Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on July 08, 2019, 02:39:54 AM

Title: পৃথিবীর সব বিবেক ফেসবুকে জাগ্রত আছে।
Post by: Reza. on July 08, 2019, 02:39:54 AM
একজনকে ফোন দিতেছিলাম। কোন উত্তর নাই। ই মেইল আর মোবাইল মেসেজ পাঠিয়েও কোন লাভ হল না। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেয়ার সাথে সাথে দেখি তাতে সে লাভ রিয়াকশন দিয়েছে। ইতিহাসে ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ পড়েছি। আমাদের বর্তমান যুগ হল ফেসবুক যুগ। সব দুঃখ কষ্ট ভালো লাগা ভালবাসা মন্দ লাগা সব কিছু প্রকাশের এইটাই বর্তমানে সব থেকে শক্তিশালী মাধ্যম। কেউ রেগে গেলে হয়তো মারামারি শুরু জোরে দিত - সেও এখন ফেসবুকে তার ক্ষোভ ঝেড়ে দেয়। কি নাই এখন ফেসবুকে? ছোটবেলার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন - পাড়া প্রতিবেশী অফিসের কলিগ সব মিলিয়ে এক জগাখিচুড়ি অবস্থা। এই সমস্যা থেকে উত্তরনে আছে বিভিন্ন ফেসবুক গ্রুপ। আপনাকে কাওকে অভিনন্দন জানাতে হলে লাইক বা লাভ কোন একটি বাটনে প্রেস করলেই চলে। কোন ঘটনায় দুঃখ বা কষ্ট পেলে স্যাড বাটন তো আছেই। মজার কোন খবরের জন্য ha ha বাটন খুব জরুরী। আর অবাক হলে আছে wow বাটন। কত সহজে আমরা মাউসের একটি ক্লিক করে নিজের অনুভুতি অন্যকে জানিয়ে দেই। কথায় আছেন তার জন্য আছে চেক ইন। কোথায় যাচ্ছেন এর জন্য আছে ট্রাভেলিং টু। মনের রিয়াকশনের যত গুলো ডাইমেনশন আছে সব গুলোই ফেসবুকে প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে। মন হয়তো ফেসবুকে প্রাধান্য পেয়েছে। কিন্তু আমাদের বিবেকের কথা কি ফেসবুক ভাবে?
Title: Re: পৃথিবীর সব বিবেক ফেসবুকে জাগ্রত আছে।
Post by: Reza. on July 12, 2019, 12:29:57 AM
বিবেক কেবল মাত্র ফেসবুকে বন্দি আছে। পথে ঘাটে চলার সময়, কাজের সময় অর্থাৎ সব সময় আমাদের সাথে থাকলেই আমাদের সব দুঃখ মিটে যেতো।
Title: Re: পৃথিবীর সব বিবেক ফেসবুকে জাগ্রত আছে।
Post by: Kazi Rezwan Hossain on July 16, 2019, 12:34:26 PM
 আমাদের বর্তমান যুগ হল ফেসবুক যুগ
Title: Re: পৃথিবীর সব বিবেক ফেসবুকে জাগ্রত আছে।
Post by: Reza. on July 16, 2019, 05:30:10 PM
Thank you for your comment.