Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - tanzina_diu

Pages: [1] 2
1
Basic Maths / Co-Ordinate Geometry
« on: March 31, 2016, 11:45:47 AM »
Some Important Definition of Geometry

Difference between a rectangle and a square:
1.  Only opposite sides of a rectangle are equal unlike square which has all sides equal.

Difference between a rectangle and a rhombus:

1.  Each angle of rectangle is 90 degrees unlike rhombus where angles are not equal to 90 degrees.

Difference between a Parallelogram and a rhombus:
If all sides of parallelogram are equal but angles are not equal to 90 degrees, then this parallelogram is called a rhombus.

Difference between a Rhombus and a square (Rhombus and square have all sides equal) : 

1.  Each angle of square has to be 90 degrees unlike rhombus.

Difference between a rectangle & a Rhombus:
1. Each angle of rectangle has to be 90 degrees unlike rhombus.

2. Unlike rhombus only opposite sides of rectangle are equal.

A square is a parallelogram with right angles and equal sides. A square is a particular case of a rectangle and a rhombus simultaneously. So, it shows both the properties of rhombus and rectangle simultaneously.

Square can be differentiated from a rectangle and rhombus due to following properties.
1. Unlike rectangle square needs to have all its sides equal.

2. Unlike rhombus square needs to have all angles equal to 90 degree.

Difference between the circumcenter and a centroid of a triangle.
The circumcenter is a point that is equidistant from all three vertices so that a circle can be drawn that passes through three vertices. The circle circumscribes the triangle and the triangle is inscribed in the circle.

The centroid is the center of gravity of the triangle. It is the point where the three altitudes of the triangle intersect. If it is an acute triangle, the intersection will take place inside the triangle. If you cut a triangle from a piece of cardboard, the triangle would balance perfectly on the head of a pin place at the centroid.

2
Basic Maths / Theory of sets
« on: March 31, 2016, 11:43:37 AM »
Once upon a time there was a gorilla. Then there came another gorilla. In a few days there were a lot of gorillas. They made a community. We can say that this community is one set that consists of its members. Gorillas are elements of the set. One intelligent man is not an element of such a set. Look at our Solar system. It consists of the Sun and planets around it. Our Solar system is a set that consists of its members. Earth is one of them.
A set is a collection of objects.
A set is definite if all its members are known. There are a lot of sets: a set of letters, a set of numbers....
letters = {a, b, c, ...x, y z}
numbers = {0, 1, 2, 3, ...}
Three points ... have the same meaning as etc. We use the symbol = and brackets {,} to denote the fact that specific elements belong to a set.

3
Business Administration / Principles of Total Quality Management
« on: March 27, 2016, 05:58:39 PM »
Total quality management represents a set of management principles that focus on quality improvement as the driving force in all functional areas and at all levels in a company. These principles are;

1.   The customer defines quality, and customer satisfaction is the top priority.
2.   Top management must provide the leadership for quality.
3.   Quality is a strategic issue and requires a strategic plan.
4.   Quality is the responsibility of all employees at all levels of the organization.
5.   All functions of the company must focus on continuous equally improvement to achieve strategic goals.
6.   Quality problems are solved through cooperation among employees and management.
7.   Problem solving and continuous quality improvement use statistical quality control methods.
8.   Training and education of all employees are basis for continuous quality improvement.

4
ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত মোগল শাসনের ধারাবাহিকতায় যে স্থাপত্যরীতি প্রচলিত রয়েছে তারই উদাহরণ ‘সাত গম্বুজ মসজিদ’টি। ধারণা করা যায়, ১৬৮০ খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খাঁ মসজিদটি নির্মাণ করেন। অন্য এক তথ্যে জানা যায়, নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠপুত্র বুজুর্গ উদ্দিন (উমিদ) খাঁ এই মসজিদের প্রতিষ্ঠাতা। বর্তমানে, মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্বাবধানে আছে।

আবস্থানঃ
ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ রোডে এই ঐতিহাসিক ‘সাত গম্বুজ মসজিদ’টি অবস্থিত। মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্বাবধানে থাকলেও স্থানীয় মুসল্লিগণ সেখানে নিয়মিত নামাজ আদায় করেন।

