Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - masud895

Pages: 1 ... 3 4 [5] 6
61
IT Forum / Cloud Computing
« on: March 17, 2013, 03:37:31 PM »
ইন্টারনেট ও কম্পিউটিং এর সর্বত্র আজ ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির জয়জয়কার। ক্লাউড যেনো এক যাদুর কাঠি, যার ছোঁয়ায় নিমেষে সমাধান হয়ে যাবে সব সমস্যা! অবশ্য এক দিক থেকে চিন্তা করলে কথাটা কিছুটা সত্যিও বটে। ক্লাউড আজ সবখানে ছড়িয়ে আছে, সব প্রযুক্তির পেছনেই কাজ করছে।

আপনি কি আজকে কোনো ক্লাউড ব্যবহার করেছেন?
জবাবে যদি না বলেন, তাহলে কিন্তু ভুল হবে। সজ্ঞানে হোক, কিংবা না জেনে হোক, ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সবাইই দৈনন্দিন নানা কাজে ক্লাউড প্রযুক্তিকে ব্যবহার করে আসছে। ইমেইল বলুন কিংবা অনলাইন কোনো সার্ভিসই বলুন, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমেই দেয়া হচ্ছে বর্তমান ইন্টারনেটের নানা সেবা।

ক্লাউড – পুরানো নানা প্রযুক্তিরই নতুন সংকলন
তো, এই ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা আসলে কী?
খটোমটো সংজ্ঞায় যাবার আগে সহজ সরল বাংলায় একটা জবাব দেই, ক্লাউড কম্পিউটিং হলো আর কিছুই না, নতুন বোতলে পুরানো মদ। অর্থাৎ পুরানো কিছু প্রযুক্তিকে নতুন করে ঢেলে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে ক্লাউডে।l বর্তমানের অধিকাংশ ক্লাউড আসলে খুব বড় আকারের ডেটা সেন্টার, যেখানে হাজার হাজার সার্ভার র্যাকে করে সাজানো থাকে, লাখ লাখ ডলার খরচ করে তাদের ঠান্ডা রাখতে হয়। কিন্তু এই হাজার হাজার সার্ভার দিয়ে অজস্র ক্লায়েন্টের জটিল সব সমস্যার সমাধান অনেক সহজে করা চলে।

ক্লাউড কম্পিউটিং মানে সার্ভিস বা হার্ডওয়ার ভাড়া নেয়া/আউটসোর্সিং
আমি যখন স্কুলে পড়তাম, তখন বাংলাদেশে একটা ব্যবসা খুব চালু ছিলো। নানা দোকানে সাইনবোর্ড টাঙানো থাকতো, “এখানে মাসুদ রানা ও তিন গোয়েন্দার বই ভাড়া দেয়া হয়”। ২টাকা করে ভাড়ায় বই নিয়ে পড়ে আবার ফেরত দিয়ে নতুন বই নিতে পারতাম, কিংবা হাতে টাকা বেশি থাকলে একাধিক বই নিতে পারতাম এক সাথে।

ক্লাউডের মূল আইডিয়াটাও তাই। ধরুন, আপনার জটিল একটা ভিডিও বা ফটো প্রসেসিং এর কাজ লাগবে। ঘরে আপনার পুরানো মেশিন, তাতে সেই কাজ করা যাবে না। আবার ওয়ান-টাইম এই কাজ করার জন্য বিশাল অংকের টাকা দিয়ে কম্পিউটার কেনারও মানে হয় না। সমাধান তাহলে কী? ভালো কম্পিউটার আছে, এমন কারো কাছ থেকে ঘণ্টা হিসাবে কম্পিউটার ভাড়া নেয়। এতে করে সবারই লাভ – আপনার কেবল যত ঘণ্টা লাগছে, তত ঘণ্টারই পয়সা দেয়া লাগবে, আর যার ঐ কম্পিউটার আছে, সেও দিনের অধিকাংশ সময় কম্পিউটারটা অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে ভাড়ায় খাটিয়ে কিছু টাকা কামালো।

এইবার ব্যাপারটা বড় আকারে চিন্তা করেন। ধরেন, আপনার কোম্পানির ওয়েবসাইট বানাচ্ছেন, তাতে একটা ব্লগ চালাবেন। ব্লগের অধিকাংশ ব্লগার ও পাঠক বাংলাদেশে। ফলে বাংলাদেশ সময় সকাল ৯টা হতে রাত ১২টা পর্যন্ত ব্লগে লোকজন থাকে, তার মধ্যএ সন্ধ্যা ৮টা হতে ১১টা পর্যন্ত খুব বেশি লোক, এতোই বেশি ভিজিটর যে আপনার সার্ভারে খুব চাপ পড়ে, লোড কমাতে ৩টা সার্ভার একসাথে চালাতে হয় সেসময়। কিন্তু রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোড একেবারেই কম। তখন ১টা সার্ভারেই কাজ হয়ে যায়।

আপনি তাহলে কী করবেন? দুইটা অপশন (১) ৩টা সার্ভার ভাড়া করেন দিনরাত ২৪ ঘণ্টার জন্য, অথবা (২) যখন ভিজিটর বেশি, তখন ৩টা ভাড়া নেন, যখন ইউজার কম, তখন ১টা সার্ভার চালু রাখেন।

এইভাবে ভাড়া নিতে পারলে কিন্তু আপনার খরচ বেশ কমে যাচ্ছে, যখন আপনার দরকার নাই, তখন খামোখা পয়সা কেনো দিবেন? কাজেই আপনার লাভে লাভ!
উল্টা দিকে সার্ভার ভাড়া দেয়া কোম্পানিরও সুবিধা আছে। আপনি যে সময় ১টা সার্ভার ব্যবহার করছেন, ঐ সময়ে বাকি সার্ভারগুলা অন্য কাউকে ভাড়া দিতে পারছে। তাদের সিস্টেম বসে থাকছেনা অলসভাবে কখনোই।

