Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - wahid

Pages: [1] 2 3
1
সপ্তাহে তিন দিন বা তার বেশি ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমোতে সমস্যা, অল্প সময় ঘুম হওয়া এবং ঘুম থেকে ওঠার পর ক্লান্তি ভাব, সারা দিন খিটখিটে ভাব ইত্যাদি ইনসোমনিয়া বা অনিদ্রার লক্ষণ। মস্তিষ্কের নিউরোহরমোনাল অসামঞ্জস্য অনিদ্রার অন্যতম কারণ।
এমন সমস্যার কারণে কর্মক্ষমতা, বুদ্ধিমত্তা ও মনোযোগ কমতে পারে। শারীরিক ক্ষতিও হতে পারে। যেমন: ওজনাধিক্য, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগের ঝুঁকি বাড়ায়।
কারণ
১.   মানসিক চাপ, দুশ্চিন্তা, বিষণ্নতা, মানসিক আঘাত-পরবর্তী পরিস্থিতি।
২.   ঘুমের পরিবেশের ব্যাঘাত যেমন: অতিরিক্ত শব্দ, আলো, গরম বা ঠান্ডা।
৩.   ঘুমের নিয়মে পরিবর্তন, যা মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণে ব্যাঘাত সৃষ্টি করে।
৪.   সন্ধ্যার পর ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল সেবন।
৫.   ঘুমের আগে টিভি দেখা, ভিডিও গেমস খেলা।
৬.   দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা, যেমন: বাত, ক্যানসার, হূদেরাগ, ফুসফুসের রোগ, গ্যাস্ট্রিক, থাইরয়েডের সমস্যা।
পরামর্শ
১.   প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। ছুটির দিনসহ প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠে পড়ুন।
২.   শোয়ার ঘর কেবল ঘুমের জন্য ব্যবহার করুন। সেখানে যেন অতিরিক্ত শব্দ বা আলো না থাকে।
৩.   ঘুমের আগে হালকা গরম পানির গোসল, বই পড়া, মৃদু গান, উপাসনা বা ইয়োগা সাহায্য করতে পারে। বারবার ঘড়ি দেখবেন না।
৪.   জোর করে ঘুমের চেষ্টা করবেন না। ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে পড়ুন। অন্য ঘরে যান, হালকা কিছু পড়ুন ঘুম না আসা পর্যন্ত।
৫.   দুপুরে ৩০ মিনিটের বেশি বিশ্রাম নেবেন না, তা তিনটার আগেই সেরে নিন।
৬.   ঘুমানোর চার-ছয় ঘণ্টা আগে ভারী কাজ, ব্যায়াম এবং অ্যালকোহল, কফি, ধূমপান এড়িয়ে চলুন।
৭.   ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। এরপর খিদে পেলে এক গ্লাস দুধ খেতে পারেন।
   মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল।

2
নতুন ধরনের একটি ম্যালওয়্যার ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে বলেই ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক করেছে মাইক্রোসফট।
ম্যালওয়্যারটি গুগল ক্রোম এক্সটেনশন ও ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড-অনের আদলে ফেসবুক ব্যবহারকারীদের সব তথ্য হাতিয়ে নিতে সক্ষম। এক খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
মাইক্রোসফটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রথমে এ ম্যালওয়্যারটি শনাক্ত করা হয়েছে ব্রাজিলে। ‘ট্রোজান: জেএস/ফেবিপোস’ ম্যালওয়ারটি ছদ্মবেশে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। ম্যালওয়্যারটি সাধারণ ব্রাউজার এক্সটেনশনের মতো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। একবার ডাউনলোড হয়ে গেলে এটি আক্রান্ত কম্পিউটার থেকে ব্যবহূত ফেসবুক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আক্রান্ত কম্পিউটার থেকে ফেসবুকে লগ ইন করা হলে ম্যালওয়্যারটি কনফিগারেশন ফাইল ডাউনলোড করে এবং ব্রাউজার এক্সটেশনকে বিভিন্ন কাজের নির্দেশনা পাঠাতে পারে। ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অগোচরে বিভিন্ন পেজে লাইক, শেয়ার, পোস্ট, কোনো গ্রুপে যোগ দেওয়া, চ্যাট করার মতো কাজগুলোও করে যেতে সক্ষম।
মাইক্রোসফটের গবেষকেরা নতুন এ ট্রোজানটি সম্পর্কে সতর্ক থাকতে ফেসবুক ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন।


Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-14/news/352134

3
Faculty Sections / Re: Simple Tips for Healthy Eyes
« on: March 14, 2013, 09:32:55 PM »
Very Informative post..............Thanks a lot.........