মসজিদের বিবরণঃ
এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোনায় একটি করে অনু গম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়। এর আয়তাকার নামাজকোঠার বাইরের দিকের পরিমাণ দৈর্ঘ্যে ১৭.৬৮ এবং প্রস্থে ৮.২৩ মিটার। এর পূর্বদিকের গায়ে ভাঁজবিশিষ্ট তিনটি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব রয়েছে। দূর থেকে শুভ্র মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায়। মসজিদের ভিতরে ৪টি কাতারে প্রায় ৯০ জনের নামাজ পড়ার মত স্থান রয়েছে।

মসজিদের পূর্বপাশে এরই অবিচ্ছেদ্য অংশে হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে, এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি। সমাধিটি ‘বিবির মাজার’ বলেও খ্যাত। এ কবর কোঠাটি ভেতর থেকে অষ্টকোনাকৃতি এবং বাইরের দিকে চতুষ্কোনাকৃতির। বেশ কিছুদিন আগে সমাধিক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল। বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি বড় উদ্যানও রয়েছে। একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। মসজিদের ঘাটেই ভেড়ানো হতো লঞ্চ ও নৌকা। কিন্তু বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কষ্টকর। বড় দালানকোঠায় ভরে উঠেছে মসজিদের চারপাশ।

5
বাংলাদশের পুরানো ঢাকার আরমানিটোলা-র আবুল খয়রাত সড়কে অবস্থিত ‘তারা মসজিদ’। খ্রিষ্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন, মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ।

সতের শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোঘল স্থাপত্য শৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের কোথায়ও এর তৈরির সময় উল্লেখ নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয়, তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে, মসজিদটি তৈরির পর ১৮৬০ খ্রিষ্টাব্দে মির্জা গোলাম পীর মৃত্যুবরণ করেন।

মসজিদের পূর্বের আকার ও আকৃতিঃ
প্রথম থেকেই মসজিটি আয়তাকার ছিল। মির্জা গোলাম পীর তৈরির আদি মসজিদটির পরিমাপ ছিল দৈর্ঘ্য ৩৩ ফুট (১০.০৬ মিটার) এবং প্রস্থে ১২ ফুট (৪.০৪ মিটার), গম্বুজ ছিল তিনটি। এর ভিতরে মাঝের গম্বুজটি অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের উপর নীলরঙা তারার নকশা যুক্ত ছিল। সেই থেকে এই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে উঠে। এর পূর্ব দিকে মসজিদে প্রবেশর জন্য তিনটি এবং উত্তর দিকে ১টি এবং দক্ষিণ দিকে ১টি দরজা ছিল।

 মসজিদের সংস্করণঃ
১৯২৬ খ্রিষ্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। এই সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয়। এই সময় এর পূর্বদিকে একটি বারান্দা যুক্ত করা হয়। এই সময় মসজিদের মেঝে মোজাইক করা হয়। চিনিটিকরি (Chinitikri) কৌশলের এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানী রঙিন চীনা মাটির টুকরা এবং রঙিন কাঁচের টুকরা। ১৯৮৭ খ্রিষ্টাব্দে এই মসজিদটির পুনরায় সংস্কার করা হয়। এই সময় পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা পাঁচটিতে দাঁড়িয়েছে। এর ফলে মসজিদের জায়গা সম্প্রসারিত হয়।

মসজিদের বর্তমান আকারঃ
মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)। এছাড়া মসজিদের দেয়াল ফুল, চাঁদ, তারা, আরবি ক্যালিওগ্রাফিক লিপি ইত্যাদি দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে।

6
ইসলামপুরের কুমারটুলী নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নওয়াব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল। অনবদ্য অলঙ্করন সমৃদ্ধ সুরম্য এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন।

নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ১৮৩০ সালে ফরাসিদের নিকট থেকে এই কুঠিটি ক্রয়পূর্বক সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নওয়াব আব্দুল গনি ১৮৬৯ সালে এই প্রাসাদটি পুন:নির্মাণ করেন এবং প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল।

পরিদর্শনের সময়সূচী

গ্রীষ্মকালীন সময়সূচী: (এপ্রিল-সেপ্টেম্বর) - (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
শীতকালীন সময়সূচী: (অক্টোবর –মার্চ) - (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
বৃহস্পতিবার – সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকবে।
 
টিকেট কাউন্টার
আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মূক্ত, তার ডান পাশে টিকেট কাউন্টার অবস্থিত। কাউন্টার হিসেবে যেসব কক্ষ ব্যবহৃত হচ্ছে , পূর্বে এগুলো সৈনিকদের ব্যারাক ও গার্ডরুম ছিল।

টিকেটের মূল্য তালিকা
প্রাপ্ত বয়স্ক বাংলাদেশি দর্শক = ৫ টাকা জনপ্রতি, অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশি শিশু দর্শক (১২ বছরের নিচে) = ২ টাকা জনপ্রতি, সার্কভুক্ত দেশীয় দর্শক = ৫ টাকা জনপ্রতি, অন্যান্য বিদেশি দর্শক = ৭৫ টাকা জনপ্রতি, উল্লেখ্য যে, প্রতিবন্ধি দর্শকদের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না ও পূর্ব থেকে আবেদনের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেয়া হয়।

আহসান মঞ্জিল জাদুঘর ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে প্রবেশ করতে দেয়া হয়ে থাকে।

অগ্রিম টিকিটের কোন ব্যবস্থা নেই। তবে উল্লিখিত দিনগুলোতে আহসান মঞ্জিল বন্ধ হওয়ার ৩০ মিনিট আগ পর্যন্ত টিকেট সংগ্রহ করা যায়।

7
Business Administration / Capture - Recapture Sampling
« on: March 27, 2016, 05:04:50 PM »
One of the popular method to estimate the total number of individuals in a population is by capture-recapture sampling. In capture-recapture sampling, an initial sample is obtained and marked. A second sample is obtained independently and it is noted how many of the individuals in that sample was marked.

Example 1: To estimate the abundance of an animal population such as the deer population in the state of Pennsylvania.

Example 2: To estimate the total number of homeless individuals in a given city.

8
Business Administration / How to Use Stratified Sampling
« on: March 27, 2016, 05:00:56 PM »
In stratified sampling, the population is partitioned into non-overlapping groups, called strata and a sample is selected by some design within each stratum.

For example, geographical regions can be stratified into similar regions by means of some known variable such as habitat type, elevation or soil type. Another example might be to determine the proportions of defective products being assembled in a factory. In this case sampling may be stratified by production lines, factory, etc.

Can you think of a couple additional examples where stratified sampling would make sense? Look for opportunities when the measurements within the strata are more homogeneous.

The principal reasons for using stratified random sampling rather than simple random sampling include:

1. Stratification may produce a smaller error of estimation than would be produced by a simple random sample of the same size. This        result is particularly true if measurements within strata are very homogeneous.
2. The cost per observation in the survey may be reduced by stratification of the population elements into convenient groupings.
3. Estimates of population parameters may be desired for subgroups of the population. These subgroups should then be identified.

9
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিবাচক অনেক কিছুই দিচ্ছে বাংলাদেশকে। তবে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১ রানের ওই হার যেন জগদ্দল পাথরের মতো এখনো চেপে বসে আছে। রোববার সকালে দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বললেন সেটাই, ‘ভারতের বিপক্ষে দল যেভাবে হেরেছে তাতে সত্যিই হতাশ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি, যেটা ভবিষ্যতে টি-টোয়েন্টিতে আমাদের যথেষ্ট কাজে দেবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো দুই বোলারকে হারানোটা দলের ওপর প্রভাব ফেলেছিল বলেই জানালেন মাশরাফি। তাসকিনের নিষেধাজ্ঞার ব্যাপারটা পুরো দলের জন্যই এসেছিল বিরাট ধাক্কা হয়ে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিন ও সানির নিষেধাজ্ঞাটা দলকে চাপে ফেলে দিয়েছিল। তামিমও ওই ম্যাচটা খেলতে পারল না। সব মিলিয়ে আমরা খুব বড় ধরনের চাপে পড়ে গিয়েছিলাম। তারপরেও ওই ম্যাচে আমরা ভালোভাবেই ছিলাম।’

