Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Nahian Fyrose Fahim

Pages: 1 2 [3] 4 5 ... 11
32
Various Sura & Dua / সূরা আল-হাশর (১৮-২৪)
« on: August 19, 2018, 11:34:20 AM »
[embed=425,349]<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>[/embed]

34
AHU: Air Handling Unit
AQL: Acceptable Quality Level
API: Active Pharmaceutical Ingredients
GLP: Good Laboratories Practice
ICH: International Conference on Harmonization
ISO: International Standard Organization/ International Organization for Standardization
GMP: Good Manufacturing Practice
cGMP: Current Good Manufacturing Practice
TQM: Total Quality Management
WHO:  World Health Organization
WHA: World Health Assembly
BMR: Batch Manufacturing Records
BPR: Batch Packaging Records
FDA: Food and Drug Administration
FD & C: Food, Drug and Cosmetics
IPC: In-Process Control/ Check
CBA: Collective Bargaining Agent
MCA: Medicines Control Agency (Britain)
MCC: Medicine Control Council (Africa)
ICRS:  International Chemical Reference Substances
IRO: Industrial Relations Ordinance
EEC:  European Commission;
ISO/TC: International Organization for Standardization Technical Committee
PDCA: Plan, Do, Check, Act
PIC: Pharmaceutical Inspection Convention
PIC/S: Pharmaceutical Inspection Co-operation Scheme
DQ: Design Qualification
IQ: Installation Qualification
OQ: Operational Qualification
PQ: Performance Qualification
ASL: Approved Suppliers’ List
VMP: Validation Master Plan
TRS: Technical Report Series
CRS: Chemical Reference Substances
HEPA: High Efficiency Particulate Air
SAL: Sterility Assurance Level
IU: International Unit
IUPAC: International Union of Pure and Applied Chemistry
ANOVA: Analysis of Variance
HEPA: High Efficiency Particulate Air
HPLC: High Performance Liquid Chromatography
ICDRA: International Conference of Drug Regulatory Authorities
TLC: Thin Layer Chromatography
GC: Gas Chromatography
PVC: Poly Vinyl Chloride
PVDC: Poly Vinyledene Chloride
ROPP: Rolled on Pilfer Proof
RCC: Reinforced concrete
FTIR: Fourier Transform Infrared spectroscopy
LAL: Limulus Amebocyte Lysate
RO: Reverse Osmosis
WFI: Water for Injection
FIFO: First-in-first-Out
FEFO: First Expired, First Out
EEFO: Earliest Expiry, First Out
HACCP: Hazard Analysis and Critical Control Point
FIP: International Pharmaceutical Federation
INN: International Non-proprietary Names
IFPMA: International Federation of Pharmaceutical Manufacturers Associations
IPEC: International Pharmaceutical Excipients Council
UNICEF: United Nations Children’s Fund
WTO: World Trade Organization
PDG: Pharmacopoeial Discussion Group
GTDP: Good trade and distribution practice
DAR: Drug Administration Registration           
DMF: Drug Master File                                   
DRA: Drug Regulatory Authority
EOI: Expression of Interest
ILO: International Labor Organization
NPS: Nonpareil seed
EDM: Essential Drugs and Medicines
BAN: British Approved Names
USAN: United States Accepted Names
GSP: Good storage practice
MOA: Method of analysis
COA: Certificate of analysis
UNAIDS: United Nations Programme on HIV/AIDS
UNFPA: United Nations Population Fund
ASEAN: Association of South Asian Nations
TPN: Total Parenteral Nutrition       
BFS: Blow, Fill, Seal Technique (Ampule Filling)
LDPE: Low Density Polyethylene
HDPE: High Density Polyethylene
PP: Polypropylene
HVAC: Heat, Ventilation and Air conditioning
PPIC: Production Planning & Inventory Control
PPI: Proton Pump Inhibitor           
o. d.: Once daily
b. i. d.: Twice daily
TOC: Total Organic Carbon
t. i. d.: Thrice daily
q. i. d.: Four times daily
PMN: Phenylmercuric Nitrate
PMA: Phenylmercuric Acetate
BAC:  Benzalkonium Chloride
PVDC: Polyvinylidene Chloride
NE: Not Established
PET: Polyethylene Terephthalate
FAO: Food and Agriculture Organization
EEC: European Commission
USAID: U.S. Agency for International Development
ICDDRB: International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh
IBC: Intermediate Bulk Container
AAS: Atomic Absorption Spectroscopy
ICP: Inductively Coupled Spectroscopy
IC: Ion Chromatography
TGA: Therapeutic Goods Agency (Australia)
MHRA: Medicines and Healthcare products Regulatory Agency (UK)


