Daffodil International University

General Category => Be Alert => Topic started by: Shamim Ansary on July 17, 2012, 08:57:38 PM

Title: Formalin Test
Post by: Shamim Ansary on July 17, 2012, 08:57:38 PM
(http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s480x480/479944_399223906800872_1664735656_n.jpg)
Title: Re: Formalin Test
Post by: Shamim Ansary on May 07, 2013, 09:27:40 AM
(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/19003_10200472861974746_1503728293_n.jpg)
Title: Re: Formalin Test
Post by: Shamim Ansary on June 22, 2013, 09:30:04 AM
ফরমালিনমুক্ত আম চিনুন !

১. ফরমালিন যুক্ত আমে মাছি বসে না। তাই লক্ষ্য করুন যে, আমের গায়ে মাছি বসছে কিনা।

২. আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে, আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর।

৩. কার্বাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই।

৪. গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোঁড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়ে যায়।

৫. হিমসাগর ছাড়াও আরো নানান জাতের আম আছে যারা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর।

৬. আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন। গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে। ওষুধ দেয়া আম হলে কোনও গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে।

৭. আম মুখে দেয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই, কিংবা আমে টক/ মিষ্টি কোনো স্বাদই নেই, বুঝবেন যে আমে ওষুধ দেয়া।

৮. আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করবে চারপাশ। ওষুধ দেয়া আমে এই মিষ্টি গন্ধ হবেই না।


---------------------------------------------------------------------------
সুস্থতার অভিজাত মুখপাত্র .::দেহ::. জীবনের ঠিকানা।
বাংলাভাষায় প্রথম ফেইসবুকভিত্তিক স্বাস্থ্যপত্রিকা।‌
Title: Re: Formalin Test
Post by: R B Habib on June 22, 2013, 12:38:00 PM
The most shameful event of human civilization, at least I think so. Food could have been spared to practice ill-motive of making money. Shame on us.  Thanks for your concern.
Title: Re: Formalin Test
Post by: ishaquemijee on August 22, 2013, 08:52:44 AM
Good marking