4
Life Style / তথ্য সত্য
« on: February 23, 2013, 01:46:18 PM »
শজারু পানিতে ভাসতে পারে।
একজন সুস্থ মানুষ গড়ে সাত মিনিটের
মধ্যে ঘুমিয়ে পড়ে।
হাঁসের ডাক কখনো প্রতিধ্বনিত হয় না। কেন? কেউ ব্যাখ্যা করতে পারেননি।
উটপাখির মস্তিষ্কের চেয়ে চোখ বড়।
সবচেয়ে বেশি সময় উড়ে বিশ্ব রেকর্ড করেছিল একটা মুরগি। মুরগিটি উড়েছিল ১৩ সেকেন্ড!
আট বছর সাত মাস ছয় দিন ধরে ক্রমাগত চিৎকার করুন। করলে কী হবে? চিৎকারের ফলে যে পরিমাণ শব্দশক্তি উৎপন্ন হবে, সেই শব্দশক্তি তাপশক্তিতে রূপান্তর করে এক কাপ চা গরম করা যাবে।
নারীদের তুলনায় পুরুষেরা ছোট ছোট অক্ষর ভালোভাবে পড়তে পারেন। আর নারীদের শ্রবণশক্তি পুরুষদের তুলনায় বেশি।

5
Latest Technology / Flexible Smartphone !!!
« on: January 18, 2013, 10:19:01 PM »
নমনীয় বা সহজেই ভাঁজ করা যাবে, এমন স্মার্টফোন তৈরির পথে গবেষকেরা। ৮ থেকে ১১ জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ‘ইয়াম’ নামের এমন একটি নমনীয় স্মার্টফোন প্রদর্শিত হয়। স্মার্টফোনটি তৈরি করেছে স্যামসাং।
টেলিগ্রাফ অনলাইনের এক খবরে বলা হয়েছে, নমনীয় স্মার্টফোন তৈরিতে আরও একধাপ এগিয়ে গেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। সম্প্রতি তরল পদার্থের মতো এক ধরনের ব্যাটারি উদ্ভাবন করেছেন তাঁরা। উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা তরল পদার্থের মতো পলিমার ইলেকট্রোলাইট তৈরি করেছেন, যা ব্যাটারির মতো কাজ করতে পারে।



স্যামসাং, নকিয়ার মতো প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে নমনীয় বা সহজেই ভাঁজ করে রাখা যায়, এমন পণ্য তৈরিতে আগ্রহ দেখিয়েছে। নমনীয় পণ্য তৈরি করতে গেলে ব্যাটারিও নমনীয় হওয়া চাই।
গবেষকেরা জানিয়েছেন, নমনীয় ব্যাটারির উদ্ভাবনে ভবিষ্যতে বড় পর্দার বিভিন্ন পণ্য সহজেই ভাঁজ করে পকেটে রাখা সম্ভব হবে। স্থানান্তরযোগ্য পণ্যের মধ্যে মুঠোফোন, ট্যাবলেট ও ই-রিডার তৈরির সময় পকেটের নির্দিষ্ট মাপ মাথায় রাখতে হয় নির্মাতাদের। তবে নমনীয় ও ভাঁজ করার সুবিধা থাকলে মাপের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হবে না।
গবেষকেরা বর্তমানে ই ইঙ্ক ও ওএলইডি প্রযুক্তির নমনীয় স্ক্রিন বা পর্দা তৈরিতে কাজ করছেন। নমনীয় পর্দার পাশাপাশি নমনীয় ব্যাটারি তৈরি করা সম্ভব হলে সহজেই ভাঁজ করা যায় এমন পণ্য তৈরির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে প্রতিষ্ঠানগুলো।
২০১২ সালের আগস্ট মাসে এ সমস্যা সমাধানে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা অত্যন্ত পাতলা লিথিয়াম আয়নের ব্যাটারি তৈরি করার কথা জানিয়েছিলেন।
এদিকে, নমনীয় ডিসপ্লে তৈরিতে একধাপ অগ্রসর হয়েছে গরিলা গ্লাস নির্মাতা কর্নিং। প্রতিষ্ঠানটি ‘উইলো’ নামে নমনীয় ডিসপ্লে তৈরিতে কাজ করছে বলেই জানা গেছে।



