতো সাহায্য করার মানুষ পাবেন। এবং দ্বিতীয়ত। কলিগদের কছে আপনার সুনাম আপনাকে আপনার বসের সুপাত্রে পরিনত করবে।
Title: Re: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: Jeta Majumder on May 07, 2014, 02:19:51 PM
good post sir... :)
Title: Re: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: Farhananoor on May 08, 2014, 10:00:50 AM
Helpful post.
Title: Re: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: sayma on May 14, 2014, 02:34:30 PM
helpful, thank u sir..
Title: Re: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: Shahnoor Rahman on May 14, 2014, 02:54:15 PM
Thank you for sharing such an effective post. :)
Title: Re: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: munna99185 on May 16, 2014, 09:03:25 AM
Be responsible and honest.


Sayed Farrukh Ahmed
Assistant Professor
Faculty of Business & Economics
Daffodil International University


Title: Re: কর্মক্ষেত্রে সকলের সুনজরে পড়ার ৫ টি সহজ উপায়
Post by: Rozina Akter on May 21, 2014, 02:17:13 PM
Very effective sharing. Thank you :)