Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: sanjida.dhaka on May 02, 2019, 05:34:15 PM

Title: মাত্র এক গ্লাসেই উধাও হবে পাকা চুল! তৈরি করবেন যেভাবে
Post by: sanjida.dhaka on May 02, 2019, 05:34:15 PM
(http://abegimon.com/wp-content/uploads/2019/05/Screenshot_75-678x381.jpg)

অল্প বয়সে চুল পেকে যাওয়া খুবই কমন একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে একেকজন মরিয়া হয়ে ওঠেন। কেউ চুলে মেহেদী দিচ্ছেন, কেউ বাজার থেকে কৃত্রিম রং এনে তা চুলে মাখছেন। খাবারের ভেজাল আর পরিবেশ দূষণের কুফলই কম বয়সে চুল পাকার একটি অন্যতম কারণ। একটি মিশ্রণ খেয়েই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কিভাবে তৈরি করবেন সেই ম্যাজিক মিশ্রণ।

যা যা লাগবে:

    ১০০ গ্রাম তিসির তেল
    ২টি মাঝারি মাপের পাতিলেবু
    ২ কোয়া ছোট রসুন
    ৫০০ গ্রাম মধু

যেভাবে তৈরি করবেন: একটি লেবু খোসা ছাড়ানো অার অন্যটি ছোট ছোট টুকরো হবে। এবার রসুন ও লেবু পেস্ট করে নিন। পেস্ট করার সময় কোনভাবেই পানি মেশাবেন না। এখন এই মিশ্রণের সাথে তিসির তেল এবং মধু দিয়ে আবার ভালো করে মেশান। মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। একদিন পরে বের করে ব্যবহার করুন।

রোজ খাওয়ার আধ ঘণ্টা আগে দিনে তিন বার এক চামচ করে খান। এজন্য কাঠের চামচ ব্যবহার করবেন। ২ সপ্তাহের মধ্যেই তফাতটা ধরতে পারবেন। মিশ্রণটি নিয়মিত খেলে পাকা চুল কালো হয়ে উঠবে। শুধু তাই নয়, মিশ্রণটি খেলে দৃষ্টিশক্তি প্রখর হবে, চুল পড়ার সমস্যা দূর হবে এবং নতুন চুল গজাবে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং কুঁচকানো চামড়া টানটান করবে।



Title: Re: মাত্র এক গ্লাসেই উধাও হবে পাকা চুল! তৈরি করবেন যেভাবে
Post by: fatema_diu on May 15, 2019, 03:11:43 PM
Oh my God! really! Will it really work!
Title: Re: মাত্র এক গ্লাসেই উধাও হবে পাকা চুল! তৈরি করবেন যেভাবে
Post by: niamot.ds on May 25, 2019, 01:46:15 PM
সাদা বা পাকা চুল আমার ভালই লাগে। বিশেষ করে মেহেদীর প্রয়োগে চুল সুন্দর হয়ে উঠে।

Title: Re: মাত্র এক গ্লাসেই উধাও হবে পাকা চুল! তৈরি করবেন যেভাবে
Post by: Umme Salma Panna on May 28, 2019, 01:43:31 PM
Very interesting.