Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - monirulenam

Pages: 1 ... 16 17 [18] 19
259
Nice post.

260
IT Forum / Re: 3 Easy Ways To Install Windows 10 Technical Preview
« on: October 20, 2014, 03:09:06 PM »
Thanks

261
IT Forum / Re: Satellite কিভাবে কাজ করে ?
« on: October 20, 2014, 03:08:23 PM »
Nice

263
History / Subhas Chandra Bose and his Ideology
« on: October 15, 2014, 05:49:03 PM »
Subhas Chandra Bose (About this sound listen (help·info); 23 January 1897 – 18 August 1945 (aged 48)[1]) was an Indian nationalist whose defiant patriotism made him a hero in India, but whose attempt during World War II to rid India of British rule with the help of Nazi Germany and Japan left a troubled legacy.[4][5][6] The honorific Netaji (Hindustani language: "Respected Leader"), first applied to Bose in Germany, by the Indian soldiers of the Indische Legion and by the German and Indian officials in the Special Bureau for India in Berlin, in early 1942, is now used widely throughout India.[7]

Earlier, Bose had been a leader of the younger, radical, wing of the Indian National Congress in the late 1920s and 1930s, rising to become Congress President in 1938 and 1939.[8] However, he was ousted from Congress leadership positions in 1939 following differences with Mohandas K. Gandhi and the Congress high command.[9] He was subsequently placed under house arrest by the British before escaping from India in 1940.[10]

Bose arrived in Germany in April 1941, where the leadership offered unexpected, if sometimes ambivalent, sympathy for the cause of India's independence, contrasting starkly with its attitudes towards other colonised peoples and ethnic communities.[11][12] In November 1941, with German funds, a Free India Centre was set up in Berlin, and soon a Free India Radio, on which Bose broadcast nightly. A 3,000-strong Free India Legion, comprising Indians captured by Erwin Rommel's Afrika Korps, was also formed to aid in a possible future German land invasion of India.[13] During this time Bose also became a father; his wife, [3] or companion,[2] Emilie Schenkl, whom he had met in 1934, gave birth to a baby girl.[3][11] By spring 1942, in light of Japanese victories in southeast Asia and changing German priorities, a German invasion of India became untenable, and Bose became keen to move to southeast Asia.[14] Adolf Hitler, during his only meeting with Bose in late May 1942, suggested the same, and offered to arrange for a submarine.[15] Identifying strongly with the Axis powers, and no longer apologetically, Bose boarded a German submarine in February 1943.[16][17] In Madagascar, he was transferred to a Japanese submarine from which he disembarked in Japanese-held Sumatra in May 1943.[16]

With Japanese support, Bose revamped the Indian National Army (INA), then composed of Indian soldiers of the British Indian army who had been captured in the Battle of Singapore.[18] To these, after Bose's arrival, were added enlisting Indian civilians in Malaya and Singapore. The Japanese had come to support a number of puppet and provisional governments in the captured regions, such as those in Burma, the Philippines and Manchukuo. Before long the Provisional Government of Free India, presided by Bose, was formed in the Japanese-occupied Andaman and Nicobar Islands.[18][19] Bose had great drive and charisma—creating popular Indian slogans, such as "Jai Hind,"—and the INA under Bose was a model of diversity by region, ethnicity, religion, and even gender. However, Bose turned out to be militarily unskilled,[20] and his military effort was short lived. In late 1944 and early 1945 the British Indian Army first halted and then devastatingly reversed the Japanese attack on India. Almost half the Japanese forces and fully half the participating INA contingent were killed.[21] The INA was driven down the Malay Peninsula, and surrendered with the recapture of Singapore. Bose had earlier chosen not to surrender with his forces or with the Japanese, but rather to escape to Manchuria with a view to seeking a future in the Soviet Union which he believed to be turning anti-British. He died from third degree burns received when his plane crashed in Taiwan.[22] Some Indians, however, did not believe that the crash had occurred,[23] with many among them, especially in Bengal, believing that Bose would return to gain India's independence.[24][25]

The Indian National Congress, the main instrument of Indian nationalism, praised Bose's patriotism but distanced itself from his tactics and ideology, especially his collaboration with Fascism.[26] The British Raj, though never seriously threatened by the INA,[27] [28] charged 300 INA officers with treason in the INA trials, but eventually backtracked in the face both of popular sentiment and of its own end.[29][26][6]

      Ideology  :

Bose advocated complete unconditional independence for India, whereas the All-India Congress Committee wanted it in phases, through Dominion status. Finally at the historic Lahore Congress convention, the Congress adopted Purna Swaraj (complete independence) as its motto. Gandhi was given rousing receptions wherever he went after Gandhi-Irwin pact. Subhas Chandra Bose, travelling with Gandhi in these travels, later wrote that the great enthusiasm he saw among the people enthused him tremendously and that he doubted if any other leader anywhere in the world received such a reception as Gandhi did during these travels across the country. He was imprisoned and expelled from India. Defying the ban, he came back to India and was imprisoned again.

