Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: Sultan Mahmud Sujon on October 08, 2011, 08:37:56 PM

Title: শেয়ার বাজারের আপডেট দেখুন যখন তখন ছোট্ট ক
Post by: Sultan Mahmud Sujon on October 08, 2011, 08:37:56 PM
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট ও খুবই কাজের একটি মোবাইল সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। এই সফটওয়্যার টি তাদের জন্য যারা শেয়ার বাজারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন। আমি জানিনা এই সফটওয়্যার নিয়ে আগে কোন পোষ্ট হয়েছে কিনা। যদি হয় তাহলে মাফ করবেন।

এখন আসি কাজের কথায়।ধরুন আপনি কোন প্রত্যন্ত অঞ্চলে কাজে ব্যাস্ত (হতেই হবে কথা নেই), বারবার ফোন করে আপনার শেয়ার আপডেট নেওয়া কিংবা আপনার সাধের পোর্টফোলিও দেখা কোনভাবেই সম্ভব নয়। আপনার হাতে জাভা সমর্থিত যে কোন হ্যান্ডসেট থাকলেই আর চিন্তা নেই। তবে মোবাইল এ ইন্টারনেট এর কানেকশন এক্টিভেট থাকতে হবে। মাত্র ৫-১০ পয়সা খরচ করে(আমি ডাটা transection এর উপর ভিত্তি করে বলেছি,যারা বিভিন্ন প্যাকেজ ব্যাবহার করেন তারা বাদে......এছাড়া সম্পুর্ণ ফ্রী) আপনি জেনে নিতে পারবেন যে কোন শেয়ারের

১. বর্তমান বাজারমুল্য

২. দিনের সর্বোচ্চ দর

৩. দিনের সর্বনিম্ন দর

৪. মুল্য পরিবর্তন %

এছাড়া আরো পাবেন সম্পূর্ণ এক বা একাধিক পোর্টফোলিও।যার মাধ্যমে মুহূর্তেই জানতে পারবেন আপনার আর্থিক অবস্তা। সফটওয়্যারটি নতুন কিংবা পুরোন বিনিয়োগকারিদের কাজে আসবে বলে আমার ধারণা।

৫৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করুন http://www.mediafire.com/?0xadqomz0ocbxik এইখান থেকে

ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।