Daffodil International University

Entertainment & Discussions => Multimedia Section => Topic started by: sharifmajumdar on February 17, 2016, 03:28:46 PM

Title: এবার ত্রিমাত্রিক প্রিন্টারে ‘জীবন্ত’ অঙ্গপ্রত্যঙ্গ
Post by: sharifmajumdar on February 17, 2016, 03:28:46 PM
দুর্ঘটনায় চোয়ালটা ভেঙে গেছে? অথবা এক কান হারিয়ে খুব মনঃকষ্টে আছেন? এমন দুশ্চিন্তা থাকাটাই স্বাভাবিক। তবে সেই দিন হয়তো শেষ হতে চলেছে।
যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারের সাহায্যে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করেছেন। এভাবে তৈরি হাড়, মাংসপেশি পশুর দেহে প্রতিস্থাপনের পর আসল অঙ্গপ্রত্যঙ্গের মতোই দিব্যি কাজ করছে। মানবদেহের ক্ষতিগ্রস্ত অংশে প্রতিস্থাপনের জন্যও এগুলো ব্যবহারের আশা করছেন বিজ্ঞানীরা।
যুগান্তকারী এ গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ওয়াক ফরেস্ট ব্যাপ্টিস্ট মেডিকেল সেন্টারের একদল গবেষক। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার বায়োটেকনোলজিতে।
ক্ষতিগ্রস্ত চোয়াল, কান বা হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত মাংসপেশি সারিয়ে তুলতে নিখুঁতভাবে স্বতন্ত্র মানবকোষ ব্যবহারের বিষয়টি খুবই কার্যকর একটি পদ্ধতি। কিন্তু তা দীর্ঘদিন বাঁচিয়ে রাখার বিষয়টিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, টিস্যুর আকার দশমিক ২ মিলিমিটারের কম হলেই সেগুলো অক্সিজেন ও পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না।
এ সমস্যা গবেষক দলটি নতুন পদ্ধতি বের করেছে, যার নাম ইন্টিগ্রেটেড টিস্যু অ্যান্ড অর্গান প্রিন্টিং সিস্টেম বা আইটপ। এ পদ্ধতিতে থ্রিডি প্রিন্টারগুলোর সাহায্যে তৈরি টিস্যুতে সহজেই পুষ্টি উপাদান প্রবেশ করতে পারে।
গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যান্থনি আটালা বলছেন, এখন মানবদেহের জন্যও এমন টিস্যু তৈরি করা যেতে পারে।
প্রতিস্থাপিত টিস্যুগুলো মানবদেহের টিস্যুর সমান শক্ত। কিন্তু এগুলো কতটা দীর্ঘস্থায়ী হয়, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন গবেষকেরা।

source: prothom-alo
Title: Re: এবার ত্রিমাত্রিক প্রিন্টারে ‘জীবন্ত’ অঙ্গপ্রত্যঙ্গ
Post by: Nurul Mohammad Zayed on March 13, 2016, 02:01:18 AM
this is still Science fiction maybe :)