Daffodil International University

Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: nafees_research on May 25, 2018, 03:23:32 PM

Title: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: nafees_research on May 25, 2018, 03:23:32 PM
পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা


পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা।

মঙ্গলবার মধ্যরাতে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে মহাকাশে পাঠানো হয় ‘গ্রেইস-ফো’ নামের স্যাটেলাইট দু’টি।

নাসা’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, স্যাটেলাইট দু’টি এখন ৩০৫ মাইল উচ্চতায় রয়েছে এবং ঘন্টায় ১৬৮০০ মাইল বেগে আবর্তন করছে। এই বেগে প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে স্যাটেলাইটগুলো-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

স্যাটেলাইট দু’টির উৎক্ষেপণে অংশ নেওয়া টমাস জারবুচেন বলেন, “আমাদের জটিল গ্রহটি কিভাবে কাজ করে সে বিষয়ে অনন্য তথ্য দেবে গ্রেইস-ফো।”

“গুরুত্বপূর্ণ, কারণ এই মিশনের মাধ্যমে পৃথিবীর পানিচক্রের অনেকগুলো মূল দিক পর্যালোচনা করা হবে, মানুষের জীবনযাপন উন্নত করতে বিশ্বজুড়ে গ্রেইস-ফো ডেটা ব্যবহার করা হবে। খরার প্রভাব ধারণা করা থেকে শুরু করে ভূগর্ভের জলস্তর কীভাবে ব্যবস্থাপনা করা হবে তা জানতে গুরুত্বপূর্ণ তথ্য দেবে এটি।”

পাঁচ বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে গ্রেইস-ফো। ভরের পরিবর্তনের কারণে কীভাবে পৃথিবীর মহাকর্ষীয় টান পরিবর্তন হয় তা পরিমাপ করার মাধ্যমে আমাদের গ্রহে ভরের স্থানান্তর পর্যালোচনা করবে এটি।

এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে পাওয়া তথ্য দিয়ে জলবায়ু ব্যবস্থায় পরিবর্তন পরিমাপ করার আশা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।

Source: https://bangla.bdnews24.com/tech/article1497952.bdnews
Title: Re: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: zahid.eng on October 06, 2018, 01:59:05 PM
very informative
Title: Re: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: Raisa on March 03, 2019, 10:10:04 AM
 :) :)
Title: Re: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: azizur on March 16, 2019, 02:31:49 PM
Informative
Title: Re: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: tasnim.eee on June 19, 2019, 04:42:37 PM
Nice Post
Title: Re: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: drrana on February 20, 2020, 08:09:03 PM
thanks
Title: Re: পৃথিবীতে পানির পরিমাণ হিসাব করতে কক্ষপথে নতুন দুইটি স্যাটেলাইট পাঠিয়েছে নাসা
Post by: kamrulislam.te on March 11, 2020, 07:37:34 AM
Wow great🙂