Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Mohammad Salek Parvez

Pages: [1] 2 3 ... 7
1
Common Forum/Request/Suggestions / corona virus
« on: February 16, 2020, 07:52:51 AM »
to get the latest update you may look at https://www.worldometers.info/coronavirus/

2
Common Forum/Request/Suggestions / দুর্বোধ্য
« on: January 08, 2020, 11:15:00 AM »
খবরটি পড়ে হতবাক হয়ে গেলাম। ১০,০০০ উঠকে হত্যা করা হবে  https://www.banglanews24.com/international/news/bd/763905.details যারা কুকুর নিয়ে হুলস্থূল কাণ্ড বাঁধায়, তারা কি উঠ গুলোকে না মেরে কোন গরীব দেশকে ( পরিবহণ খরচ ঐ দেশকে বহন করতে হবে এই শর্তে হলেও) দিয়ে দিতে পারত না ?

3
Common Forum/Request/Suggestions / খাদক
« on: November 11, 2019, 12:58:14 PM »
সোমবার, ৪ নভেম্বর, ভারতের উত্তর প্রদেশের জৌনপুর।
বিবিগঞ্জ মার্কেট এলাকা। দুর্ঘটনার নায়ক  ৪২ বছর বয়সী সুভাস। বন্ধুর সঙ্গে বাজি ধরেন, ৫০টি ডিম খেতে পারলে সুভাসকে দুই হাজার রুপি দেবেন তার বন্ধু। শর্তমতো ডিম খাওয়া শুরু করেন সুভাস। ৪১টি ডিম খাওয়া শেষ । ৪২ তমটি খাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান সুভাস।( সুত্র banglanews24.com) 

4
 আজকার বিজ্ঞান ক্যামরা নিয়ে গবেষণা করে আবিস্কার করছে নিত্যনতুন পাওয়ারি ক্যামরা। কিন্তু অনেকেই জানেন না আল্লাহ তায়ালা মানুষের চোখে কত বেশি পাওয়ারি ক্যামরা দিয়ে দিয়েছেন।

বাজারে ৮ থেকে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন পাওয়া যায়। কিন্তু আমাদের খুব কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিমান ক্যামেরা! সেটি হচ্ছে আমাদের দুই নয়ন।

আপনি জেনে অবাক হবেন মানব চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই।

পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না। একটি ছবির দৈর্ঘ্যে ৩ হাজার পিক্সেল আর প্রস্থে ২ হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ৬ মেগাপিক্সেলের ছবি।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।

সাধারণত বলা হয়ে থাকে যে, স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহণ করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।সূত্রঃ our islam 24.com

5
Albert Einstein’s first son Hans Albert Einstein was a distinguished emeritus professor of civil engineering at the University of California at Berkeley. He was a world authority on sediment transport, and hydraulic engineering. Professor Hans Albert Einstein published hundreds of papers in his field. Hans Albert Einstein passed away in 1973 due to congestive heart failure leaving behind also an illustrious legacy especially in the field of civil engineering.
Albert Einstein’s second son Eduard (Tete as fondly called by his dad) unfortunately suffered from psychosis (Schizophrenia) and was institutionalized for nearly thirty years in an asylum in Zurich till his death in 1965 from a stroke. (Ref : Quora )

8
Common Forum/Request/Suggestions / minister vs student
« on: January 07, 2019, 12:41:24 PM »
খবর টি বেশ মজার।  ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর এক স্কুলের ঘটনা।পরিদর্শনে গেছেন শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্রশান্ত রাঠৌর নামের এক ছাত্র শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে, আমার পড়াশোনার খরচ চালাতে পারছি না, সরকার আমাকে সাহায্য করছে না, আমার কী করা উচিত? হলরুম ভর্তি ছাত্রদের সামনে অস্বস্তিতে পড়ে যান মন্ত্রীমশাই। সে সময় যুবরাজ দাবাদ নামে এক ছাত্র গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করছিল। মন্ত্রী তাকে রেকর্ডিং বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু সে তাতে রাজি হননি। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করার নির্দেশ দেন ক্ষুব্ধ মন্ত্রী। পুলিশ ধরে নিয়ে যায় যুবরাজকে। তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে তার মোবাইল কেড়ে নেয়া হয়।


9
পাকিস্তানের মাওলানা তকি উসমানি সাহেবের একটি অসাধারন লেখার link দিচ্ছি  :
আগে নিজের খবর নিন : মুফতি তকী উসমানী ( July 02, 2018 ; https://ourislam24.com/ ) সকলকে পড়ার অনুরোধ করছি।

10
Common Forum/Request/Suggestions / ভবিষ্যৎ ?
« on: June 06, 2018, 11:32:36 AM »
প্রধান শিক্ষকের ‌‌‘ক্লাস নিলেন’ নৈশপ্রহরী (ref. http://www.banglanews24.com/education/news/bd/657218.details)