Source : http://www.prothom-alo.com/detail/date/2013-01-18/news/322416

6
মানুষ দাঁতের কত যত্ন করে। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে। দাঁতের ফাঁকে যেন খাদ্যকণা আটকে না থাকে সে জন্য কাঠি বা সুতা দিয়ে দাঁত পরিষ্কার (ফ্লস) করে। তার পরও দাঁতে পোকা ধরে। যন্ত্রণায় কতই না কষ্ট পেতে হয়! অথচ কুকুর সারা দিন বাসি-পচা খাবার খায়। দাঁত ঘষার তো প্রশ্নই নেই। অথচ তাদের দাঁতে সাধারণত পোকা ধরে না। সব সময় ঝকঝকে সাদা। ধারালো দাঁতগুলো সব সময় ব্যবহারোপযোগী। কুকুরের দাঁত এত ভালো থাকে কীভাবে? কে তার দাঁত পরিষ্কার করে দেয়? কেউ না, নিজেই! আমরা দেখেছি, কুকুর মাঝেমধ্যে নিজের শরীর কামড়ায়। তাদের গায়ে একধরনের মাছি বসে, লেজ দিয়ে যতটুকু পারা যায়, তারা সেই মাছি তাড়ায়। তাতেও কাজ না হলে অতিষ্ঠ হয়ে কামড়ায়। এটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাছি না বসলেও তারা লেজের কাছাকাছি মুখ নিয়ে কামড়ায়। এই অভ্যাস তার দাঁত ভালো রাখতে সাহায্য করে। কুকুরের দেহের একটি গ্রন্থি থেকে একধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা গুণের দিক দিয়ে ফ্লোরাইডের সমতুল্য। ফ্লোরাইড দাঁতের জন্য ভালো। আমাদের টুথপেস্টে সে জন্যই ফ্লোরাইড মেশানো হয়। কুকুরের এই নির্দিষ্ট গ্রন্থি তার লেজের ঠিক নিচের দিকে থাকে। লেজের আশপাশে কামড়ানোর সময় ফ্লোরাইড তার দাঁতে লাগে। ফলে কুকুরের দাঁতে সহজে পোকা ধরে না

7
Jokes / JUST LOUGH !
« on: January 13, 2013, 01:25:53 PM »
চোর: জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।
চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?

মহিলা সেক্রেটারি তাঁর বসকে ‘স্যার, আপনার স্ত্রী সব সময় আমাকে সন্দেহের দৃষ্টিতে কেন দেখে?’
বস: কারণ, তোমার আগে সে আমার সেক্রেটারি ছিল।

স্বামী: মেহমানকে খাবার দিলে, কিন্তু চামচ দিলে না কেন?
স্ত্রী: ভয় লেগেছিল।
স্বামী: কিসের ভয়?
স্ত্রী: না মানে, চামচগুলো আমি ওদের বাসা থেকেই এনেছিলাম। দিলে যদি টের পেয়ে যায়।

8
Health Tips / Proper Sleep !
« on: January 01, 2013, 04:32:52 PM »
Sleep is a part and parcel in our life. Our good health depends on proper sleep. But due to our tough schedule of everyday's doing, sometime we are not able to sleep properly. That is why the shortage of proper sleeping badly affect to our health. So the importance of proper sleeping is beggar description.Sleep is essential for a person’s health and well-being, according to the National Sleep Foundation (NSF). Yet millions of people do not get enough sleep and many suffer from lack of sleep
 
A recent survey found that more people are sleeping less than six hours a night, and sleep difficulties visit 75% of us at least a few nights per week.
The amount of sleep you need depends on various factors — especially your age. Consider these general guidelines for different age groups:

            Age group                                                                         Recommended amount of sleep
              Infants                                                                                            14 to 15 hours
              Toddlers                                                                                            12 to 14 hours
       School-age children                                                                                    10 to 11 hours
                Adults                                                                                              7 to 9 hours

9
Common Forum/Request/Suggestions / Request !
« on: January 01, 2013, 04:21:19 PM »
Sleep is a part and parcel in our life. Our good health depends on proper sleep. But due to our tough schedule of everyday's doing, sometime we are not able to sleep properly. That is why the shortage of proper sleeping badly affect to our health. So the importance of proper sleeping is beggar description.
 