এই যে “এখানে সুলভে সার্ভার ভাড়া দেয়া হয়”, এই আইডিয়াটাই ক্লাউড কম্পিউটিং এর মূলমন্ত্র।

ক্লাউডের সংজ্ঞা
ক্লাউড কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বরং এটা একটা ব্যবসায়িক মডেল। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এ বেশ কিছু নতুন পুরানো প্রযুক্তিকে একটি বিশেষভাবে বাজারজাত করা হয় বা ক্রেতার কাছে পৌছে দেয়া হয়। যেসব ক্রেতার অল্প সময়ের জন্য কম্পিউটার দরকার বা তথ্য রাখার জায়গা দরকার, কিন্তু এই অল্প সময়ের জন্য কম্পিউটার কেনার পেছনে অজস্র টাকা খরচের ইচ্ছা নাই, তারা ক্লাউডের মাধ্যমে ক্লাউড সেবাদাতাদের কাছ থেকে কম্পিউটার বা স্টোরেজ স্পেস ভাড়া নেন।

একটু খোলাসা করেই বলি, তার জন্য ক্লাউডের সংজ্ঞাটা দেখে নেয়া যাক -
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্স্টিটিউট অফ স্ট্যান্ডার্ড্স এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা নিম্নরূপ -
ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও নানা এপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে ৩টি বৈশিষ্ট্য থাকবে -

(১) “যত চাই, ততই পাই” বা রিসোর্স স্কেলেবিলিটি – ছোট হোক, বড় হোক, ক্রেতার সব রকমের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যতো চাইবে, সেবাদাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

(২) “চাহিবা মাত্রই” বা অন-ডিমান্ড সেবা – ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মত যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

(৩) পে-অ্যাজ-ইউ-গো – বাংলায় বলতে গেলে “ফেলো কড়ি, মাখো তেল” পেমেন্ট মডেল। অর্থাৎ ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে, তার জন্যই কেবল পয়সা দিবে।

উপরের সংজ্ঞাটাকে আগের উদাহরণের সাপেক্ষেই দেখা যাক।
ক্রেতা হিসাবে আপনার কোনো কাজে ১টা সার্ভার লাগলেও ক্লাউড সার্ভিসদাতা সেটা দিতে পারতে হবে, আবার তার পরক্ষণেই যদি আপনার চাহিদা বেড়ে ১০০টা সার্ভার লাগে, তাও দিতে পারতে হবে। কোনো গাঁইগুই, কালকে দিবো, পরে আসেন, এরকম ধানাইপানাই চলবেনা।

আর আপনার সর্বোচ্চ চাহিদা ১০০টা সার্ভার হলে শুরুতেই কিন্তু ১০০টা সার্ভার রিজার্ভ করে রাখতে হবে না, শুরুতে ১টা লাগলে ১টাই ভাড়া নিবেন, যদি পরে বেশি লাগে তখন আরো কয়েকটা নিবেন, আবার চাহিদা কমে গেলে অব্যবহৃত সার্ভার ফেরত দিয়ে দিবেন।

আর পয়সা দেয়ার সময়ে গুণে গুণে ঘণ্টা হিসাবে যেই কয়টা সার্ভার ভাড়া নিয়েছিলেন, কেবল সেই কয়টারই টাকা দিবেন।

উপরের সংজ্ঞা মেনে সার্ভিস বিক্রি করে, এরকম যেকোনো সার্ভিসকেই তাই ক্লাউড বলা চলে। আবার উল্টা ভাবে বলা চলে, বড় একটা ডেটা সেন্টারে অজস্র সার্ভার বসিয়ে রাখলেই সেটা ক্লাউড হয় না, যদি উপরের ৩টি বৈশিষ্ট্যের এক বা একাধিক বৈশিষ্ট্য সেখানে না থাকে।

তাহলে এক বাক্যে ক্লাউডের সংজ্ঞাটা কী দাঁড়ালো?
কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামতো চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।

ও হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং এর নামে ক্লাউড বা মেঘ এলো কোথা থেকে? ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ক্রেতারা সাধারণতঃ ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের ক্লাউডের সাথে যুক্ত হন। নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার সময়ে ক্রেতা ও সার্ভারের মাঝের ইন্টারনেটের অংশটিকে অনেক আগে থেকেই মেঘের ছবি দিয়ে বোঝানো হতো। সেই থেকেই ক্লাউড কম্পিউটিং কথাটি এসেছে।

