Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Shahrear.ns

Pages: 1 ... 25 26 [27]
392
৭। অন্যকে দোষ দেওয়া ছাড়ুন
should be the first one bad habit we should leave.

393
Departments / Re: Brief Biography of Einstein
« on: January 31, 2016, 11:33:41 AM »
Nice indeed !!

394
Tourism & Hospitality Management (THM) / Re: Cox's Bazar
« on: January 31, 2016, 11:19:18 AM »
No doubt, Cox-Bazar Sea Beach is the longest one but every year the number of foreign tourists come here shows that the beach has some lackings. The lackings should be resolved comparing with the popular sea beaches of the world.

395
গুরুত্ববহ তথ্য।

396
নিজে অনেক নিয়ম জানি, অনেককে অনেক নিয়মের কথা বলি, তার পরও পরীক্ষার হলে মাথা ঠিক রেখে উত্তর করার চেষ্টা করতে করতে কোথাও কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে। আর তার মাশুলও দিতে হয়।   :-[  :-[  :-[

397
Many Many thanks for your valuable post .

398
Bangladesh Civil Service-BCS / Re: 140 Important Proverb
« on: January 27, 2016, 10:40:58 AM »
Good Job. Hard to bear in mind.  :)

399
Bangladesh Civil Service-BCS / Re: মুঘল আমল
« on: January 27, 2016, 10:35:24 AM »
এতো ইনফরমেশন, মুখস্ত ছাড়া মনে রাখার কোন উপায় থাকলে বলেন, প্লিজ

400
Bangladesh Civil Service-BCS / Re: 36 Bcs Question Solve
« on: January 27, 2016, 10:30:05 AM »
Well done!

401
পৃথিবীর মহাকাশে ঘূর্ণায়মান মানবসৃষ্ট জঞ্জাল মহাযুদ্ধের কারণ হয়ে দেখা দিতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন রাশিয়ার বিজ্ঞানী ভিতালি আদুশকিন। অ্যাক্টা অ্যাস্ট্রোনটিকস নামের সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে এ আশংকা ব্যক্ত করেন তিনি।
 
নিবন্ধে বলা হয়েছে, মহাকাশ যুগের সূচনা থেকে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি রকেট ছোঁড়া হয়েছে। ফলে গত ৬০ বছরে মানবসৃষ্ট কোটি কোটি জঞ্জালে ভরে গেছে পৃথিবীর কক্ষপথ। নাসার দেয়া হিসাবে বলা হয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রায় পাঁচ লাখ জঞ্জাল ঘুরছে। এগুলোর কোনো কোনোটি আকারে মার্বেলের সমান বা তার চেয়ে বড়। এছাড়া, পরিধি অন্তত ১২ ইঞ্চি হবে -এমন জঞ্জাল রয়েছে প্রায় ২৩ হাজার। অন্যদিকে ক্ষুদ্র আকারেরও কোটি কোটি জঞ্জাল রয়েছে। আকারে ছোট হওয়ায় এগুলোকে চিহ্নিত করা দুস্কর হয়ে পড়েছে। এসব জঞ্জাল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটারের বেশি বেগে মহাকাশ যানকে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।
 
জঞ্জালের আঘাতে পৃথিবীর কক্ষপথের সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হলে তা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জঞ্জালের আঘাতেই সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে তা চট করে ঝোঝার উপায় না থাকায় এ নিয়ে উপগ্রহ পাঠানো দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির ব্যাপক অবকাশ থেকে যাচ্ছে। আর সম্ভাব্য এসব ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত মহাযুদ্ধ লেগে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেন ভিতালি আদুশকিন।

We are in a grave danger !!

