Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - subrata.ns

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 16
62
Thank you for sharing

64
Common Forum/Request/Suggestions / Re: about prawn
« on: March 13, 2017, 01:06:03 PM »
Thank you for sharing

70
Science and Information / Re: biggest blackhole
« on: March 13, 2017, 01:03:29 PM »
Thank you Sir for sharing

71
Science and Information / Re: Yahoo delays sale of core business
« on: March 13, 2017, 01:02:57 PM »
Nice post

73
আবিষ্কারকঃ জেমস রাইট
আবিষ্কারের সালঃ ১৯৪৩
মূলত যা ঘটেছিলঃ যুদ্ধের সময়গুলোতে প্রকৌশলী রাইট সিলিকন তেল ও বোরিক এসিডের মিশ্রণের মাধ্যমে এক ধরণের রাবার তৈরি করার চেষ্টা করেন যেটি বিভিন্ন দ্রব্যের আঠা হিসেবে ব্যবহৃত হবে। যেমন জুতা, ভেঙ্গে যাওয়া অংশ জোড়া লাগানোর জন্য আঠা।
এর ফলে যা আবিষ্কৃত হয়ঃ এটা আদতে কাজ করে নি।কিন্তু বিজ্ঞানীরা রাইটের করা এই ভুলটিকে একটি যুগান্তকারী আবিষ্কারে পরিণত করেন, যখন কমিক তৈরি করার কাগজে এটি ব্যবহৃত করা হয়।
এর ফলে যা হয়ঃ আজকালকার বাচ্চারা এক ধরণের আঠা আঠা দ্রব্য দিয়ে খেলাধূলা করে।এর সাহায্যে তারা নানা ধরণের পুতুল ও খেলার তৈজস তৈরি করে।এটিই হচ্ছে সিলি পিউটি আবিষ্কারের গল্প।

74
আবিষ্কারকের নামঃ থমাস অ্যাডামস
আবিষ্কারের সালঃ ১৮৭০
যা ঘটেছিলঃ থমাস দক্ষিণ আমেরিকার একটি গাছের কষ “চিকল” নিয়ে গবেষণা শুরু করেন।তিনি চেয়েছিলেন এটিকে রাবারের বিকল্প হিসেবে ব্যবহার করবার জন্য। কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। রাগে ক্ষোভে তিনি এটিকে মুখে পুরে চিবুতে শুরু করেন।
বিশাল ঘটনাঃ তিনি এর স্বাদ পছন্দ করেন!
এর ফলেঃ অ্যাডামস নিউ ইয়র্ক নাম্বার ১ নামক প্রতিষ্ঠানটি হয় বিশ্বের সর্বপ্রথম গণমানুষের জন্য চিউয়িং গাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

75
আবিষ্কারকের নামঃ পার্সি স্পেনসার
আবিষ্কৃত হয়েছেঃ ১৯৪৬ সাল
মূলত যা ঘটেছিলঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্ব শেষ হবার সাথে এই রেথন প্রকৌশলী ম্যাগনেট্রনের খোঁজ করছিলেন।রাডার ব্যবস্থার জন্য এই ম্যাগনেট্রন ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গঢেউ(মাইক্রোওয়েভ) তৈরি করতে পারত। যখন স্পেন্সার একদিন তার তৈরি যন্ত্রটির সামনে দাঁড়িয়ে ছিলেন, তার পকেটে থাকা চকোলেট বারটি গলে যায়।
বিশাল ঘটনাঃ এই ম্যাগনেট্রন পপ কর্ণের ক্ষেত্রেও খুব কার্যকর হয়।
এর ফলে যা ঘটলঃ অরভিল রেডেনবেকার বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে যান।

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 16