Source : http://www.techtunes.com.bd/computing/tune-id/193938

62
কম্পিউটারের বিভিন্ন তথ্য ও ডেটা নিয়ে ফাইল তৈরি হয়। ফাইল হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে। এ অসংখ্য ফাইলসমূহ স্থায়ীভাবে হার্ডডিস্কে সংরক্ষিত থাকে। হার্ডডিস্কে ফাইলসমূহ একটি নির্দিষ্ট রীতিতে নিয়মতান্ত্রিক তালিকায় বিন্যস্ত থাকে। এ নিয়মতান্ত্রিক সুবিন্যস্ত তালিকাই হচ্ছে ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেম তৈরি হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম এর ধারায়। একটি অপারেটিং সিস্টেমে বিভিন্ন টাইপের ফাইল সিস্টেম প্রয়োজন। একটি নতুন কেনা হার্ডডিস্ককে শুরুতেই পার্টিশন করা হয়। একটি নতুন হার্ডডিস্ককে যতগুলো প্রয়োজন ততগুলো পার্টিশনে বিভক্ত করা হয়। প্রতিটি পার্টিশন একটি ডাটাসেটের মতো কাজ করে। উক্ত পার্টিশনকে অপারেটিং সিস্টেম ছোট ছোট সেগমেন্ট বিভক্ত করে। এক একটি সেগমেন্টকে ক্লাস্টার বলা হয়। ক্লাস্টারে বিভক্ত করার সাথে সাথে অপারেটিং সিস্টেম একটি ডিরেক্টরি স্ট্রাকচার গঠন করে যা ফাইলসমূহ ধারণ করে। যখন কোন হার্ডডিস্ক পার্টিশন ফরম্যাট করা হয় তখন উক্ত পার্টিশনকে একটি নির্দিষ্ট ফাইল সিস্টেমে ফরম্যাট করা হয়। একটি হার্ডডিস্কে বিভিন্ন পার্টিশন ভিন্ন ভিন্ন ফাইল সিস্টেমসহ ফরম্যাট করা যায়। একাধিক ফাইল সিস্টেমসহ হার্ডডিস্ক পার্টিশন সম্ভব বিধায় একটি হার্ডডিস্কে একাধিক অপারেটিং সিস্টেম ইনস্টল করা সম্ভব হয়।

উইন্ডোজের ফাইল সিস্টেম সমূহ হচ্ছে:

FAT

FAT32

NTFS

 
FAT সিস্টেম

FAT এর পূর্ণ রূপ হচ্ছে ফাইল এলোকেশন টেবিল (File Allocation Table)। এটি ১৬ বিট ফাইল সিস্টেমে বা FAT16 নামেও পরিচিত। এর ফাইল সিস্টেম যখন ২ গিগাবাইটের উপরের হার্ডডিস্ককে (যেমন ১০ গিগাবাইট, ২০ গিগাবাইট ইত্যাদি) FAT সিস্টেমে পার্টিশন করা হয় তখন সেটি সর্বোচ্চ ৬৫, ৫৩৫ পর্যন্ত ক্লাস্টার নাম্বার সাপোর্ট করে। হার্ডডিস্কের আকার বৃদ্ধির সাথে সাথে ক্লাস্টার সংখ্যাও বৃদ্ধি পায়। তাই বিভিন্ন সাইজের হার্ডডিস্কের ক্লাস্টার সাইজ ও টেবিলের দুটো কপি ডিস্কের ভলিওম বুট স্ট্রাকচারের পরে সংরক্ষিত অবস্থায় থাকে। হার্ডডিস্কের জায়গার কিছুটা অপচয় হয়।

  FAT32 সিস্টেম

FAT সিস্টেমকে উন্নত করে FAT32 তৈরি করা হয়েছে। FAT32 সিস্টেমে পূর্বে FAT সিস্টেমের গিগাবাইট হার্ডডিস্ক সাপোর্টের সীমাবদ্ধতা নেই। এ ফাইল সিস্টেম এক একটি পার্টিশন ২ গিগাবাইটের উপরেও হার্ডডিস্ক সাপোর্ট করতে পারে। এর ফাইল সিস্টেম ৩২ বিট সম্পন্ন। একটি ২ টেরা বাইটের আকারের একক পার্টিশনেও সাপোর্ট করে। FAT32 সিস্টেমে ক্লাস্টারের নিষ্ক্রিয় অংশ বা স্ল্যাক স্পেস FAT16 এর তুলনায় কম হয়। ফলে হার্ডডিস্কে জায়গার অপচয় কমে যায়। FAT32 সিস্টেমে FAT টেবিলের ব্যাকআপ কপি ব্যবহার করা যায় এবং এই ফাইল সিস্টেম সীমাহীন রুট ডিরেক্টরি সাপোর্ট করে।

 NTFS সিস্টেম

New Technology File System বা NT File System এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে NTFS।  নেটওয়ার্কিং এর ক্ষেত্রে NTFS একটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম। উইন্ডোজ এর জন্যই মূল্য NTFS ফাইল সিস্টেম তৈরি করা হয়। FAT সিস্টেমের চেয়ে দ্রুততর NTFS সিস্টেম। NTFS যে সব সুবিধা প্রদান করে যা FAT সিস্টেম দিতে পারে না। NTFS বিশেষ সিক্যুরিটি ফিচার (যেমন-ফাইল লেভেল সিকিউরিটি) প্রদান করে যা FAT পারে না। FAT এর মতো NTFS দীর্ঘ ফাইল নেম বজায় রাখতে পারে। এটি ২৫৬টি ইউনিকোড ক্যারেক্টার ব্যবহার করতে পারে। সকল বিদেশী ভাষার অক্ষরসমূহকে একটি একক ক্যারেক্টার সেটে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়াকে ইউনিকোড বলা হয়। NTFS ডসের ৮.৩ ক্যারেক্টার ফাইল নেমও বজায় রাখতে পারে।

63
IT Forum / Is your browser is safe on Internet?
« on: February 26, 2013, 12:18:43 PM »
ইন্টারনেটে বিভিন্ন সময় আমরা ব্রাউজার হাইজ্যাকিংয়ে শিকার হয়ে থাকি।যার ফলে কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে,গুরুত্বপূন্র্ ডাট চুরি হয়ে যেতে পারে,হ্যাকিংয়ের শংকা বেড়ে যায়।কিছু বিষয় খেয়াল করলে আপনি নিজেই বুঝতে পারেন আপনার ব্রাউজার হ্যাইজ্যাক হয়েছে কি না,যেমন-
 