According to my own view, It will be better if  the subtopic "Proper Sleep" is added with the topic of "Health Tips". Therefore, I am requesting to the forum authority to add this topic. I think it will be helpful for all.

10
Grammar / 3 Important Prepositions !
« on: September 23, 2012, 11:02:15 PM »
                                             
                                                  Parts of the day                                in the morning

                                                    Month                                             in September
          In                   
                                                   Seasons                                            in Winter
                                             
                                                   Years                                                in 2012


                                                 
                                               
                                                  Days of the weak                            on Sunday

        On                                              Dates                                      on 16th September

                                                  Specific days                                   on my birth day





                                               clock time                                             at 2pm
                                                                                                           at 4 o'clock
         At                                           

                                               night                                                    at night

                                             holidays                                                  at Christmas

11
আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তা হলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে জি-মেইলে লগ-ইন করে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল ঠিকানার পাশের অ্যারোতে ক্লিক করে অ্যাকাউন্ট-এ ক্লিক করুন বা সরাসরি www.google.com/settings/account?hl=en ঠিকানায় যান। এখন বাঁ পাশ থেকে সিকিউরিটি-তে ক্লিক করুন।
এখন টু-সেটআপ ভেরিফিকেশন স্ট্যাটাস: অফ-এর পাশে এডিট-এ ক্লিক করুন। নতুন করে আবার লগ-ইন করার পেজ এলে লগ-ইন করুন। তারপর স্টার্ট সেটআপ বাটনে ক্লিক করুন। এখন ফোন নম্বর বক্সে আপনার মোবাইল ফোন নম্বর লিখে সেন্ড কোড বাটনে ক্লিক করুন। আপনার মুঠোফোনে একটি কোড নম্বর আসবে। এটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করুন। এখন নেক্সট-এ ক্লিক করুন। তারপর কনফার্ম-এ ক্লিক করুন।
এখন থেকে প্রত্যেকবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে চাইলে আপনার মুঠোফোনে একটি কোড নাম্বার আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে ভেরিফাই-এ ক্লিক করলেই আপনার জি-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। আপনার ফোন নম্বর যদি হারিয়ে ফেলেন, তা হলে যেকোনো সময় আপনার কম্পিউটার থেকে জিমেইলে লগ-ইন করে ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন বা এই সুবিধা বাদ দিতে পারবেন। এই সুবিধা চালু করার সুবিধা হলো, আপনার জিমেইল সব সময় নিরাপদ থাকবে, কখনো হ্যাক হবে না।

12

ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা চোখেপড়ে। যেমন 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls, 500 Internal Server Error ইত্যাদি। অনেকেই জানেন না এসব বার্তার প্রকৃত অর্থ। এ রকমই কিছু সাংকেতিক বার্তার অর্থ জেনে নিন:
502 Bad Gateway: এটি দিয়ে বোঝানো হয়, ওই ওয়েবসাইট যে সার্ভারে রাখা আছে তা প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল। ডাউনস্ট্রিমে ত্রুটিপূর্ণ সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large: ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ রিকোয়েস্ট সার্ভারে পাঠানো হয়েছে।
204 No Content: ওই সার্ভারে কোনো উপাদান (কন্টেন্ট) পাওয়া যায়নি।
203 Non-Authoritative Information (since HTTP/1.1) : সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোনো সূত্র থেকে আসছে ।
403 Forbidden: সার্ভার অনুরোধ গ্রহণ করেনি।
400 Bad Request: অনুরোধ কার্য যথাযথ প্রক্রিয়ায় হয়নি।
404 Not Found: বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে।
410 Gone: বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবে না।
408 RequestTimeout: সার্ভারে অনুরোধের সময় অতিক্রম করলে এই বার্তা আসবে।

