Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on November 28, 2017, 10:33:53 PM

Title: Headaches at different ages.
Post by: Reza. on November 28, 2017, 10:33:53 PM
মানুষের বয়সের সাথে সাথে তার পছন্দ ও অভ্যাস পরিবর্তন হয়। বয়স বাড়ার সাথে সাথে আগে সে যা পছন্দ করত তা পরিবর্তন হয়। শিশুর পছন্দ যা থাকে সেই যখন বৃদ্ধ হয় তা তখন তা আর পছন্দ করেন না। কখনো
কখনো যেন কিছু জিনিসে চোখ খুলে যায়। আবার কিছু জিনিস আর দেখতে পান না - যা তিনি আগে সব সময় ভাবতেন ও দেখতেন। লিস্ট করার চেষ্টা করলাম বিভিন্ন বয়সে সাধারণতঃ তার কি কি নিয়ে মাথা ব্যাথা থাকে সে গুলো। 

৩ - ১০ ঃ খেলনা, কার্টুন, কমিক, নতুন স্কুলে ভর্তি, গেম, খেলাধুলা, কার্টুন, স্কুলের ছুটির দিন।
১০ - ২০ ঃ বন্ধু বান্ধব, স্কুলের ছুটির দিন, কোচিং ও পরীক্ষার শেষ হওয়া, নতুন কলেজে ভর্তি, বন্ধু বান্ধব, ফেসবুক 
২০ - ৩০ ঃ ইউনিভার্সিটিতে ভর্তি, চাকুরীর ইন্টারভিউ, বেতন, বোনাস, বিয়ে, ছেলে মেয়ের জন্ম।
৩০ - ৪০ ঃ প্রোমশন, ইঙ্ক্রিমেন্ট, ছেলে মেয়ের স্কুলে ভর্তি ও অফিসে কাজের চাপ। 
৪০ - ৫০ ঃ সুগার, প্রেসার, ওভার ওয়েট, মর্নিং ওয়াক, প্রাইভেট কার।
৫০ - ৬০ ঃ রিটায়ারমেন্ট, পেনশন, নতুন ফ্ল্যাট, ছেলে মেয়ের বিয়ে। 
৬০ - ৭০ ঃ খবরের কাগজ, টি ভির খবর। 

(আমার পুরানো ফেসবুক পোস্ট অবলম্বনে।)