১.ব্রাউজার চালু অবস্থায় ঘনঘন পপআপ উইন্ডো চালু হচ্ছে।
২.ব্রাউজার বন্ধ করার পরও কিছু সাইট সন্দেহজনকভাবে  চালু হচেছ।
৩.ব্রাউজার চালু করলে হোমপেজ হিসাবে নির্ধারিত সাইটের বদলে অন্য কোন সন্দেহজনক সাইট চালু হচ্ছে যা সর্ম্পকে আপনি মোটেও অবগত নন।
৪.ব্রাউজারের এ্যাড্রেসবারে কোন সাইটের ঠিকানা লিখলেই তা নির্দিষ্ট একটি সাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে।
ব্রাউজার হ্যাইজ্যাকের আশংকা কমাতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
১.ব্রাউজারে কোন সর্তকতা বার্তা আসলে তা না পড়েই ক্লীক করবেন না।
২.সন্দেহজনক ইমেইল খুলবেন না।বিশেষ করে অপরিচিত ইমেইল থেকে আসা অ্যাটাচ ফাইল খুলবেন না এবং ইমেইলের উত্তর দেবেন না।
৩.ভাইরাসের কারনে এই সমস্যা হতে পারে।তাই নিয়মিত হালনাগাদ এ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
৪.উইন্ডোজের বিভিন্ন নিরাপত্তাজনিত ক্রটির কারনে এই সমস্যা হতে পারে।তাই উইন্ডোজের সিকিউরিটি প্যাচ হালনাগাদ করার চেষ্টা করুন।

64
IT Forum / Remove the watermark from PDF file easily
« on: February 26, 2013, 11:26:39 AM »
আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ছোট একটি সফ্টওয়্যার । যা দিয়ে আপনারা সহজেই ১,২,৩ এর মতো করে পিডিএফ ফাইল থেকে যেকোন ধরনের লোগো, জ্বলছাপ, স্বাক্ষর সহ আরো অনেক কিছুই রিমুভ করতে পারবেন।
সফ্টওয়্যারটি পোর্টেবল হওয়াতে এটা আপনাকে ইনষ্টল করতে হবে না। পেইনড্রাইভে করে যেকোন পিসিতে ওপেন করে কাজ করতে পারবেন। তাও সাইজ আবার মাত্র 3.67 মেগাবাইট। শুধু ফাইলটি সিলেক্ট করবেন আর কি কি রিমুভ করবেন তা সিলেক্ট করে রিমুভ বাটনে ক্লিক করুন । ও হ্যা তার আগে আপনাকে PDF Watermark Remover সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড লিংক >>
http://www.4shared.com/get/iPxtAZCW/PDF_Watermark_Remover_102.html
http://downloads.ziddu.com/downloadfile/5532919/PDF.Watermark.Remover.v1.0.1-AHCU.rar.html


Source :http://www.pchelplinebd.com/archives/16832

65
IT Forum / Text book download of Class 1 to Class 10
« on: February 26, 2013, 11:13:36 AM »
আমরা কাগজের বই দিয়ে তো অনেক পড়াশুনা করেছি কিন্তু সরকার নতুন প্রজন্মের জন্য তৈরি করেছেন ফাটাফাটি একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পাবেন ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সকল বোর্ড নির্ধারিত পাঠ্য বই / টেক্সট বুক। ডিজিটাল বাংলাদেশ এর জন্য ডিজিটাল পাঠ্য বই ।
Web Link: http://www.ebook.gov.bd/


67
IT Forum / What cloud computing really means?
« on: January 07, 2013, 02:44:35 PM »
Cloud computing is the use of computing resources (hardware and software) that are delivered as a service over a network (typically the Internet). The name comes from the use of a cloud-shaped symbol as an abstraction for the complex infrastructure it contains in system diagrams. Cloud computing entrusts remote services with a user's data, software and computation.

There are many types of public cloud computing:
•   Infrastructure as a service (IaaS)
•   Platform as a service (PaaS)
•   Software as a service (SaaS)
•   Network as a service (NaaS)
•   Storage as a service (STaaS)
•   Security as a service (SECaaS)
•   Data as a service (DaaS)
•   Database as a service (DBaaS)
•   Test environment as a service (TEaaS)
•   Desktop virtualization
•   API as a service (APIaaS)
•   Backend as a service (BaaS)

In the business model using software as a service, users are provided access to application software and databases. The cloud providers manage the infrastructure and platforms on which the applications run. SaaS is sometimes referred to as “on-demand software” and is usually priced on a pay-per-use basis. SaaS providers generally price applications using a subscription fee.
Proponents claim that the SaaS allows a business the potential to reduce IT operational costs by outsourcing hardware and software maintenance and support to the cloud provider. This enables the business to reallocate IT operations costs away from hardware/software spending and personnel expenses, towards meeting other IT goals. In addition, with applications hosted centrally, updates can be released without the need for users to install new software. One drawback of SaaS is that the users' data are stored on the cloud provider’s server. As a result, there could be unauthorized access to the data.
End users access cloud-based applications through a web browser or a light-weight desktop or mobile app while the business software and user's data are stored on servers at a remote location. Proponents claim that cloud computing allows enterprises to get their applications up and running faster, with improved manageability and less maintenance, and enables IT to more rapidly adjust resources to meet fluctuating and unpredictable business demand.
Cloud computing relies on sharing of resources to achieve coherence and economies of scale similar to a utility (like the electricity grid) over a network. At the foundation of cloud computing is the broader concept of converged infrastructure and shared services.