13
জমি পরিমাপের কাজে ব্যবহারের জন্য ডিজিটাল পরিমাপক যন্ত্র তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মো. আল-হেলাল। তিনি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ডিজিটাল জমি পরিমাপক যন্ত্র সম্পর্কে তিনি জানান, ‘জমি বা যেকোনো কিছু মাপতে সাধারণভাবে আমরা ফিতা বা স্কেল ব্যবহার করি। এতে সময়ের যেমন অপচয় হয় তেমনই প্রায়ই নির্ভুল পরিমাপও সম্ভব হয় না। কিন্তু ডিজিটাল পরিমাপক যন্ত্রের সাহায্যে যেসব জায়গায় ফিতা বা চেন নিয়ে মাপা সম্ভব নয় যেমন নদীর ভেতরে, কোনো সেতুর উচ্চতা বা কোনো উঁচু ভবনের কোনো অংশের দৈর্ঘ্য ইত্যাদি এ যন্ত্রের সাহায্যে দূর থেকেই মাত্র কয়েকটি বোতামে চাপ দিয়ে নির্ভুলভাবে তা নির্ণয় করা যাবে। এ জন্য নিজের অবস্থান পরিবর্তন করে বস্তুর কাছে যাওয়ারও দরকার নেই। আর এ যন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দূরত্বটি প্রদর্শিত হবে ডিজিটাল মনিটরে। তাই অত্যন্ত সূক্ষ্ম এমনকি দশমিক-এর পরে প্রায় চার-পাঁচ ঘর পর্যন্ত মান নেওয়া যাবে, যা ফিতা দিয়ে মেপে বের করা প্রায় অসম্ভব।’
দেশীয় প্রযুক্তিতে তৈরি এ যন্ত্রে ব্যবহার করা হয়েছে মাইক্রোপ্রসেসর। আর সি প্রোগামিং ভাষায় লেখা হয়েছে এর প্রোগ্রাম। মাত্র দুই-তিন হাজার টাকার মধ্যেই এ যন্ত্র তৈরি করা সম্ভব বলে তিনি জানান।
হেলালের বন্ধু তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মারছুস জানান, পুরকৌশল বিভাগের ছাত্র হওয়া সত্ত্বেও তাঁর এই প্রকল্পের জন্য কম্পিউটার ও ইলেকট্রনিক সার্কিটের ওপর দক্ষতা অর্জন করতে হয়েছে। এ জন্য তাঁর লেগে গেছে কয়েকটি বছর। তার পরও তিনি হাল ছাড়েননি। শিক্ষক ও বন্ধুদের উৎসাহে তিনি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেন।
আল-হেলালের শিক্ষক কামরুজ্জা-মান জানান, ‘ডিজিটাল যুগে পরিমাপে ফিতা বা স্কেল থেকে বেরিয়ে আসার জন্যই হেলালের এ প্রচেষ্টা, যা তিনি বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন।’ শিক্ষকদের উদ্যোগে তাঁর এ প্রকল্পটিকে নিয়ে সম্প্রতি ক্যাম্পাসে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরীসহ পুরোকৌশল বিভাগের শিক্ষকেরা উপস্থিত থেকে সন্তোষ প্রকাশ করেন।
পুরকৌশল বিভাগের শিক্ষক ইকবাল মতিন এ যন্ত্র সম্পর্কে বলেন, ‘এটি আসলেই একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে এ যন্ত্র দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে—যা দেশের জরিপের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।

