Daffodil International University

Outsourcing => PPC(Pay per Click) => Topic started by: shafayet on March 21, 2017, 04:10:03 AM

Title: সবার জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ
Post by: shafayet on March 21, 2017, 04:10:03 AM
সবার জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ

দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা ছড়িয়ে দিতে সহযোগী ই-কমার্স (অ্যাসিসটেড ই-কমার্স) মডেল নিয়ে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস ‘আজকের ডিল ডটকম’ ও রিটেইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘পেওয়েল’। আজ রোববার রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে যৌথভাবে ই-কমার্স সেবা বাড়ানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠান দুটি।

আজকের ডিল ডটকমের চেয়ারম্যান ফাহিম মাশরুর বলেন, যাঁদের কাছে ইন্টারনেট সেবা নেই, তাঁদের কাছে ই-কমার্স সেবা পৌঁছাতে এই সহযোগী ই-কমার্স উদ্যোগ। দেশের বিভিন্ন অঞ্চলে পেওয়েলের দুই হাজারের বেশি এজেন্টের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। ওই এজেন্টদের কাছে থাকবে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ দিয়ে তাঁরা ক্রেতার হয়ে পণ্যের ফরমাশ দিতে পারবেন। পণ্য সরবরাহ ও অর্থ লেনদেন করবেন ওই এজেন্ট। এটিকে বলা হচ্ছে সহযোগী ই-কমার্স সেবা। এখানে ক্রেতাকে অনলাইনের পণ্য কিনতে সহযোগিতা করছেন এজেন্ট।

‘সকলের জন্য ই-কমার্স’ থিম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাহিম মাশরুর আরও বলেন, ই-কমার্সে বড় ধরনের সম্ভাবনা থাকলেও অনলাইন পেমেন্টের সমস্যায় অনলাইন কেনাকাটা বেশি দূর এগোয়নি। সহযোগী ই-কমার্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স ছড়িয়ে দিলে এ খাতের সম্ভাবনা আরও বাড়বে। বর্তমানে ঢাকার বাইরে থেকেই অনলাইনে পণ্য কেনাবেচা হচ্ছে বেশি।

পেওয়েলের চেয়ারম্যান আনিসুল ইসলাম বলেন, দেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। পেওয়েল এজেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে ইতিমধ্যে টেলিফোন বিল, বিদ্যুৎ বিলের মতো সেবা পাচ্ছেন গ্রাহক। এবারে যুক্ত হলো অনলাইনে কেনাকাটার সুযোগ।
Title: Re: সবার জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ
Post by: fahad.faisal on January 29, 2018, 04:42:21 PM
Thanks for the post Sir.