Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Anuz on April 23, 2018, 08:49:32 AM

Title: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: Anuz on April 23, 2018, 08:49:32 AM
আপনার পাশে বসে থাকা ব্যক্তিটির ক্রেডিট কার্ডের টাকার পরিমাণ সম্ভবত আপনার সমপরিমাণ নয়। কিন্তু একটি ক্ষেত্রে আপনাদের উভয়ের ক্রেডিট কার্ডের মিল রয়েছে, এমনকি বিশ্বের সকল মানুষের ক্রেডিট কার্ডের একটি মিল হবহু একই। তার সেটি হচ্ছে, ক্রেডিট কার্ডের সাইজ বা আকার-আকৃতি। ১৯৫৮ সালে ব্যাংক অব আমেরিকা প্রথমবারের মতো ক্রেডিট কার্ডের প্রচলন শুরু করে। আপনি হয়তো ভাবতে পারেন যে, ব্যাংকটি বিশ্বের প্রথম ক্রেডিট কার্ডটি মানিব্যাগে রাখার সুবিধার কথা ভেবেই তৈরি করেছিল, কিন্তু ব্যাংকটি আসলে ক্রেডিট কার্ডের আকৃতি ছোট করে আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) কর্তৃক নির্ধারিত মাপ মেনে।

খেলনা নিরাপত্তা থেকে শুরু করে ক্রেডিট কার্ডের আকৃতি সহ সবকিছুর মান নির্ধারণ করে থাকে আইএসও। আইএসও/আইইসি ৭৮১০:২০০৩ রূপরেখায় শনাক্তকরন কার্ডের মান উল্লেখ রয়েছে। নির্দিষ্ট মানটি আইএসও এবং আন্তর্জাতিক ইলেক্ট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) উভয় সংস্থার মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং এটিএম কার্ডগুলো আইডি-১ ক্যাটাগরির আওতাধীন, অর্থাৎ এসব কার্ডগুলোকে ৮৫.৬মিমি × ৫৩.৯৮ মিমি বা ৩.৩৭৫ ইঞ্চি × ২.১২৫ ইঞ্চির মধ্যে হতে হবে। এছাড়া সকল আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ কার্ড ০.৭৬ পুরুত্বের হতে হবে, কোন ক্যাটাগরির তা এক্ষেত্রে মুখ্য নয়।

ক্রেডিট কার্ডগুলো বছরের পর বছর ধরে নানা ধরনে পরিবর্তিত হয়েছে, কিন্তু কার্ডগুলোর আকার-আকৃতি সবসময়ই একই থাকবে। ক্ষুদ্র রোলারের মাধ্যমে ক্রেডিট কার্ডের নম্বর শণাক্ত, পরবর্তীতে ম্যাগনেটিক স্ট্রাইপ এবং হাল আমলে চিপ রিডারের মাধ্যমে ক্রেডিট কার্ডের নম্বর শণাক্ত- ক্রেডিট কার্ডের প্রযুক্তি সবসময়ই আপডেট হয়ে চলেছে।
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: Mohammad Salek Parvez on April 25, 2018, 11:12:48 AM
thanks for the information.
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: Monir Hossan on April 25, 2018, 03:37:19 PM
Very interesting information
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 01:51:39 AM
nice information...
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: sanjida.dhaka on June 06, 2018, 01:49:32 PM
nice post
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: Jannatul Ferdous on June 09, 2018, 11:02:32 AM
Interesting!!!!
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: Naznin.Tania on June 09, 2018, 11:07:10 AM
Interesting and good post.
Title: Re: বিশ্বের সকল ক্রেডিট কার্ড একই আকৃতির কেন?
Post by: sheikhabujar on June 12, 2018, 03:02:33 PM
Very nice sharing!