Cloud computing shares characteristics with:
•   Autonomic computing — Computer systems capable of self-management.
•   Client–server model — Client–server computing refers broadly to any distributed application that distinguishes between service providers (servers) and service requesters (clients).
•   Grid computing — "A form of distributed and parallel computing, whereby a 'super and virtual computer' is composed of a cluster of networked, loosely coupled computers acting in concert to perform very large tasks."
•   Mainframe computer — Powerful computers used mainly by large organizations for critical applications, typically bulk data processing such as census, industry and consumer statistics, police and secret intelligence services, enterprise resource planning, and financial transaction processing.
•   Utility computing — The "packaging of computing resources, such as computation and storage, as a metered service similar to a traditional public utility, such as electricity."
•   Peer-to-peer — Distributed architecture without the need for central coordination, with participants being at the same time both suppliers and consumers of resources (in contrast to the traditional client–server model).
•   Cloud gaming - Also known as on-demand gaming, this is a way of delivering games to computers. The gaming data will be stored in the provider's server, so that gaming will be independent of client computers used to play the game.


Characteristics
Cloud computing exhibits the following key characteristics:
•   Agility improves with users' ability to re-provision technological infrastructure resources.
•   Application programming interface (API) accessibility to software that enables machines to interact with cloud software in the same way the user interface facilitates interaction between humans and computers. Cloud computing systems typically use REST-based APIs.
•   Cost is claimed to be reduced and in a public cloud delivery model capital expenditure is converted to operational expenditure.[27] This is purported to lower barriers to entry, as infrastructure is typically provided by a third-party and does not need to be purchased for one-time or infrequent intensive computing tasks. Pricing on a utility computing basis is fine-grained with usage-based options and fewer IT skills are required for implementation (in-house). The e-FISCAL project's state of the art repository contains several articles looking into cost aspects in more detail, most of them concluding that costs savings depend on the type of activities supported and the type of infrastructure available in-house.
•   Device and location independence enable users to access systems using a web browser regardless of their location or what device they are using (e.g., PC, mobile phone). As infrastructure is off-site (typically provided by a third-party) and accessed via the Internet, users can connect from anywhere.[28]
•   Virtualization technology allows servers and storage devices to be shared and utilization be increased. Applications can be easily migrated from one physical server to another.
•   Multitenancy enables sharing of resources and costs across a large pool of users thus allowing for:
o   Centralization of infrastructure in locations with lower costs (such as real estate, electricity, etc.)
o   Peak-load capacity increases (users need not engineer for highest possible load-levels)
o   Utilisation and efficiency improvements for systems that are often only 10–20% utilised.
•   Reliability is improved if multiple redundant sites are used, which makes well-designed cloud computing suitable for business continuity and disaster recovery.
•   Scalability and elasticity via dynamic ("on-demand") provisioning of resources on a fine-grained, self-service basis near real-time, without users having to engineer for peak loads.
•   Performance is monitored and consistent and loosely coupled architectures are constructed using web services as the system interface.
•   Security could improve due to centralization of data, increased security-focused resources, etc., but concerns can persist about loss of control over certain sensitive data, and the lack of security for stored kernels. Security is often as good as or better than other traditional systems, in part because providers are able to devote resources to solving security issues that many customers cannot afford. However, the complexity of security is greatly increased when data is distributed over a wider area or greater number of devices and in multi-tenant systems that are being shared by unrelated users. In addition, user access to security audit logs may be difficult or impossible. Private cloud installations are in part motivated by users' desire to retain control over the infrastructure and avoid losing control of information security.
•   Maintenance of cloud computing applications is easier, because they do not need to be installed on each user's computer and can be accessed from different places.


