Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: 710001658 on July 23, 2018, 11:06:18 AM

Title: যেভাবে স্ট্রোকের ঝুঁকি কমাবেন
Post by: 710001658 on July 23, 2018, 11:06:18 AM
(http://www.somoynews.tv/img/upload/medium/fgyu-121503.jpg)

স্ট্রোকের ঝুঁকি হ্রাসে ওষুধের চেয়ে বেশি প্রয়োজন নিয়মতান্ত্রিক জীবন যাপন। অনেকই স্ট্রোকের বিষয়ে সচেতন থাকেন না কিংবা গুরুত্ব দেন না। এই অবহেলায় মৃত্যুর প্রধান কারণ হতে পারে।
 

জেনে নেওয়া যাক, কিভাবে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করবেন:

১। হাঁটাহাঁটি করুন। লক্ষ্য রাখুন, দিনে আধ ঘণ্টা যেন হাঁটার জন্য থাকে। আর তা অবশ্যই ঘাম ঝরানো হাঁটা। ধীর পায়ে নয়।

২। যাদের বয়স পঞ্চাশোর্ধ্ব, ভারী শরীর, তাদের জন্য ১৪০–৯০ প্রেশার স্বাভাবিক। এর থেকে খুব বেশি হেরফের হলে চিকিৎসকের পরামর্শ নিন। এ ছাড়া ডায়াবেটিস, রক্তচাপ, ওবেসিটির সমস্যা থাকলে নিয়ম মেনে ওষুধ খান।

৩। অ্যালকোহল বা ধূমপান একেবারেই চলবে না। মনে রাখবেন, কম পরিমাণে মদ বা সিগারেটও  শরীরে ক্ষতি করে। সুতরাং, দূরে থাকুন সে সবের।


৪। পানি খান মেপে। খুব বেশি পানি যেমন ক্ষতিকারক, তেমন খুব কম পানিও কাজের কথা নয়। শারীরিক গঠন ও রোগের উপর নির্ভর করবে কতটা পানি খাবেন। হিসাব বুঝতে না পারলে চিকিৎসককে জিজ্ঞেস করুন।

৫।  ওজন প্রধান সমস্যা। স্ট্রোক ঠেকাতে ওজন, বিশেষত ভুঁড়ি নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। অনেকে ছিপছিপে চেহারার হলেও একটা বয়সের পরেই তাদের ভুঁড়ি এসে যায়। সে দিকে সতর্ক থাকতে হবে। জিম, শারীরিক কসরত এবং সুষম আহারের উপর জোর দিন আজ থেকেই। তেল-মশলাদার খাবার এড়ান।
Title: Re: যেভাবে স্ট্রোকের ঝুঁকি কমাবেন
Post by: Abdus Sattar on July 23, 2018, 12:34:28 PM
Informative post