Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Topic started by: mustafiz on November 25, 2014, 03:57:36 PM

Title: পেঁপে ফুলের সালাদ ডায়াবেটিসে উপকারী
Post by: mustafiz on November 25, 2014, 03:57:36 PM
পেঁপে ফুলের সালাদ ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী। গাছ থেকে সদ্য ফোটা পেঁপে গাছের ফুল তুলে ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে।


(http://prohornews.com/source/upload/20141105051555.jpg)

অন্য একটি কড়াইয়ে ঘি অথবা তেলে এই ফুলগুলো লবণ দিয়ে হালকাভাবে ভেজিয়ে নিলেই হলো।

খেতে বেশ সুস্বাদু এই সালাদ ডায়াবেটিস রোগীদের প্রাকৃতিকভাবে সুগার নিয়ন্ত্রণ করে।

চা পানের সময় নাশতার সাথেও এ সালাদ খাওয়া যায়।

নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হওয়ার পাশাপাশি লিভার ও ফুসফুসের প্রদাহ দূর করে।

এ ক্ষেত্রে পেঁপে ফুলের স্থলে পেঁপের পাতাও ব্যবহার করা যায়। পেঁপের পাতা খেতে একটু তিতা লাগবে।


Sourcet: http://prohornews.com/details.php?iddpuf
Title: Re: পেঁপে ফুলের সালাদ ডায়াবেটিসে উপকারী
Post by: ayasha.hamid12 on December 02, 2014, 06:24:14 PM
It's a good post. But where will we get Papaya flower?