Bose was elected president of the Indian National Congress for two consecutive terms, but had to resign from the post following ideological conflicts with Mohandas K. Gandhi and after openly attacking the Congress' foreign and internal policies. Bose believed that Gandhi's tactics of non-violence would never be sufficient to secure India's independence, and advocated violent resistance. He established a separate political party, the All India Forward Bloc and continued to call for the full and immediate independence of India from British rule. He was imprisoned by the British authorities eleven times. His famous motto was: "Give me blood and I will give you freedom".

His stance did not change with the outbreak of the Second World War, which he saw as an opportunity to take advantage of British weakness. At the outset of the war, he left India, travelling to the Soviet Union, Nazi Germany and Imperial Japan, seeking an alliance with each of them to attack the British government in India. With Imperial Japanese assistance, he re-organised and later led the Azad Hind Fauj or Indian National Army (INA), formed with Indian prisoners-of-war and plantation workers from British Malaya, Singapore, and other parts of Southeast Asia, against British forces. With Japanese monetary, political, diplomatic and military assistance, he formed the Azad Hind Government in exile, and regrouped and led the Indian National Army in failed military campaigns against the allies at Imphal and in Burma.

His political views and the alliances he made with Nazi and other militarist regimes at war with Britain have been the cause of arguments among historians and politicians, with some accusing him of fascist sympathies, while others in India have been more sympathetic towards the realpolitik that guided his social and political choices.

Subhas Chandra Bose believed that the Bhagavad Gita was a great source of inspiration for the struggle against the British.[80] Swami Vivekananda's teachings on universalism, his nationalist thoughts and his emphasis on social service and reform had all inspired Subhas Chandra Bose from his very young days. The fresh interpretation of the India's ancient scriptures had appealed immensely to him.[note 1] Many scholars believe that Hindu spirituality formed the essential part of his political and social thought throughout his adult life, although there was no sense of bigotry or orthodoxy in it.[81] Subhas who called himself a socialist, believed that socialism in India owed its origins to Swami Vivekananda.[82] As historian Leonard Gordon explains "Inner religious explorations continued to be a part of his adult life. This set him apart from the slowly growing number of atheistic socialists and communists who dotted the Indian landscape.".[83]

Bose's correspondence (prior to 1939) reflects his deep disapproval of the racist practices of, and annulment of democratic institutions in Nazi Germany.[84] However, he expressed admiration for the authoritarian methods (though not the racial ideologies) which he saw in Italy and Germany during the 1930s, and thought they could be used in building an independent India.[47]

Bose had clearly expressed his belief that democracy was the best option for India.[85] The pro-Bose thinkers believe that his authoritarian control of the Azad Hind was based on political pragmatism and a post-colonial doctrine rather than any anti-democratic belief.[citation needed] However, during the war (and possibly as early as the 1930s), Bose seems to have decided that no democratic system could be adequate to overcome India's poverty and social inequalities, and he wrote that a socialist state similar to that of Soviet Russia (which he had also seen and admired) would be needed for the process of national re-building.[86] Accordingly, some suggest that Bose's alliance with the Axis during the war was based on more than just pragmatism, and that Bose was a militant nationalist, though not a Nazi nor a Fascist, for he supported empowerment of women, secularism and other liberal ideas; alternatively, others consider he might have been using populist methods of mobilisation common to many post-colonial leaders.[47] Bose never liked the Nazis, but when he failed to contact the Russians for help in Afghanistan, he approached the Germans and Italians for help. His comment was that if he had to shake hands with the devil for India's independence he would do that.