68
IT Forum / Break BIOS setting password
« on: January 02, 2013, 11:13:11 PM »
বায়োস পাসওয়ার্ড দেওয়া হয় সাধারনত কিছু অতিরিক্ত নিরাপত্তার জন্য। অনেকেই এটা ইউজ করেন বায়োস সেটিং রোধে বা বুটিং রোধে। কিন্তু মাঝে মাঝে এই অতিরিক্ত নিরাপত্তাই বিরক্তির কারন হতে পারে যদি আপনি পাশওয়ার্ড ভুলে যান বা কেউ উদ্দেশ্য প্রনীতভাবে এটা পরিবর্তন করে ফেলে। কিন্তু ত্যাতে ভয় পাবার কোন কারন নেই। বায়োস পাশওয়ার্ড ভাঙ্গা গড়া নিয়ে গত পোষ্টে আলোচনা করেছিলাম। আরো যে উপায়ে বায়সের পাশওয়ার্ড রেসেট/রিমোভ বা বাইপাশ করা যায় তা হলঃ
* CMOS খুলে
* মাদারবোর্ড এর jumper ব্যবহার করে
* MS DOS কমান্ড ব্যবহার করে
* সফটওয়ার ব্যবহার করে
১. CMOS ব্যটারিঃ
remove-battery
সিমোস ব্যাটারি ইউজ করে কিভাবে বায়োস এর পাশওয়ার্ড বাইপাস করবেন তা জানতে এই পোষ্টটি পড়ুন।
২. মাদারবোর্ডের Jumper ব্যবহার করেঃ
jumperকম বেশি সব মাদারবোর্ড এরই জাম্পার আছে যা সিমসের সব সেটিংস ক্লিয়ার করতে পারে বায়োস পাশওয়ার্ড সহ। মাদারবোর্ডের ব্র্যান্ডের উপর নির্ভর করে এই জাম্পারের অবস্থান নির্ভর করে। মাদারবোর্ডের ম্যানুয়াল পড়ে আপনি এটা জানতে পারেন বা নেটে সার্চ দিয়ে। আর ম্যানুয়াল না থাকলে আপনি ফিজিকালি দেখেতে পারেন সিমোস ব্যাটারির আশে পাশে। অধিকাংশ ম্যানুফেকচারার এরই CLR, CLEAR, CLEAR CMOS, ইত্যাদি দ্বারা লেভেল করে থাকে। জাম্পার খুজে পেলে সাবধানে এবং ভাল ভাবে খেয়াল করে দেখুন জাম্পারটি  ৩ পিন বিশিষ্ট একটা সেটের মাঝের পিনের সাথে অন্য ডানের বা বামের পিনের সাথে কানেক্ট করা।
computer-jumper-2 copy
আপনাকে যা করতে হবে জাম্পারটি খুলে নিয়ে ঠিক মাঝের পিনের সাথে বিপরীত পিন কানেক্ট করিয়ে দিন।যেমন ১ ২ ৩ টি পিন হয়, এবং প্রথমে যদি ১ ২ কানেক্টেড থাকে পরে খুলে আপনাকে ২ ৩ কানেক্ট করিয়ে দিতে হবে। এখন কিচুক্ষন(মিনিট খানেক) অপেক্ষা করুন। তারপর  আবার আগের মত লাগিয়ে দিন। তবে অবশ্যই খেয়াল করবেন যে পিসি খোলার পুর্বে এবং জাম্পার পরিবর্তনের সময় যেন পিসির পাওয়ায় সাপ্লাই ইউনিট বন্ধ থাকে।
৩. MS DOS কমান্ড ব্যবাহার করেঃ
এই পদ্ধতি কাজ করবে তখনই যখন আপনার সিষ্টেম চালু থাকবে, কারন এটা কাজ করতে হয় MS DOS এ। কমান্ড প্রম্পট ওপেন করুন ষ্টার্ট করুন START>>RUN>>cmd>>Enter। তারপর একে একে নিচের কমান্ড গুলো দিন।
    debug
    o 70 2E
    o 71 FF
    quit
লক্ষ্য করুনঃ এখানে প্রথম লেটারটি ইংরেজি o কেউ ভুলেও এটাকে অংক 0 মানে শূন্য মনে করবেন না। উপরের কমান্ড গুলো দেবার পরে আপনার সিষ্টেম রিষ্টার্ট দিন। কাওরন এই কমান্ডগুলো আপনার সিমোস সেটিং রেসেট করে দিবে সাথে সাথে পাশওয়ার্ড ও। আপনি যদি জানতে চান কিভাবে এটা কাজ করছে তাহলে শুনুন।
এই পদ্ধতিতে আমরা MS DOS এর ডিবাগ টুলস ইউজ করি। o ক্যরেক্টারটি কমান্ডগুলোর প্রথমে বসে IO পোর্টের আউটপুট ভেলু বুঝায়। ৭০ ও ৭১ বুঝায় পোর্ট নাম্বার যা সিমোস মেমরিতে প্রবেশে ব্যবহৃত হয়। FF দ্বারা আমরা সিমোসকে বলি যে অখানে ইনভেলিড চেকসাম আছে, আর এই কমান্ডের সাথে এটাকে রেসেত করে যা বায়স পাশওয়ার্ডকেও রেসেট করে।
৪. সফটওয়ার ব্যবহার করেঃ
অনেক সফটওয়ার আছে যেগুলো সিমোসের সেটিংস বা পাশওয়ার্ড অথবা দুইটাই করতে পারে মুহুর্তের মধ্যেই। কিন্তু ঐ যে উপরে উল্লেখ করেছি, এটা করতে হলে আপনাকে পিসির এদমিন একাউন্টে ঢুকে থাকতে হবে যেখান থেকে এটা উইন্ডোজের ডসে কাজ করবে।
CmosPwd

69
OFFICE SUITE FOR KIDS
 
আজ শুধু ছোটদের জন্য এটা।অবশ্য আপনি যদি প্রথম থেকে অফিস ব্যবহার শিখতে চান (আমার মত) তাহলে আপনিও ডাউনলোড করে পরীক্ষা করে দেখতে পারেন।প্রথম কথা হলো বড়দের অফিসে যা যা আছে ছোটদের অফিসে তার চেয়ে কম নেই মোটেও।এই অফিস দিয়ে তাদের অনেক বড় বড় কাজের দরকার নেই।তারা তৈরী করতে চেষ্টা করুক তাদের স্কুলের রুটিন,তৈরী করতে চেষ্টা করুক তাদের দৈনন্দিন কাজের তালিকা কিংবা তৈরী করতে চেষ্টা করুক তাদের বার্থডে কার্ড যা তাদের স্ব নির্ভরশীল হতে সাহায্য করবে।এছাড়া word processing এর সাহায্যে পরিচিত হতে পারবে বিভিন্ন ফন্টের ।আসলে এই সফটওয়্যারটি থেকে প্রাথমিক অবস্থায় জানার কোন শেষ নেই আর তাই আপনি নিজেই জেনে নিন আপনার পরিবারের শিশুটির মেধা বিকাশে কতটুকু ভূমিকা রাখবে এই সফটওয়্যারটি।
এবার আসছি ডাউনলোডের কথায়।আজ কোন মিডিয়া ফায়ারের আশ্রয় নেব না কারন আজ আপনাদের দিচ্ছি অফিসিয়াল সাইটের সরাসরি ডাউনলোড লিঙ্ক।আপনি যদি উইন্ডোজ ছাড়াও ম্যাক কিংবা উবুন্টু ব্যবহারকারী হন সে ক্ষেত্রেও আপনার নিজ নিজ ভার্সন ডাউনলোদ করে নিতে পারবেন এই লিঙ্ক থেকে।আর ডাউনলোডের আগে দেখে নিন আপনার অপারেটিং সিষ্টেমের জন্য কত মেগাবাইট এই ফ্রী ওয়্যারটি।নীচে থেকে ডাউনলোড করুন


http://download.ooo4kids.org/en

70
Q: What is a Wireless LAN (WLAN)?
A: A WLAN is a type of Local Area Network (LAN) that uses high frequency radio waves rather than wires to communicate and transmit data. It is a flexible data communication system implemented as an extension to or as an alternative for, a wired LAN.

