Daffodil International University

IT Help Desk => Telecom Forum => Topic started by: Mohammed Abu Faysal on January 28, 2013, 10:12:47 AM

Title: Mozila Firefox make Smart Phone.
Post by: Mohammed Abu Faysal on January 28, 2013, 10:12:47 AM
স্মার্টফোনের বাজারে অ্যাপল ও গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নেমেছে মজিলা ফায়ারফক্স। সম্প্রতি প্রতিষ্ঠানটি দু’টি স্মার্টফোন প্রদর্শন করেছে। ফেব্রুয়ারিতে এগুলো বাজারে আসবে। এসব স্মার্টফোন মজিলার নিজস্ব অপারেটিং সিস্টেমে চলবে। এ অপারেটিং সিস্টেমটি অনেকটা উন্মুক্ত হবে। ডেভেলপাররা এটির অ্যাপ তৈরিতে অনেক বেশি স্বাধীনতা পাবেন। মজিলার কিয়ন মডেলের এ স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং ৪ গিগাবাইটের র‌্যাম। এ ছাড়া পিক মডেলের প্রসেসরটি আরেকটু দ্রুত গতির। দু’টিতেই ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মজিলার ফায়ারফক্স অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন প্রথম পাওয়া যাবে ব্রাজিলের বাজারে। ব্রাজিলে টেলিকম সেবা দেয়া স্পেনের টেলিকম অপারেটর টেলিফোনিকা ফায়ারফক্সের স্মার্টফোন বিক্রি করবে। উন্নয়নশীল দেশের বাজারগুলোর গ্রাহকদের ল্য করে এ স্মার্টফোন ছাড়া হয়েছে বলে মজিলা জানিয়েছে।

Ref:http://www.dailynayadiganta.com/new/?p=101222