Source: http://pharmacistlelin.blogspot.com/search/label/Important%20Pharmaceutical%20Terms

36
Pharmacy / Women And Bone Loss
« on: July 09, 2018, 11:05:24 AM »

All women will experience bone loss during the transition period into menopause due to decreased estrogen levels. This rapid bone 
loss can occur for several years. In addition to this, with advancing age and especially after 65, we all experience a gradual loss of bone mass over time and weakening bone strength, which increases our risk of fractures.

Incorporate these six healthy living tips to promote bone health and prevent fractures caused by osteoporosis.

Eat a healthy, balanced diet with adequate calcium (about 1,000 to 1,200 milligrams per day, preferably from dietary sources rather than just supplements).

Take a vitamin D supplement. For most people in North America, this would be about 800 to 1,000 units per day.

Get adequate physical activity and exercise that incorporates muscle strength training at least twice a week, moderate aerobic activity more than 150 minutes a week and 
balance and posture training daily. Just walking isn’t enough.

Learn spine-sparing strategies 
to avoid spine fractures.

Follow fall-prevention strategies.

Avoid smoking and excess alcohol consumption.

Source: http://www.besthealthmag.ca/best-you/health/essential-bone-health-tips/

39

প্রতিদিন ৭ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করলে হৃৎপিণ্ড সুস্থ সবল থাকবে। এতে কমবে হৃদরোগের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এমোরি ইউনিভার্সিটির করা গবেষণায় এমন ফলই পাওয়া গেছে। গবেষণায় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় হৃদযন্ত্রের ক্ষয় তাদেরই সবচেয়ে কম যারা রাতে টানা ৭ ঘণ্টা ঘুমান নিয়মিত।

৭ ঘণ্টার কম কিংবা বেশি ঘুমানো হৃদযন্ত্রের বয়সজনিত ক্ষয় বাড়ায় বা হৃদযন্ত্রের বয়স বাড়ায়। এদের মধ্যে যারা কম ঘুমান তাদের হৃদযন্ত্রের ওপর বয়সের প্রভাব সবচেয়ে বেশি। ঘুমের সময় আর দ্রুত হৃদস্পন্দন একসঙ্গে মিলিয়ে তুলনা করলে হৃদরোগের ঝুঁকির সঙ্গে ঘুমের সময়ের সম্পর্ক পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এমোরি ইউনিভার্সিটির জুলিয়া ডারমার বলেন, এ গবেষণার গুরুত্বপূর্ণ কারণ হৃদরোগের ঝুঁকি পরিমাপ করতে ঘুমের পরিমাণ একটি মাপকাঠি হিসেবে কাজ করছে। ‘স্লিপ’ জার্নালে প্রকাশিত গবেষণাটির জন্য ৩০ থেকে ৭৪ বছর বয়সি ১২ হাজার ৭৭৫ জনকে পর্যবেক্ষণ করা হয়।

অংশগ্রহণকারীরা তাদের ঘুমের সময় জানান গবেষকদের, যাকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়। ৫ ঘণ্টা বা তার কম, ৬ ঘণ্টা, ৭ ঘণ্টা, ৮ ঘণ্টা এবং ৯ ঘণ্টা বা তারও বেশি। লিঙ্গভিত্তিক ‘ফ্রামিংহাম হার্ট এইজ অ্যালগরিদম’ ব্যবহার করে গবেষকরা প্রত্যেক অংশগ্রহণকারীর হৃদযন্ত্রের বয়স বের করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা করে ঘুমের পরিমাণ ও হৃদরোগের মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেন। গড় ফল, প্রতি ২৪ ঘণ্টায় যারা ৭ ঘণ্টা ঘুমান তাদের হৃদযন্ত্রের বয়স সবচেয়ে কম।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে, ‘যারা পর্যাপ্ত পরিমাণে ঘুমান না তাদের হৃদরোগ হওয়ার আশঙ্কা বেশি। এরসঙ্গে তাদের বয়স, ওজন কিংবা ধুমপানের অভ্যাস আছে কি না তার কোনো সম্পর্ক নেই।