Q: What are the benefits of using a WLAN instead of a wired network connection?

A:
● Increased Productivity - WLAN provides "unthread" network and Internet access.
● Fast and Simple Network Set-up - There are no cables to install at a user’s desk or work area.
● Installation Flexibility - WLANs can be installed in places where wires can't, and they facilitate temporary set-up and relocation.
●     Reduced Cost-of-Ownership - Wireless LANS reduce installation costs because there is no cabling;
As a result, savings are greatest in frequently changing environments.
● Scalability - Network expansion and reconfiguration may be less complicated than expanding a wired
Network,

Q: Are Intel WLAN products interoperable with other product brands?

A: Yes. Intel WLAN products are compatible with products from different vendors employing the same  technology (i.e., IEEE 802.11a, 802.11b, or 802.11g);  Choosing products that are Wi-Fi* certified will help  insure compatibility

Q: What is Wi-Fi*?

A: Wi-Fi* is the trademarked name that the Wi-Fi Alliance uses to signify WLAN product interoperability. The name stands for "wireless fidelity." Wi-Fi Alliance performs elaborate tests on WLAN products and those that pass the tests are awarded the Wi-Fi logo.

Q: What is IEEE 802.11b, 802.11g, and 802.11a?

A: IEEE 802.11b, 802.11g, and 802.11a are industry standard specifications issued by the Institute of Electrical and Electronic Engineers (IEEE).  These specifications define the proper operation of Wireless Local Area Networks (WLANs).   See the comparison chart below for an overview of these specifications.

Q: What is the transmission range of WLAN products?

A: Radio Frequency (RF) range, especially in indoor environments, is a function of transmitted power, antenna design, receiver design, and interference. Interactions with typical building objects, including walls, metal objects, windows, and even people, can affect how signals propagate, and thus what range and coverage a particular system achieves.  The range of coverage for typical WLAN systems varies depending on the number and types of obstacles encountered. Coverage can be provided for a greater area through the use of multiple access points, wireless repeaters or wireless bridges.

Q: What data rates are available with a WLAN network connection?

A: 802.11b WLANs operate at speeds up to 11 Mbps. 802.11a and 802.11g WLANs operate at speeds up to 54Mbps. 

Q: What is an Access Point?

A: An Access Point connects wired and wireless networks together and enables the sending and receiving of data between wireless clients and the wired network. Using multiple access points increases total system capacity and range. Users can "roam" between access points without losing their connection similar to the way a cellular phone can roam between cellular phone towers.

Q: When do I need an Access Point?

A: Access points are required for operating in “infrastructure” mode, but not for peer-to-peer (a.k.a. “ad-hoc” Mode) connections. A wireless network only requires an access point when connecting notebook or desktop computers to a wired network. If you are not connecting to a wired network, there are still some important advantages to using an access point to connect wireless clients. First, a single access point cans nearly double the range of your wireless LAN compared to a simple peer-to-peer network. Second, the wireless access point acts as a traffic controller, directing all data on the network, allowing wireless clients to run at maximum speed. Finally, an access point can be your central connection to a DSL or cable modem service for sharing an Internet connection.

Q: How many simultaneous users can a single access point support?

A: There are two limiting factors to how many simultaneous users a single access point can support.  First, some access point manufacturers place a limit on the number of users that can simultaneous connect to their products.  Second, the amount of data traffic encountered (heavy downloads and uploads vs. light) can be a practical limit on how many simultaneous users can successfully utilize a single access point.  Installing multiple access points can overcome both of these limitations.

Q: How many users can a WLAN system support?

A: The number of users is virtually unlimited. The number of users can be expanded by installing multiple access points. By installing multiple access points in the same location, set at different frequencies (channels), the wireless network can expand to accommodate additional simultaneous users in the same area.  Similarly, a WLAN can support more users by installing additional access points in various locations in the building. This increases the total number of users and allows roaming throughout the building or across the campus.

Q: What is a Wireless Gateway?

A: A wireless gateway is a special type of access point which allows wireless network clients to share an Internet connection (DSL or cable modem).  Wireless gateways typically include features such as NAT and VPN support which may not be found in simple access points.

Q: What is the wireless SSID? 

A: The wireless SSID, also known as the ‘Network Name’, is the Service Set Identification for your radio network (this item is case sensitive: use capital and lower case letters as shown in the SSID) The Service Set Identifier (SSID) controls access to a given wireless network. This value MUST match the SSID of any and all access points and clients that you want to communicate with. If the value does not match, access to the system is not granted. The SSID can be up to 32 case sensitive characters.

Q: Why do 802.11b and 802.11g WLAN products operate in the 2.4 GHz frequency range?

A: This frequency range is called the ISM (Industrial, Scientific and Medical) band. The ISM band has been set aside by regulatory agencies for unlicensed use by a variety of products including wireless networks, cordless phones, microwave ovens and some low power scientific and medical equipment.  The fact that a license is not required for a product to operate in this frequency range has greatly accelerated the development of wireless networking products. See the comparison chart below for an overview of the 802.11a, 802.11b and 802.11g specifications.

