Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on May 28, 2012, 01:15:02 PM

Title: থ্রিজি প্রথমে শুধু ঢাকায়
Post by: arefin on May 28, 2012, 01:15:02 PM
প্রাথমিকভাবে রাজধানীর তিন লাখের বেশি গ্রাহক তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল ফোন সেবা পাবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত মোবাইল পরিচালক টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান। শুরুতে বিভাগীয় শহরগুলোতে থ্রি-জি সেবা চালুর কথা থাকলেও প্রাথমিকভাবে শুধু রাজধানীতেই এ সেবা উন্মুক্ত করা হবে। তবে অক্টোবরের মধ্যেই বিভাগীয় ও বড় শহরগুলোতে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকার পরপরই চট্টগ্রামে এ সেবা চালু করা হবে। মুজিবর রহমান “রাজধানীতে এই সেবা দিতে প্রযুক্তিগত সকল প্রস্তুতিমূলক কাজ চলছে। এ কাজ শেষ হওয়া মাত্র আগামী জুলাই মাসে থ্রিজি সিম গ্রাহকদের দেয়া হবে।” শুরুতে রাজধানীর তিন থেকে পাঁচ লাখ গ্রাহককে থ্রিজি সিম দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। এই লক্ষে টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। মুজিবর রহমান বলেন, “শুধু থ্রি-জির জন্য সারা দেশে ৭০০টি বিশেষ বিটিএস স্থাপন করা হবে। ইতোমধ্যে রাজধানীর বিটিএসগুলো বসানো হয়েছে। এখন সুইচিং এর কাজ চলছে।”

বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৩ লাখ জানিয়ে মুজিবর রহমান আগামী জুলাই মাসের পর এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করছেন।
(http://static.priyo.com/files/image/2011/11/26/20110528-teletalk-300.jpg)
Title: Re: থ্রিজি প্রথমে শুধু ঢাকায়
Post by: nar on June 11, 2012, 02:44:01 PM
It's really a good news.
Title: Re: থ্রিজি প্রথমে শুধু ঢাকায়
Post by: mhasan on June 18, 2012, 07:54:38 PM
Thanks for your good post.