Source:http://www.alokitobangladesh.com

41
Good News Indeed  :)

[embed=425,349]<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>[/embed]

44

ওষুধ তৈরি এখন বেশ বড় শিল্প। মোটা অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয়, গবেষণা থেকে অনুমিত ফল না পেলে ক্ষতির পরিমাণটাও বড়ই হয়। স্টক মার্কেটে বিনিয়োগ হয়ে পড়ে আরও বেশি ঝুঁকিপূর্ণ। এ জন্যই বিজ্ঞানীরা চাইছেন দ্রুততম সময়ে কার্যকর ওষুধ তৈরি করতে।
এ লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে গ্ল্যাক্সো-স্মিথক্লাইন (জিএসকে), জনসন অ্যান্ড জনসনের মতো বড় কোম্পানিগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্ভাব্য দ্রুততম সময়ে ওষুধ তৈরি করতে চাইছে তারা।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ আবিষ্কারক কোম্পানি এক্সাইনশিয়ার প্রধান, অধ্যাপক অ্যান্ড্রু হপকিন্স সম্প্রতি জিএসকের সঙ্গে ৩৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি স্বাক্ষর করেছে। তিনি মনে করেন, এই ‘যৌথ প্রচেষ্টা’র মাধ্যমে এক-চতুর্থাংশ সময়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।
মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই যৌথ প্রচেষ্টার নাম দেওয়া হয়েছে ‘সেন্টর দল’। গ্রিক উপকথায় সেন্টরকে দেখানো হয়েছে এক জাদুকরী প্রাণী হিসেবে, যার অর্ধেক শরীর মানুষের, বাকি অর্ধেক ঘোড়ার। অধ্যাপক হপকিন্সের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানকে সেন্টরদের মতো শক্তিশালী করবে। ওষুধ আবিষ্কারের খরচ অর্ধেকে নেমে আসতে পারে।

বিজ্ঞানীরা প্রায়ই রোগকে ‘টার্গেট’ এবং অণু-পরমাণুকে ‘অস্ত্র’ হিসেবে সম্বোধন করেন। একেকটি টার্গেটে বেশ কিছু সম্ভাবনাময় অস্ত্রের ব্যবহার করে কাঙ্ক্ষিত ওষুধ তৈরি করা হতো। কিন্তু এই প্রক্রিয়ায় সময় লাগত বেশি, সাফল্যের হারও ভালো ছিল না।
পরামর্শদাতা প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের কর্মকর্তা পামেলা স্পেন্স মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘এই প্রক্রিয়াটিকে আরও সহজলভ্য করা যাবে। কোনটি কাজ করতে পারে আর কোনটি করবে না, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সুপারকম্পিউটারের মাধ্যমে জানা যাবে। একবার সম্ভাবনাময় পরমাণুগুলো খুঁজে পাওয়া গেলে গবেষণার খরচ ও অপচয় কমিয়ে আনা সম্ভব। সেগুলো নিয়ে তখন নিবিড় গবেষণা চালানো যাবে। এভাবে সাফল্যের হারও বাড়বে কয়েক গুণ।’



প্রফেসর হপকিন্স বলেন, ‘আমরা অনিশ্চয়তাটিকে ফেলে দেওয়ার চেষ্টা করছি না, কিন্তু এটা খুবই বড় এবং ঝামেলাপূর্ণ কাজ...একেকটি ওষুধ তৈরি করতে হয়তো প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কয়েক পয়সা খরচ হয়। কিন্তু সেই ওষুধ আবিষ্কার করাটা ভীষণ খরচের ব্যাপার।’

এই আবিষ্কারের ক্ষেত্রটায় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আশা করা হচ্ছে, ‘টার্গেট’ থেকে ওষুধ তৈরি পর্যন্ত মাঝের প্রক্রিয়াটায় প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়, সময় লাগে প্রায় ৫ বছর। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে খরচটা ৩৩ শতাংশে নামিয়ে আনা যাবে। সময়ও লাগবে এক বছর।

Source : http://www.prothomalo.com

45
Nutrition and Food Engineering / Top 15 Foods To Boost Brain Power
« on: April 23, 2018, 11:53:22 AM »
[embed=425,349]<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>[/embed]

Pages: 1 2 [3] 4 5 ... 11