তাসকিন খুব দ্রুতই ফিরবেন আশা মাশরাফির, ‘তাসকিন যে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে, এটা আমরা ভাবতেও পারিনি। কেবল আমরা নই, অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও খুব অবাক হয়েছে এতে। তাঁরাও মোটামুটি নিশ্চিত ছিল যে তাসকিনের অ্যাকশন নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করছি সে দ্রুতই ফিরবে। যেহেতু ওর সমস্যা শুধু বাউন্সারে, তাই ওকে আমরা খেলাতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। তাসকিনের মতো বোলারকে হারানোটা বিরাট ক্ষতি দলের জন্য। তবে আরাফাত সানি নিজেও জানে ওর সমস্যাটা। আমার আশা, সেও তাড়াতাড়ি নিজেকে শুধরেই ফিরবে।’

টিম কম্বিনেশন ঠিক রাখতেই নাসির হোসেনকে খেলানো হয়নি বলে জানালেন মাশরাফি। তিনি বলেছেন, টিম কম্বিনেশনের ব্যাপারটা কারও একক সিদ্ধান্ত নয়, ‘সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, কেমন দল হবে। এটা কারও একক সিদ্ধান্ত নয়। নাসিরকে খেলানো হয়নি টিম কম্বিনেশন ঠিক রাখতেই।’


10
BBA Discussion Forum / Young Women Entrepreneurs' Forum
« on: September 16, 2015, 05:36:08 PM »
This is to inform to all the students of Uttara Campus of Daffodil International University that a motivational session “Entrepreneurial Motivation” organized by the Young Women Entrepreneurs’ Forum (YWEF) will be held on Thursday, 17th September, 2015 at 3:00 P.M. at the DIU Auditorium, Uttara Campus. Mr. Md. Abdullah Al Mamun, Founder, SPAYSY S.R.L. will conduct the motivational session. He has been selected as the best young entrepreneur at Italy in 2014.

Students of Uttara Campus are advised to attend the motivational session at the Auditorium sharp at 2:50 P.M.

11
BBA Discussion Forum / Insurance & Risk Management
« on: May 26, 2015, 11:59:47 AM »
Insurance is nothing but a system of spreading the risk of one onto the shoulders of many. Whilst it becomes somewhat impossible for a man to bear by himself 100% loss to his own property or interest arising out of an unforeseen contingency, insurance is a method or process which distributes the burden of the loss on a number of persons within the group formed for this particular purpose. It is a written contract where the insurance policy holder transfers his expected risk to insurer in exchange for some certain premium.

Alternatively, insurance is considered to be a sophisticated modern financial institution which centers on the law of statistical average. It is most important financial institution in the sense that besides protecting individual policy holders against out of destruction of properties etc, it serves another national purpose by canalizing the savings of common, accumulating them & making them available for proper investment.

Risk & Insurance Business is closely related terms. Simply to explain risk is the foundation thought where from the insurance business has evolved. If there been no risk to human individual life or risk to the property people own then the modern world may not have come to the term of insurance business.

12
BBA Discussion Forum / Islam
« on: May 25, 2015, 03:21:19 PM »
Islam

13
BBA Discussion Forum / The right procedure of drinking water
« on: May 25, 2015, 03:19:14 PM »
The right procedure of drinking water

14
Business Administration / Blood Cancer Medicine
« on: May 25, 2015, 03:14:05 PM »
blood cancer medicine

15
BBA Discussion Forum / Good Presentation
« on: February 22, 2014, 10:33:34 AM »
"It takes one hour of preparation for each minute of presentation time."
-- Wayne Burgraff

Pages: [1] 2