264
এম সাখাওয়াত হোসেন

প্রকাশ : ২১ আগস্ট, ২০১৪

প্রথম বিশ্বযুদ্ধ মূলত শেষ হয়েছিল ইউরোপে অক্ষশক্তির বিশেষ করে জার্মানির পরাজয় এবং ‘আর্মেস্টিক’ বা সামরিক যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে নভেম্বর ১১, ১৯১৮ সালে। এ যুদ্ধবিরতি হয় চার বছর তিন মাস এক সপ্তাহ যুদ্ধের পর। চুক্তি সম্পাদিত হয় ফ্রান্সের ভারসাই প্যালেসে, যা ইতিহাসে ভারসাই চুক্তি নামে পরিচিত। ভারসাই চুক্তিতে যেসব শর্ত রাখা হয়েছিল, সেগুলো ছিল জার্মানির জন্য অপমানজনক। বিশ বছর জার্মানিকে যুদ্ধের ক্ষতিপূরণ এবং অস্ত্র তৈরি ও মজুদের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তখন মনে করা হয়েছিল, এ চুক্তির ফলে ইউরোপে জার্মানির মতো কোনো শক্তির উত্থান হবে না। ইতিহাস তেমন সাক্ষ্য দেয়নি। ১০ বছরের মাথায় নাৎসি পার্টির আত্মপ্রকাশ ঘটে এবং সেই পার্টি জার্মানির ক্ষমতা দখল করে এবং বিশ বছরের মাথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। পাঁচ বছর চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইউরোপের বহু দেশ বহু জনপদ ধ্বংস হয়। ওই যুদ্ধেও যুক্তরাষ্ট্র প্রায় শেষের দিকে যোগ দেয়ার পর জার্মানি যুদ্ধে পিছু হটতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ ঠেকাতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির যুক্তরাষ্ট্র ছাড়া ৫৫ লাখ ২৫ হাজার সামরিক সদস্য মৃত্যুবরণ করেন। ১ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৫০০ আহত এবং ৪১ লাখ ২১ হাজার নিখোঁজ হয়। অপরদিকে মধ্যশক্তির বাহিনীগুলো ৪৩ লাখ ৮৬ হাজার নিহত, ৮৩ লাখ ৮৮ হাজার আহত এবং ৩৬ লাখ ২৯ হাজার সদস্য নিখোঁজ হন। প্রায় ৭০ লাখ বেসামরিক ব্যক্তি নিহত হন। ওই যুদ্ধে বিশ্ব মানচিত্রে বিশাল পরিবর্তন সূচিত হয়। মৃত্যু হয় অস্ট্রো-হাঙ্গেরি, জার্মান, রাশিয়ান এবং ওসমানিয়া সাম্রাজ্যের। জন্ম হয় মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন দেশের। জন্ম নেয় লীগ অব নেশনসের। এছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যে উঠে আসে নতুন নেতৃত্ব।
ইতিহাসের এতখানি পুনঃউল্লেখ করলাম এ কারণে যে, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী উদযাপনের চার বছরের আনুষ্ঠানিকতার আয়োজন ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ব মিডিয়াতে বিশ্বযুদ্ধের সূচনালগ্নের আনুষ্ঠানিকতা প্রচারিত হচ্ছে। মূল আনুষ্ঠানিকতা হবে নভেম্বর ১১, ২০১৪ থেকে নভেম্বর ১১, ২০১৮ সাল পর্যন্ত। কারণ নভেম্বরের ১১ তারিখে জার্মানি এবং অক্ষশক্তি আত্মসমর্পণ করেছিল। জুলাই ২৮ থেকে নভেম্বর ১১ পর্যন্ত ভিন্ন মাত্রায় শুরু হয়েছে এ শতবর্ষ উদযাপন।
ইতিমধ্যেই ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম ও অন্যান্য ইউরোপীয় সাবেক মিত্র দেশ শতবর্ষ উদযাপন শুরু করেছে। অন্যদিকে অস্ট্রিয়া এ যুদ্ধ শুরু করার কারণগুলো বর্তমান প্রজন্মকে বোঝাতে জুন ২৮, ২০১৪ সাল থেকে মিডিয়াতে প্রচার শুরু করেছে। ব্রিটেন, ফ্রান্স আর বেলজিয়াম পুরো সময়ের আনুষ্ঠানিকতার সূচি তৈরি করে প্রচার শুরু করেছে। তবে এ আনুষ্ঠানিকতায় পরিবর্তিত ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানির কী অবস্থান তা এখনও পরিষ্কার নয়। ইউরোপের সঙ্গে রাশিয়ার যোগ দেয়ার সম্ভাবনা কম। কারণ ইউক্রেন নিয়ে স্বস্তিতে নেই রাশিয়া। অস্ট্রিয়া অর্থাৎ পূর্বতন অস্ট্রো-হাঙ্গেরি কোন পথ অবলম্বন করে তাও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র অবশ্যই ইউরোপের সাবেক মিত্রশক্তির সঙ্গে যোগ দেবে। কারণ যুক্তরাষ্ট্রের সৈনিকদের সমাধি রয়েছে ফ্রান্স, বেলজিয়াম আর হল্যান্ডে।
চার বছরব্যাপী এ আনুষ্ঠনিকতার পেছনে যে শুধু ওই সময়কাল এবং প্রথম বিশ্বযুদ্ধে হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে, তা নয়। এর পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ রয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের ঘটনাবলি, নতুন আঙ্গিকে রুশ-মার্কিন তথা ইইউ-রুশ টানাপোড়েন ইউরোপে যে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, তাতে খুব একটা স্বস্তিতে নেই ইউরোপ তথা ব্রিটেনের নেতারা। রাশিয়ার অর্থনৈতিক অবরোধের শিকার হতে যাচ্ছে এসব দেশ। ব্রিটেন ইতিমধ্যেই এর প্রভাব টের পেতে শুরু করেছে। রাশিয়ার বিনিয়োগ এবং ব্রিটিশ ব্যাংকে গচ্ছিত অর্থ মধ্যপ্রাচ্য তথা অন্যান্য দেশে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হালে পাল্টা জবাব হিসেবে রাশিয়া ইউরোপ থেকে খাদ্যসামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করায় ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে এর নেতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে ইসরাইলের গাজা আগ্রাসন তথা মধ্যপ্রাচ্য নীতির বিরোধিতায় সোচ্চার ইইউ’র বহু দেশের জনগণ বিশেষ করে ব্রিটেনের জনগণ সরকারের ইসরাইল নীতির বিরুদ্ধে ক্রমেই ফুঁসে উঠছে। একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ প্রতিমন্ত্রী সরকারের ইসরাইল নীতির বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে পদত্যাগ করেছেন। ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দেশেও ইসরাইলের প্রতি বর্তমান প্রজন্মের এক ধরনের বিদ্বেষ জন্ম নিয়েছে। ব্রিটেন তথা ফ্রান্সের সরকার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলবিরোধীদের কর্মকাণ্ডকে হিব্র“ জাতির বিরুদ্ধে অবস্থান হিসেবে আখ্যায়িত করছে। এসব রাজনৈতিক বিষয়কে স্তিমিত করতে এবং জনগণের দৃষ্টি চলমান বিশ্ব পরিস্থিতি থেকে সরাতে সাহায্য করতে পারে এ চার বছরব্যাপী অনুষ্ঠান- এ উদ্দেশ্যেই এত সময় ধরে এসবের আয়োজন করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা এখনও কাটেনি। ইউরো জোনের বহু দেশে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। রাশিয়া, মধ্যপ্রাচ্য আর ইরানের সঙ্গে বিবাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপীয় দেশ। এ চার বছর ইউরোপের অর্থবাজারে যোগ হবে পর্যটকদের বিলিয়ন বিলিয়ন ডলার। এমনই উদ্দেশ্যে অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ডের যুদ্ধক্ষেত্রগুলোতে নতুন নতুন হোটেল স্থাপন এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি চার বছরের অনুষ্ঠানকে ঘিরেই করা হয়েছে এবং হচ্ছে। ইউরোপে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রগুলোকে এমন আকর্ষণীয় ও চাকচিক্যময় করে তোলা হয়েছে, যাতে পর্যটকদের আকর্ষণ করা যায়।
অনুষ্ঠানসূচির বাস্তবায়ন আমি স্বচোখে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে আলোচিত অভিযানের ক্ষেত্র ফ্রান্সের নরমান্ডি উপকূলে সফরের সময়। সমগ্র উপকূলে এবং কমনওয়েলথের সমাধিক্ষেত্রসহ অন্যান্য জায়গায় এ বছরের ছয় মাসের মধ্যে ৪০ লাখ পর্যটকের সমাগম হয়েছিল। আমি এবং আমার সফরসঙ্গীরাও ওই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত। কাজেই যুদ্ধক্ষেত্রভিত্তিক পর্যটন এসব দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। ইতিমধ্যে ফ্রান্স ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভিন্ন তারিখভিত্তিক অনুষ্ঠানের। ব্রিটেনও আনুষ্ঠানিকভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর মধ্যেই অনেক অনুষ্ঠান শেষ হয়েছে।
এর উল্টো চিত্র বসনিয়ার রাজধানী সারায়েভোতে। গ্যাভরিলো প্রিনসিপকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে তার বাড়িকে আবার জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। যে জায়গা থেকে প্রিনসিপ ফারডিনান্ডকে লক্ষ্য করে গুলি ছোড়েন, সেখানে স্থাপন করা হয়েছে প্রিনসিপের মূর্তি। বলকান রাষ্ট্রগুলোর বর্তমান প্রজন্ম মনে করে, প্রিনসিপ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এ ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের কারণ হতে পারে না। যুদ্ধ হয়েছিল ওই সময়কার যুদ্ধবাজ নেতাদের উচ্চাভিলাষের কারণে।
একইভাবে প্রশ্ন উঠছে ব্রিটেন ও জার্মানিতে। বিশেষ করে জার্মানির বর্তমান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের প্রজন্ম এ দুই যুদ্ধ, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির যোগদানের যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না। জবাব দিতে পারছে না ইতিহাসবিদরা। ফ্রান্স যখন আগস্ট ৩, ২০১৪ সালে অর্থাৎ জার্মানি কর্তৃক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দিন জার্মানি সীমান্তের কাছে হারটমানস্ উইলার পাহাড়ে যুদ্ধ স্মরণে ওই দিন উদযাপন করেছিল, তখন স্বভাবতই জার্মানির বর্তমান প্রজন্মের এ প্রশ্নের উত্তর খুঁজে পায়নি ইতিহাসবিদরা।
প্রশ্ন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ কি থামাতে পেরেছিল দুই দশকের মাথায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র ৭০ বছর আগের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় চার দশক টানটান উত্তেজনা বিরাজ করেছিল দুই পরাশক্তিতে বিভক্ত বিশ্ব। সে অবস্থার পরিবর্তন হলেও পৃথিবীতে শান্তি আসেনি। ঘটা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত না হলেও এখন মধ্যপ্রাচ্য, ইউক্রেনে যা ঘটছে তাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বললে অত্যুক্তি হবে না।
চলমান ইসরাইলি আগ্রাসন এবং গাজায় যে ধরনের বর্বরোচিত হামলায় শিশুসহ বেসামরিক নাগরিককে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তা নাৎসি জার্মানির সময়ের ইহুদি নিধনকেও হার মানায়। এর বিরুদ্ধে সোচ্চার নয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়গুলোর ভয়াবহতা স্মরণ করে যদি আজকের প্রজন্মের বিশ্ব নেতারা বিশ্বশান্তির উদ্যোগ নিত, তাহলে গাজার প্রায় দুই হাজার নিরীহ প্রাণ নিঃশেষ আর ষাট হাজার মানুষ গৃহহীন হতো না। প্যালেস্টাইন সমস্যার সমাধান বহু আগেই হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও বিশ্বে যুদ্ধবাজ নেতার অভাব নেই। ইরাক আর আফগানিস্তান আক্রমণ তার জ্বলন্ত উদাহরণ।
এম সাখাওয়াত হোসেন : সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা
 