Q: Why do 802.11a WLANS operate in the 5 GHz frequency range?

A:  This frequency is called the UNII (Unlicensed National Information Infrastructure) band.  Like the 2.4 GHz ISM band used by 802.11b and 802.11g products, this range has been set aside by regulatory agencies for unlicensed use by a variety of products.  A major difference between the 2.4 GHz and 5 GHz bands is that fewer consumer products operate in the 5 GHz band.  This reduces the chances of problems due to RF interference.  See the comparison chart below for an overview of the 802.11a, 802.11b and 802.11g specifications.

Q: What can be done to secure a WLAN?

A: Using a WEP key is the basic security mechanism which is available with all 802.11a, 802.11b and 802.11g devices.  Newer security mechanisms such as Wi-Fi Protected Access (WPA) and 802.1x are also available with some products. 

Q: What is WEP?

A: WEP (Wired Equivalent Privacy) is an optional IEEE 802.11 feature used to provide data security that is equivalent to that of a typical wired LAN.  WEP uses data encryption to provide a basic level of security for WLAN users.  WEP allows the administrator to define an "encryption key" which is used to encrypt data before it is transmitted through the airwaves. When WEP is enabled, all stations (clients and Access Points) are required to have the same WEP key.  Network access is denied to anyone who does not have the correct key. 

Q: What is WPA?

A: WPA stands for Wi-Fi Protected Access.  It is a recent specification which provides stronger security than WEP via enhanced encryption and user authentication.

Q: What is 802.1x?

A: 802.1x is a security specification which mandates that every user be ‘authenticated’ before they are allowed access to the wireless network.  Authentication can be done in several ways, but is most commonly accomplished via a RADIUS server.

Q: What are Power Save Polling and Constant Awake Mode?

A: Power Save Polling and Constant Awake Mode are operating modes defined by the IEEE 802.11a, 802.11b, and 802.11g specifications.  When a client device is in Power Save Polling (PSP) mode, the radio transmitter will be turned off for short periods of time to conserve battery power or electricity.  When a client device is in Constant Awake Mode (CAM) the radio transmitter is turned on whenever the computer is operating.

Q: Is WLAN technology only for notebook computers?

A: No. While WLAN systems are ideal for networking mobile computers they are equally useful for connecting  desktop computers and a variety of emerging mobile platforms like PDA’s and Tablet PC’s. WLAN solutions are designed to eliminate cables to networked devices thereby eliminating cabling costs and increasing connection flexibility and mobility.

Q: Will WLANs receive interference from other wireless devices or other WLANs?

A: The unlicensed nature of radio-based wireless LANs means that other products (ex. 2.4 GHz cordless  phones, microwave ovens, garage door openers, Bluetoothâ„¢ devices) that transmit energy in the same  frequency spectrum can potentially interfere with a WLAN system. Older microwave ovens are a concern, but most WLAN manufacturers design their products to account for microwave interference.  RF interference can also occur if two WLANs are located in close proximity to each other.  This situation is usually dealt with by placing each WLAN on a different RF channel within allowed frequency range.

Q: Are all WLAN products (802.11, 802.11b, 802.11g, and 802.11a) interoperable?

A: Yes, and no. 802.11b and 802.11g WLAN products should interoperate with other 802.11b or 802.11g  WLAN products, but 802.11a WLANs will only interoperate with 802.11a products.  Note that many WLAN products are being designed to meet multiple standards (i.e. adapters that support 802.11a, 802.11b and 802.11g).  802.11 is an older, lower data rate, IEEE specification.  Choosing products that are Wi-Fiâ„¢ compliant will help insure interoperability.

Q: Is a WLAN suitable for home use?

A: Yes. With no wires to run and little networking knowledge required, installing a WLAN is one of the easiest ways to setup a home network.

Q: What Is “Authentication” and “Association”?

A: Authentication is the process used to verify that a client device is allowed to use a wireless network.   Authentication can be ‘open’, meaning that any device can access the network, or an authentication mechanism such as WEP, WPA or 802.1x may be required.  Association means that the client device has located an access point and will use it for accessing the network.

Q: What is a Client Workstation?

A: A computer connected to a network.

Q: What is Ethernet?

A: The most widely used type of local area network (LAN).

Q: What is a MAC Address?

A: The Media Access Control (MAC) address of the Wireless Ethernet Adapter is a unique serial number Assigned to the device by the manufacturer.  Every wired or wireless network device has a unique MAC address.

Q: What is a Wireless Ethernet Adapter?

A: A PC Card, USB or PCI device used to connect a client workstation wirelessly to an access point, wireless gateway, or bridge.

71
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
 যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
 RAM সমস্যার কারণে এটি হতে পারে।
 ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
 উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
 পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
 বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
 সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।

72
IT Forum / The Latest Price list of Computer Accessories
« on: November 04, 2012, 03:10:07 PM »
The Latest Price list of Computer Accessories 

http://www.khola-janala.com/portal/k-daily/com_bazar.htm

73
CISCO Network Academy / Re: Networking Tips
« on: November 04, 2012, 02:51:35 PM »
Good Post Via

74
IT Forum / Free .asia domen
« on: November 01, 2012, 01:26:38 PM »
Visit this link and get free (.asia) domen.

http://www.crazydomains.com.au/

75
Internet / Re: How to setup Google Apps for Your Domain
« on: October 13, 2012, 01:29:31 PM »
Mr. Sazirul If you satisfy for using this trail version you can upgrade this and buy Google Apps for your Domain   

Pages: 1 ... 3 4 [5] 6