11
for general knowledge, we need to know : বাংলাদেশের আইন অনুসারে হেরোইন হচ্ছে ‘ক শ্রেণি’র মাদক আর ফেনসিডিল ও ইয়াবা ‘খ শ্রেণি’র।ইয়াবাকে বলা হয় ‘আপার ড্রাগ’ কারণ এটি গ্রহণ করলে শুরুতে সে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠে।
           হেরোইন ও ফেনসিডিল হচ্ছে ইয়াবার বিপরীতধর্মী ড্রাগ। এগুলো নারকোটিক এনালজেসিক। অর্থাৎ ব্যথানাশক ওষুধ। এটিকে বলা হয় ‘ডাউনার ড্রাগ’ কারণ এটি খেলে সে ঝিম মেরে থাকে।
চিকিৎসকরা বলছেন, এই দুটো একই ধরনের মাদক। হেরোইন হচ্ছে ওপিয়ামের একটি প্রাকৃতিক ডেরিভেটিভ আর ফেনসিডিল সিনথেটিকের। এই দুটো ড্রাগের মধ্যে যে রাসায়নিকটি থাকে সেটি হচ্ছে কোডিন ফসফেট। হেরোইনের মধ্যে এটি একটু বেশি পরিমাণে থাকে।কোডিন ফসফেট খেলে মানুষ স্বপ্নের রাজ্যে বিচরণ করে। নিজেকে রাজা বাদশাহ ভাবতেও অসুবিধা হয় না। তাই ফেনসিডিল ও হেরোইন খেলে শরীরে ঘুম ঘুম ভাব আসে। তন্দ্রার মতো হয়। একটা জায়গায় বসে তারা ঝিমুতে থাকে। সিগারেটের পর সিগারেট, চায়ের পর চা খেতে থাকে। এবং তখন সে কল্পনার রাজ্যে বিচরণ করে।’
           অন্যদিকে ইয়াবা খেলে শরীরে উত্তেজনা আসে। ফলে ঠিকমতো ঘুম হয় না। এক নাগাড়ে দুই তিনদিনও না ঘুমিয়ে জেগে থাকতে পারে। মনে করে যে সে ভীষণ কাজ কর্ম করবে কিন্তু আসলে কোন কাজই হয় না। কেউ হয়তো মনে করে যে আমি আজকে রাতে পড়ে কাল পরীক্ষা দেব, কিন্তু সে সারা রাত ধরে একটা পাতাও উল্টাতে পারে না, এক পাতাতেই বসে থাকে।আবার যখন ঘুমিয়ে পড়ে তখন আবার এক নাগাড়ে দুই তিনদিন ঘুমাতে থাকে।চিকিৎসকরা বলছেন, ইয়াবার কারণে পুরোপুরি বদলে যায় মানুষের জীবন ধারা। এই পরিবর্তনটা হয় খুব দ্রুত গতিতে। ‘দিনে সে ঘুমাচ্ছে, রাতে জেগে থাকছে। পরপর কয়েকদিন সে ঘুমাচ্ছে না কিন্তু আবার একটানা ঘুমাচ্ছে। ফলে মেজাজ অত্যন্ত চরমে উঠে যাচ্ছে।কয়েকদিন পর দেখা যায় পরিবারের সবার সাথে তার ঝগড়াবিবাদ গণ্ডগোল লেগে যায়। আশেপাশের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথেও তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে শুরু করে। তার মনে হয় সবাই খারাপ। তিনি একাই শুধু ভালো।কিছুদিন পর দেখা যায় যে প্যারানয়েড হয়ে গেছে। সে ভাবতে থাকে যে সবাই তার শত্রু বা সবাই তার পেছনে লেগেছে। সে সন্দেহ করতে শুরু করে যে তাকে কেউ মেরে ফেলবে, বিষ খাওয়াবে। তারপর ধীরে ধীরে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।’
             ইয়াবা ব্যবসায়ীরা যেখানে যাকে যেভাবে মোটিভেশন করা দরকার তার কাছে সেভাবেই ইয়াবা তুলে দিচ্ছে। যেমন শিক্ষার্থীদেরকে বলছে যে, এটা খেলে তুমি রাত জেগে পড়তে পারবে। কেউ মোটা হলে তাকে বলা হচ্ছে শরীর শুকিয়ে যাবে। গানের শিল্পীকে বলছে, ইয়াবা খেলে গলার কাজ ভালো হবে।
             হেরোইন ও ফেনসিডিলের ক্ষেত্রে মানসিক সমস্যা তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু ইয়াবার ক্ষেত্রে মানসিক সমস্যা তৈরি হতে সময় লাগে না। ইয়াবা হচ্ছে অনেক বেশি মানসিক অবস্থার উপর নির্ভরশীল ড্রাগ যেখানে হেরোইন আর ফেনসিডিল শারীরিকভাবে নির্ভরশীল। ইয়াবা হচ্ছে এমফিটামিন জাতীয় ড্রাগ- মেথাএমফিটামিন।
              অনেকের মনে করেন, ইয়াবা ট্যাবলেটের মতো গিলে খাওয়া হয়। আসলে কিন্তু তা নয়।হেরোইনের মতো করেই খেতে হয় ইয়াবা। এলোমুনিয়ামের ফয়েলের উপর ইয়াবা ট্যাবলেট রেখে নিচ থেকে তাপ দিয়ে ওটাকে গলাতে হয়। তখন সেখান থেকে যে ধোঁয়া বের হয় সেটা একটা নলের মাধ্যমে মুখ দিয়ে গ্রহণ করা হয়। তখন সেটা মুহূর্তের মধ্যেই সরাসরি স্নায়ুতন্ত্রে গিয়ে প্রভাব ফেলতে শুরু করে। (courtesy : the daily Nayadiganta, June 02, 2018.)
              We should become careful about our near & dear ones. লক্ষণ গুলো জানা থাকলে আমরা বুঝতে পারব কেহ বিপথে পা দিচ্ছে কী না। কারণ, বাংলাদেশে বর্তমানে ইয়াবাসেবীর সংখ্যা ৭০ লাখের উপরে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মাদকাসক্তদের ৫৮ শতাংশ ইয়াবাসেবী। ২৮ শতাংশ আসক্ত ফেনসিডিল এবং হেরোইনে।
               



