Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Genetic & Biotechnology => Topic started by: nmoon on February 22, 2013, 01:19:41 PM

Title: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: nmoon on February 22, 2013, 01:19:41 PM


বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন ইন্টারনেট উদ্যোক্তা রোগ নিয়ে গবেষণা করা ১১ গবেষককে ব্রেকথ্রু পুরস্কারে মনোনীত করেছে। এদের প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ৩০ লাখ ডলার করে পাবেন।

অর্থের দিক দিয়ে এই পুরস্কারটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিজ্ঞান পুরস্কার।

চলতি বছর মনোনীতদের মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। বাকি দুইজনের একজন নেদারল্যান্ডের ও অপরজন জাপানের নাগরিক।

গবেষকদের বেশ কয়েকজন সেল জেনেটিক নিয়ে কাজ করছেন। তারা গবেষণা করছেন, এটি কীভাবে রোগের সঙ্গে সম্পৃক্ত তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

ফেইসবুকের প্রতিষ্ঠাতা, গুগল, অ্যাপল এবং অন্য আরও বেশ কয়েকটি ইন্টারনেট উদ্যোক্তা প্রতিষ্ঠান যৌথভাবে এই পুরস্কারের জন্য অর্থ বরাদ্দ করছে।

জুকারবার্গ তার স্ত্রী প্রিসিলা চেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রেইন এবং রাশিয়ার উরি মিলনার এই পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন।

মিলনার এবং অ্যাপলের বর্তমান চেয়ারম্যান আর্থার লিভিনসন এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নির্বাচন করেন।
তরুণদের বিজ্ঞানের প্রতি আরো মনোনিবেশ করার প্রতি উৎসাহিত করতেই এই পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

২০১৪ সাল থেকে ৫জন বিজ্ঞানীকে এই ব্রেকথ্রু পুরস্কার দেওয়া হবে। তাতে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না। এবং আগেরবার বিজয়ীও পরবর্তী পর্যায়ে আবারও পুরস্কারের জন্য মনোনীত হতে পারবেন।

২০১৩ সালে ১১ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তারা হলেন, কর্নেইলা বার্গম্যান, ডেভিড বোটস্টেইন, লুইস কনটেলি, হান্স ক্লেভারস, নেপলিয়ন ফেরারা, টিটিয়া দ্য ল্যাঞ্জ, এরিক ল্যান্ডার, চার্লস সইয়ারস, বার্ট ভগেলস্টিন, রবার্ট ওয়েনবার্গ, শিনিয়া ইয়ামানাকা। এরা প্রত্যেকেই চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষনা করছেন।
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: Khandoker Samaher Salem on July 29, 2013, 12:17:50 PM
Lucrative indeed.
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: nawshin farzana on September 05, 2013, 12:18:33 AM
nice post
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: naser.te on August 12, 2016, 01:52:44 AM
Nice post.
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: smriti.te on September 01, 2016, 01:32:40 AM
Good post
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: 710001983 on July 07, 2018, 09:59:29 AM
Talented must be rewarded.
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: Raisa on September 11, 2018, 10:24:39 AM
 :)
Title: Re: বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারের জ÷
Post by: drrana on September 16, 2018, 05:52:47 PM
 :)