265
History / Israeli-Palestinian conflict (Recent history)
« on: August 12, 2014, 01:45:29 PM »
The Israeli–Palestinian conflict is the ongoing struggle between Israelis and Palestinians that began in the mid 20th century. The conflict is wide-ranging, and the term is sometimes also used in reference to the earlier sectarian conflict in Mandatory Palestine, between the Zionist yishuv and the Arab population under British rule. The Israeli–Palestinian conflict has formed the core part of the wider Arab–Israeli conflict.
Despite the long going peace process and the general reconciliation of Israel with Egypt and Jordan, Israelis and Palestinians have failed to reach a final peace agreement. The remaining key issues are: mutual recognition, borders, security, water rights, control of Jerusalem, Israeli settlements,Palestinian freedom of movement and finding a resolution to the refugee question. The violence resulting from the conflict has prompted international actions, as well as other security and human rights concerns, both within and between both sides, and internationally. In addition, the violence has curbed expansion of tourism in the region, which is full of historic and religious sites that are of interest to many people around the world.
Many attempts have been made to broker a two-state solution, involving the creation of an independent Palestinian state alongside an independent Jewish state or next to the State of Israel (after Israel's establishment in 1948). In 2007 a majority of both Israelis and Palestinians, according to a number of polls, preferred the two-state solution over any other solution as a means of resolving the conflict. Moreover, a considerable majority of the Jewish public sees the Palestinians' demand for an independent state as just, and thinks Israel can agree to the establishment of such a state. A majority of Palestinians and Israelis view the West Bank and Gaza Strip as an acceptable location of the hypothetical Palestinian state in a two-state solution.[unreliable source?] However, there are significant areas of disagreement over the shape of any final agreement and also regarding the level of credibility each side sees in the other in upholding basic commitments.
Within Israeli and Palestinian society, the conflict generates a wide variety of views and opinions. This highlights the deep divisions which exist not only between Israelis and Palestinians, but also within each society. A hallmark of the conflict has been the level of violence witnessed for virtually its entire duration. Fighting has been conducted by regular armies, paramilitary groups, terror cells and individuals. Casualties have not been restricted to the military, with a large number of fatalities in civilian population on both sides. There are prominent international actors involved in the conflict.
The two parties engaged in direct negotiation are the Israeli government, currently led by Benjamin Netanyahu, and the Palestine Liberation Organization (PLO), currently headed by Mahmoud Abbas. The official negotiations are mediated by an international contingent known as the Quartet on the Middle East (the Quartet) represented by a special envoy that consists of the United States, Russia, the European Union, and the United Nations. The Arab League is another important actor, which has proposed an alternative peace plan. Egypt, a founding member of the Arab League, has historically been a key participant.

266
[‘‘I stated that Hiroshima and Nagasaki are among the most unspeakable crime in history.’’

