Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on June 06, 2018, 04:54:18 AM

Title: Secret of 80s Generation.
Post by: Reza. on June 06, 2018, 04:54:18 AM
আশির দশকে আমাদের শৈশব কেটেছে। মোবাইল তো দূরের কথা। ল্যান্ড ফোনও তখন দুর্লভ ছিল। আমরা দেখেছি মানুষকে চিঠি লিখে পাঠিয়ে তার উত্তরের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে। কম্পিউটারও ছিল না। তাই ইন্টারনেট বা ওয়াইফাইও ছিল না। এখন যেমন মানুষ মোবাইলের টাকা কাটা নিয়ে মাথা ঘামায় আমাদের সময় কারেন্ট বা ইলেক্ট্রিসিটির ব্যয় নিয়ে সেই রকম মাথা ঘামাতে দেখেছি। গ্রামের বাড়ী থেকে টেলিগ্রামও আসতে দেখেছি। জামা কাপড় রিপু করা কাকে বলে তা আমরা জানি। আমাদের সময় আমরা মাঠে এতো বেশী খেলা ধূলা করতাম যে বাসার বাইরে খেলতে না দিয়েই শাস্তি দেয়া হত। বৃষ্টি আসলে বাড়ীর ভিতরে থাকার চেয়ে আমরা মাঠে ফুটবল খেলতেই বেশী পছন্দ করতাম। আমরা দেখেছি বাচ্চাদের বার্লি খেতে দেয়া হয়। অসুস্থ রোগীকে সাগু খেতে দেয়া হয়। যে বাসায় টিভি থাকতো সন্ধ্যায় সেই বাসার বারান্দায় মানুষ ভীর করতো। এখন যেমন টিভির শো রুমের গ্লাসের বাইরে থেকে খেলা দেখে তার সাথে এর কিছুটা মিল আছে। এনিমেশন তখনও আসে নাই। বা স্পেশাল এফেক্টস তৈরির কাহিনী অনেক পরের কথা। অভিনেতা অভিনেত্রীদের অনেক দক্ষ ও ধৈর্যশীল হতে হত। আমরা কি দেখি নাই? এনালগ, ডিজিটাল এমনকি এদের মধ্যবর্তী ইন্টারমিডিয়েট জিনিস গুলোও আমরা দেখেছি - ব্যাবহারও করেছি। আমরা জানি সাইক্লস্টাইল কি। ক্যামেরার সব গুলো জেনারেশনও আমাদের অভিজ্ঞতায় আছে। আমাদের হাতে এখনও হাত ঘড়ি শোভা পায়। ইউটিউব থেকে অনেক খুঁজে পেলাম আমাদের সেই আশির দশকের কিছু মুভি। একটি মুভির লিঙ্ক দিলাম। এইটা যদি ধৈর্য নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের মত বয়সীদের ধৈর্য এতো বেশী কেন? বা আমরা এতো খুঁতখুঁতে কেন? অথবা আমাদের সময়কার গাওয়া গান গুলো কালজয়ী কেন?



(আমার ফেসবুক পোস্ট থেকে নেয়া।)
Title: Re: Secret of 80s Generation.
Post by: Reza. on June 07, 2018, 09:10:53 PM
কম্পিউটারের হার্ড ডিস্কের নামকরণ কেন 'সি' থেকে শুরু হয়। 'এ' বা 'বি' দিয়ে নয় কেন তা এই জেনারেশন বলতে পারবে না। আমরাই তা জানি। কিংবা ই মেইলে সি সি বলতে কি বুঝায় তা আমরা জানি। কেননা আমরা কার্বন পেপার শুধু দেখি নাই। এর ব্যাবহারও করেছি।