14
চলতি বছরের ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে। অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এমন সতর্ক বার্তা জারি করেছে।
সতর্ক বার্তায় গুগল জানিয়েছে, জুলাইয়ের ৯ তারিখে বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এ বিষয়ে প্রচারণা চালাতে গুগলের হোমপেজে বিশেষ বার্তা টানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বিবিসি এক খবরে জানিয়েছিল, পিসি ও ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া `ডিএনএস চেঞ্জার ম্যালওয়ার' নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে হাজার হাজার মানুষ।
এদিকে কম্পিউটার নিরাপত্তা বিশে্লষকেরা জানিয়েছেন, `ডিএনএস চেঞ্জার' নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবে।
ইন্টারনেট বিপর্যয়ের এ বিষয়টি নিয়ে সতর্ক করতে কাজ করছে সার্চ সেবাদাতা গুগল।
এক খবরে ফক্স নিউজ জানিয়েছে, বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণার পরিকল্পনা করেছে গুগল। ক্ষতিগ্রস্ত কম্পিউটারগুলোর জন্য গুগলের সার্চ হোমপেজে একটি বড় আকারের বার্তা দেখাবে গুগল।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের তাদের গ্রপ্তোর করেছিল। পাশাপাশি তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। যদিও এই ৯ জুলাই এফবিআই এই সেবাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এফবিআইয়ের ব্যাকআপ সার্ভারের মাধ্যমে ডিএনএস রাউটিং(এক ধরনের ডোমেইন নেম সিস্টেম কাঠামো) এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই কার্যক্রমটি বন্ধ করতে চেয়েছিল এফবিআই। কিন্তু বিষয়টি নিয়ে এখনো অনেকে সচেতন না থাকায় জুলাই মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এত দিন ধরেই সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।
ব্যবহারকারীরা তঁাদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য http://www.dns-ok.us/ ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারবেন। যদি সবুজ সংকেত দেখায় তবে ম্যালওয়ার মুক্ত আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বঁেধেছে।
এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তঁারা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
যদি কোন কম্পিউটারে ট্রোজান খঁুজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- http://www.dcwg.org/fix/এই লিংকে
নিরাপত্তা বিশে্লষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

15
চলতি বছরের ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে। অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এমন সতর্ক বার্তা জারি করেছে।
সতর্ক বার্তায় গুগল জানিয়েছে, জুলাইয়ের ৯ তারিখে বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এ বিষয়ে প্রচারণা চালাতে গুগলের হোমপেজে বিশেষ বার্তা টানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বিবিসি এক খবরে জানিয়েছিল, পিসি ও ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া `ডিএনএস চেঞ্জার ম্যালওয়ার' নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে হাজার হাজার মানুষ।
এদিকে কম্পিউটার নিরাপত্তা বিশে্লষকেরা জানিয়েছেন, `ডিএনএস চেঞ্জার' নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবে।
ইন্টারনেট বিপর্যয়ের এ বিষয়টি নিয়ে সতর্ক করতে কাজ করছে সার্চ সেবাদাতা গুগল।
এক খবরে ফক্স নিউজ জানিয়েছে, বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণার পরিকল্পনা করেছে গুগল। ক্ষতিগ্রস্ত কম্পিউটারগুলোর জন্য গুগলের সার্চ হোমপেজে একটি বড় আকারের বার্তা দেখাবে গুগল।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের তাদের গ্রপ্তোর করেছিল। পাশাপাশি তাদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও এখনও বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। যদিও এই ৯ জুলাই এফবিআই এই সেবাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এফবিআইয়ের ব্যাকআপ সার্ভারের মাধ্যমে ডিএনএস রাউটিং(এক ধরনের ডোমেইন নেম সিস্টেম কাঠামো) এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চললেও জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই কার্যক্রমটি বন্ধ করতে চেয়েছিল এফবিআই। কিন্তু বিষয়টি নিয়ে এখনো অনেকে সচেতন না থাকায় জুলাই মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। মাত্র চার মাসের জন্য এফবিআই ডিএনএস সার্ভারগুলো চালু করা হলেও আদালতের নির্দেশে সেগুলো এত দিন ধরেই সক্রিয় আছে। তবে এবার জুলাইয়ের ৯ তারিখেই এগুলো বন্ধের তারিখ নিশ্চিত করা হয়েছে।
ব্যবহারকারীরা তঁাদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য http://www.dns-ok.us/ ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারবেন। যদি সবুজ সংকেত দেখায় তবে ম্যালওয়ার মুক্ত আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বঁেধেছে।
এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তঁারা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
যদি কোন কম্পিউটারে ট্রোজান খঁুজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- http://www.dcwg.org/fix/এই লিংকে
নিরাপত্তা বিশে্লষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

Pages: [1] 2 3