402
সৌরজগতে পৃথিবীর চেয়ে প্রায় ১০ গুণ বেশি ভরের একটি সম্ভাব্য নতুন গ্রহের সন্ধান পাওয়ার দাবী করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষকরা সম্ভাব্য ওই গ্রহটির নাম দিয়েছেন ‘প্ল্যানেট নাইন’।ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা বলছেন, ওই গ্রহটি নেপচুন গ্রহ থেকে শত-শত কোটি মাইল দুরের একটি কক্ষপথে পরিভ্রমণ করছে। কম্পিউটার মডেল থেকে তারা এই তথ্য দিচ্ছেন ।মার্কিন জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, তারা খুব শক্তিশালী প্রমাণাদি পেয়েছেন যার দ্বারা বলা যায় যে এই সৌরজগতে একটি নবম গ্রহ রয়েছে। এবং বামন গ্রহ প্লুটো থেকেও এর অবস্থান অনেক অনেক দুরে।ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালটেকের একটি গবেষক দল এসব তথ্য তুলে ধরছে। তবে তারা বলছে, গ্রহটির অস্তিত্ব নিশ্চিত করার মতো কোন সরাসরি পর্যবেক্ষণ এখনো পর্যন্ত করা হয়নি।তবে সৌরজগতের দূরবর্তী বিভিন্ন বস্তুর চলাচল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যদি প্রমাণ হয় তবে ওই গ্রহটি হবে পৃথিবীর চাইতেও ১০ গুণ বড়।যদিও কম্পিউটার মডেলের ওপর ভিত্তি করে এখনো পর্যন্ত এই দাবী করা হচ্ছে, তবে এই গবেষণার একজন প্রধান বিজ্ঞানী, কনস্টানটিন বেটিজেন বলেন এই গ্রহের অস্তিত্বের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।"গত ২০ বছরে সৌরজগতের বাইরে গ্রহের অনুসন্ধানে আমরা বেশ সফল হয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, সবচেয়ে সাধারণ যে গ্রহগুলো রয়েছে সেগুলো আমাদের পাওয়া বস্তুর মতোই, যার ভর প্রায় ১০ টি পৃথিবীর সমান। এটি বেশ উত্তেজনার।”

403
Bangladesh Civil Service-BCS / Phrases with AND (2)
« on: December 13, 2015, 01:45:10 PM »
26. out and out: throughly, absolute
27. Over head and ears: Deeply
28. Part and Percel: not avoidable
29. Pros and cons: Good and evil, advantages and disadvantages
30. Rank and file: common people
31. Sixes and sevens: confused or disorganised
32. Slow and steady: Patience,
33. Tooth and nail: Completely,strongly, with utmost effort
34. Weal and woe: Sorrow

ফ্রেজ গুলো সাধারণত আমাদের মনে থাকেনা, কিন্তু ইংরেজিতে কথা বলা বা লেখার সময় এদের ব্যবহার, কথা বা লেখার সৌন্দর্য্য বৃদ্ধি করে। তাই কোন না কোন ফরমেটে এদের আয়ত্ব করতে হবে।

404
Bangladesh Civil Service-BCS / Phrases with AND
« on: December 12, 2015, 07:20:00 PM »
1. A cock AND bull story :   A false story
2. Bag and baggage : leaving nothing behind
3. Between the devil and the dead sea: tempting situation
4. By leaps and bounds : At rapid rates
5. By and large: mostly
6. Cats and dogs: heavy
7. By fist and starts:  at irregular intervals
8. Cut and dry : already decided
9. Do come and visit us: show up
10. Eat drink and be mery: Epicurean
11. Far and wide: Over a large area
12. Fast and loose: lace of responsibility
13. Hard and fast: fixed
14. Home and dry: have been successful
15. Hue and cry: strong public protest
16. Few and far between: rarely
17. In black and white : in writing
18. Ins and outs: in details
19. Kith and kin: Relatives
20. Leaps and bounds: Rapidly
21. Light and leading: Renowned
22. Loaves and fishes: Personal gains
23. Odds and ends: small items that are not valuable
24. Null and void: not valid
25. Milk and water: lifeless

405
These informations are very useful. Carry on ! :)

Pages: 1 ... 25 26 [27]