Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: alaminph on December 23, 2013, 12:33:38 PM

Title: নবজাতকের জন্ডিস কেন হয়?
Post by: alaminph on December 23, 2013, 12:33:38 PM
কম ওজনে ভূমিষ্ঠ শিশু বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুরা জন্ডিসে বেশি আক্রান্ত হয়। এ ছাড়া জন্ডিসের কারণ হিসেবে যে বিষয়গুলো দায়ী হতে পারে, তা হলো:
মা ও শিশুর রক্তের গ্রুপ যদি ভিন্ন হয়।
শিশু সঠিক সময়ে পর্যাপ্ত বুকের দুধ না পেলে, অনেক সময় একে ব্রেস্ট ফিডিং জন্ডিসও বলা হয়।
গর্ভাবস্থায় মায়ের কোনো সংক্রমণের ইতিহাস।
শিশু জন্মগত কোনো রোগে আক্রান্ত হলে।
জন্মের পর শিশুর রক্তে সংক্রমণ বা সেপটিসেমিয়া।
জন্মগতভাবে শিশুর যকৃৎ বা পিত্তথলিতে কোনো সমস্যা ইত্যাদি

Health news
Title: Re: নবজাতকের জন্ডিস কেন হয়?
Post by: Farhana Israt Jahan on December 23, 2013, 01:39:57 PM
Thanks for the information..