‘‘আমি বলেছি হিরোশিমা ও নাগাসাকি ইতিহাসের সবচেয়ে অকথ্য অপরাধগুলির অন্তর্ভুক্ত।’’

-- Noam Chomsky]

এই মুহূর্তে পৃথিবীর দিকে তাকালে আমরা অনেকগুলি জায়গাতেই আঞ্চলিক বা স্থানীয় অশান্তির ক্ষুদ্র ক্ষুদ্র স্ফুলিঙ্গ দেখতে পাই। গাজায় একতরফা বোমাবর্ষণ হচ্ছে বেসামরিক স্থাপনাগুলিতে। এমনকি হাসপাতাল বা ত্রাণ শিবিরও রক্ষা পাচ্ছে না। প্রতিদিন মৃত মানুষের নতুন নতুন ছবি ও সংখ্যাতত্ত্ব প্রকাশিত হচ্ছে। সকালে খবরের কাগজ খুললেই মনটা বিষাদঘন হয়ে যায়। যেদিক তাকাই সেখানেই ধ্বংস।

আফগানিস্তানে প্রায়ই নিরাপরাধ মানুষের উপর ড্রোন হামলা বহু দিন ধরেই চলছে, পাকিস্তানের মসজিদে ধর্মপ্রাণ মানুষের উপর মৌলবাদের সশস্ত্র আক্রমণ ও বোমা হামলা হচ্ছে। ইরাকে শিয়া-সুন্নী আত্মঘাতী যুদ্ধ, লিবিয়া ও সিরিয়াতে যুদ্ধ, ইউক্রেনে যুদ্ধ– সর্বত্রই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অশান্তির স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি। এরই মধ্যে আবার বৃহৎ শক্তিবর্গ জলে-স্থলে শক্তির মহড়া প্রদর্শনও অব্যাহত রেখেছে। এই সেদিন আমাদের ঘরের কাছে জাপান-চীন সমুদ্র সীমান্তে আমেরিকান যুদ্ধজাহাজ ও জাপানি নৌবহরের সামরিক মহড়া হয়ে যাওয়ার পর চীন এবং রাশিয়াও সেখানে একটি যুক্ত সামরিক অনুশীলন প্রদর্শন করেছে।

এসব দেখে শুনে মানুষের মানবিকতা ও শুভ শক্তিতে যাদের আস্থা শেষ হয়ে গেছে, তারা আজ প্রধানত হতাশা ও আশঙ্কার কথাই বলছেন। তারা বলছেন–

ক.

যুদ্ধ অনিবার্য, তাই আমাদেরকে আগে থেকেই শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুত হতে হবে। যুদ্ধের মাধ্যমেই বেঁচে থাকতে হবে। শান্তির ললিত বাণী পরিহাসের মতো শোনাচ্ছে।

খ.

তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করা অসম্ভব, সুতরাং অসহায়ের মতো মরতে না চাইলে আজ আমাদের প্রয়োজন হবে নিজস্ব আণবিক সক্ষমতা। তাই আমাদের উচিত আণবিক বোমা প্রস্তুত করা। সুতরাং অস্ত্র প্রতিযোগিতায় আমাদের শরীক হতে হবে।

আসলেই কি এ বক্তব্য ঠিক?

যুদ্ধের আশঙ্কা যে একদম নেই, শক্রর কায়কারবার দেখে রক্তে যে আগুন জ্বলে যায় না, এ কথা বুকে হাত দিয়ে কেউই বলতে পারেন না। কিন্তু বহু আগে যাঁর তত্ত্ব আশ্রয় করেই শেষ পর্যন্ত আণবিক বোমা আবিস্কৃত হয়েছিল সেই সমাজ সচেতন মানবতাবাদী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন–

I didn’t know with what weapons world war three will be fought, but world war four will be fought with stick and stones.

আণবিক বোমা-উত্তর পৃথিবী যে আগের পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা, এই উক্তিটি তা আমাদের পুনর্বার মনে করিয়ে দিচ্ছে।

এই বক্তব্য থেকে এ কথা স্পষ্ট, যে আঞ্চলিক খণ্ডযুদ্ধগুলি এখন পৃথিবীতে চলছে তাতে ‘আমি জিতল’, ‘সে হারল’– এটাই চূড়ান্ত কথা নয়। এসব খণ্ডযুদ্ধ পৃথিবীকে এমন এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যখন পৃথিবী জুড়েই এক মহাযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং তার পরিণতি হবে সত্যিই খুবই ভয়াবহ। সে যুদ্ধে আসলে কেউ জিতবেন না, সকলেই আমরা হারব। সেটাই আইনস্টাইনের কথা, শান্তি আন্দোলনের কথা।