12
Common Forum/Request/Suggestions / one-time plastic cup
« on: June 04, 2018, 12:25:27 PM »
আজকাল এমন কোন অনুষ্ঠান কল্পনা করা যায় না, যেখানে one-time plastic cup ব্যবহৃত হয় না। অথচ এর ক্ষতিকর দিকটা দেখা হয় না। "প্লাস্টিকের প্যাকেজিং, ডিসপোজেবল কাপ (ওয়ানটাইম কাপ) ও রাবার কনটেইনারে ব্যবহৃত  নামক রাসায়নিক পদার্থটি মানব দেহে গেলে এক সময় তা থেকে ক্যান্সার ও লিউকেমিয়া হতে পারে। বিশস্বাস্থ্য সংস্থা বলেছে, লেটেক্স তৈরিতে, সিনথেটিক রাবার ও পলিয়েস্টারিন তৈরিতে স্টাইরিন নামক রাসায়নিকটি ব্যবহার হয়। এই পদার্থটি ফুড অ্যান্ড ড্রিংক প্যাকেজিংয়েও ব্যবহার হয় যেমন জুস প্যাকেট, খাবার প্যাকেট, ডিসপোজেবল কাটলারি ও ফাইবার গ্লাসে থাকে। ৪০ বছর ধরে গবেষকেরা বলছেন যে এটা কারসিনোজেকি অর্থাৎ দেহে ক্যান্সার সৃষ্টিকারী কিন্তু গত সপ্তাহেই কেবল এর সুনির্দিষ্ট বিপদের মাত্রার কথা বলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, যারা স্টাইরিন নিয়ে কাজ করে তাদের লিউকেমিয়া হওয়ার দ্বিগুণ ঝুঁকি থাকে এবং তাদের নাকের ক্যান্সার হওয়ার ঝুঁকি পাঁচগুণ বেশি। ডেইলি মেইল অন লাইনে গত ৩১ মে এ গবেষণাটির সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মানুষ স্টাইরিনের ছোঁয়ায় আসে পরিবেশ থেকে। আবার প্রিন্টার, ফটোকপিয়ারের সাথে যারা কাজ করে এবং সিগারেট পান করে তারাও স্ট্রাইরিনের ক্ষতিকর প্রভাবে প্রভাবিত।" (সুত্র ঃ দৈঃ নয়াদিগন্ত , june 02, 2018) 

13
প্রথমতঃ আমি মুফতি নই। তাই নিজে কক্ষনো কোন রায় পেশ না করে,  আমি সর্বদা নির্ভরযোগ্য মুফতিদের শরণাপন্ন হই। এখানে নির্ভরযোগ্য একটি স্থান থেকে কোট করছি।

" রোজা অবস্থায় টুথপেস্ট ও মাজন দিয়ে াদাঁত পরিস্কার করা মাকরুহ।কারণ,  এগুলোর মধ্যে এক ধরণের স্বাদ রয়েছে। যা কণ্ঠনালীতে যাওয়ার আশংকা রয়েছে।  এগুলোর কিছু কণ্ঠনালীতে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে।"
সূত্র: ফাতহুল কাদির: ২/২৬৬, ফাতোয়া হক্কানিয়া: ৪/১৬৮। 

দ্রঃ http://ourislam24.com/2018/05/26

15
Common Forum/Request/Suggestions / british জুলম
« on: April 25, 2018, 11:09:16 AM »
ব্রিটিশরা সারা দুনিয়ায় অনেক জুলম করে। কিন্তু ইংরেজি প্রীতির কারণে আমরা ও গুলো ভুলে যাচ্ছি। কিছুটা জানার জন্য পড়তে পারেন http://ourislam24.com/2018/04/24/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF/

Pages: [1] 2 3 ... 7