যুদ্ধের মাধ্যমে শান্তি নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধানের জন্য প্রথম সচেষ্ট হতে হবে। শান্তিই কাম্য, শান্তিই সমাধান। কখনও কখনও যুদ্ধ শান্তির সাময়িক একটি উপায় হলেও তা যথার্থ উপায় নয়, ভালো উপায় তো নয়ই, অগত্যা যুদ্ধ– এভাবেই মানুষকে যুদ্ধ দেখতে হবে এবং দ্রুততর সময়ের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

তবে আত্মরক্ষা ও নিপীড়িতের সংগ্রামকে অবশ্যই সাম্রাজ্যবাদী ও আক্রমণকারীর আক্রমণ ও যুদ্ধ থেকে আলাদা করে দেখা সম্ভব। সেখানেও যুদ্ধ থামানোর জন্যই অগত্যা প্রতিরোধ যুদ্ধ করতে আমরা বাধ্য হয়েছি, এ রকম দৃষ্টিভঙ্গি থাকা দরকার। সবচেয়ে নিষ্ঠুর যুদ্ধেরও তাই একটি নিয়ম থাকতে হয়। মহাভারতে যেমন আছে চরম শক্রর মধ্যেও নারী ও নাবালকরা অবধ্য।

যুদ্ধ কত ভয়াবহ হতে পারে তারই একটি ছোট ইঙ্গিত তৈরি হয়েছিল ১৯৪৫ সালের ৬ আগস্ট। আমরা হাতে-কলমে সেদিন টের পেয়েছিলাম একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতির চেহারা কতটা বীভৎস হতে পারে। ওই দিন হিরোশিমাতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ সংঘটিত হয়। তাই প্রতি বছর হিরোশিমা দিবসে মানবজাতি স্মরণ করে সেই সব হতভাগ্য নিরপরাধ মানুষকে যারা সেদিন কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

তফাৎ শুধু এটুকু ছিল যে, কোনো বস্তু আগুনে পুড়লে তার ছাইটুকু মাটিতে চিহ্ন হিসেবে পড়ে থাকতে দেখা যায়। সেদিন প্রথমে যে বিয়াল্লিশ হাজার লোক মারা যান (প্রথম দিনেই মৃত্যুবরণকারী মোট সত্তর হাজার লোকের মধ্যে ষাট শতাংশ তৎক্ষণাৎ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন আর ত্রিশ শতাংশ মৃত্যুবরণ করেছিলেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, বাকি দশ শতাংশ অন্য নানা কারণে) তাদের তা-ও ছিল না। পারমাণবিক তেজষ্ক্রিয়ার ধ্বংস ক্ষমতা প্রায় ২১ কিলোটন টিএনটির সমান। পারমাণবিক বোমা-সৃষ্ট উত্তাপ প্রায় ৩৯০০ ডিগ্রি সেলসিয়াসের সমান। এর কারণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন যারা, তাদের অনেকের ছাইভস্মটুকুও খুঁজে পাওয়া যায়নি।

যারা এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে বেঁচে ছিলেন, আজীবন স্মৃতি তাদেরকে তাড়া করে ফিরেছে। ঘটনার পঁয়ষট্টি বছর পর ২০১০ সালে তাদের একজনের বর্ননায় শোনা যায়, ‘‘আমার মা কোথায় যেন উবে গেলেন, পড়ে রইল শুধু তাঁর স্টিলের ঘড়ির ব্যান্ডটি।’’ আবার কেউ বলছেন, ‘‘কারও পুরো শরীরটা পুড়ে কঙ্কাল হয়ে গেছে, আর পোড়া হাড়ের সঙ্গে আটকে রয়েছে কোলের কয়লা হয়ে যাওয়া পোড়া শিশুটি।’’

এসব বর্ণনা গত রাতে যখন ইন্টারনেট থেকে চিত্রসহ বার করছিলাম, তখন আমার বার বছরের মেয়ে এগুলি দেখতে দেখতে পড়তে পড়তে দ্রুত মুখ ঢেকে ঘর থেকে ছুটে বের হয়ে গিয়েছিল। পরে সে ফিরে এসে রাতে শোয়ার আগে আমাকে ‘শুভরাত্রি’ জানিয়ে বলেছে, তখনও নাকি তার ভয় করছে, রাতে যদি আবার দেখতে হয় যুদ্ধের দুঃস্বপ্ন!

সাধারণ মানুষ কখনওই আরেকটি হিরোশিমা দেখতে চায় না। অন্তত এসব শিশুদের মনস্তত্ত্বের কথা ভেবে আমরা বড়রা আজ নিশ্চয়ই প্রতিজ্ঞা করব– “পারমাণবিক যুদ্ধ কখনও নয়, কখনও নয়।” কল্পনা করুন, যদি সত্যি লাদেনের হাতে পারমাণবিক বোমা থাকত তাহলে আজ পৃথিবীটা কী রকম হত!

এই প্রশ্নের জবাব পাওয়া যায় আত্মসমর্পণকারী জাপানি রাষ্ট্রনায়কদের মুখ থেকে। পারমাণবিক বোমার অসীম ধ্বংসক্ষমতা দেখে জাপানের সম্রাট হিরোহিতো অবশেষে আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করেন।       
এম এম আকাশ

267
Economy / Economy of Bangladesh
« on: August 06, 2014, 02:04:40 PM »
The economy of Bangladesh is a rapidly developing capitalist economy.[13] Its per capita income in 2012 was estimated to be US$2,800 (adjusted by purchasing power parity). According to the International Monetary Fund, Bangladesh ranked as the 37th largest economy in the world in 2013 in PPP terms and 36th largest in nominal terms with a gross domestic product of US$419 billion in PPP terms and US$173.8 billion in nominal terms http://www.thefinancialexpress-bd.com/2014/05/20/34963. The economy has grown at the rate of 6-7% per annum over the past few years. The growth potential of the economy has led to Bangladesh's inclusion in the Next Eleven (N-11) of Goldman Sachs and the Global Growth Generators countries. More than half of the GDP is generated by the service sector; while nearly half of Bangladeshis are employed in the agriculture sector. Other goods produced are textiles, jute, fish, vegetables, fruit, leather and leather goods, ceramics, ready-made goods. Bangladesh is considered as the next Asian Tiger Economy.[14]

Exports of textiles and garments are the largest source of foreign exchange earnings. Shipbuilding, pharmaceuticals and consumer goods manufacturing are important emerging industries, while the jute sector is re-emerging with increasing global demand for green fibres. Remittances from Bangladeshis working overseas, mainly in the Middle East, are another major source of foreign exchange earnings. Other important export sectors include fish and seafood, ceramics, cement, fertilizer, leather and leather goods, food products, software and IT services. Bangladesh has also made major strides in its human development index.[15]

The land is devoted mainly to rice and jute cultivation as well as fruits and other produce, although wheat production has increased in recent years; the country is largely self-sufficient in rice production.[15][15] The country's tea-growing regions, located in the eastern divisions of Sylhet and Chittagong, are among the major tea producing-areas of the world. Bangladesh's growth of its agricultural industries is due to its fertile deltaic land that depend on its six seasons and multiple harvests.[15]

Transportation, communication, water distribution, and energy infrastructure are rapidly developing.[15] Bangladesh is limited in its reserves of oil, but recently there has been huge development in gas and coal mining. The service sector has expanded rapidly during last two decades and the country's industrial base remains very positive.[15] The country's main endowments include its vast human resource base, rich agricultural land, relatively abundant water, substantial reserves of natural gas and coal, major seaports at Chittagong and Mongla, and its central strategic location at the crossroads of the two large burgeoning economic hub groups of SAARC and ASEAN.[15]   From Wikipedia, the free encyclopedia

268
History / Bangladesh
« on: August 05, 2014, 06:32:29 PM »
Bangladesh
From Wikipedia, the free encyclopedia
This article is about the People's Republic of Bangladesh. For other uses, see Bangladesh (disambiguation).
Page semi-protected
Page move-protected
Bangla    This article contains Bengali text. Without proper rendering support, you may see mojibake instead of Bengali script.
People's Republic of Bangladesh

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
    Gônôprôjatôntri Bangladesh

   
Flag    Emblem
Anthem:

    Amar Sonar Bangla
    আমার সোনার বাংলা
    Menu
    0:00

    Government Seal of Bangladesh
    বাংলাদেশ সরকার সীলমোহর


    Seal of Ministries and the Government of Bangladesh

Capital
and largest city    Dhaka
23°42′N 90°21′E
Official languages    Bangla (Bengali)
Other languages    English
Ethnic groups (1998[1])    

    98% Bengali
    2% other

Demonym    Bangladeshi
Government    Unitary parliamentary republic
 -     President    Abdul Hamid
 -     Speaker of the House    Shirin Sharmin Chaudhury
 -     Prime Minister    Sheikh Hasina
 -     Chief Justice    Md. Muzammel Hossain
Legislature    Jatiyo Sangshad
Formation
 -     Partition of British India    14 August 1947
 -     Declaration of Independence    26 March 1971
 -     Liberation of Bangladesh    16 December 1971
 -     Constitution    4 November 1972
Area
 -     Total    147,570 km2 (94th)
56,977 sq mi
 -     Water (%)    6.4
Population
 -     March 2013 estimate    150,039,000[2] (8th)
 -     Density    1,033.5/km2 (12th)
2,676.8/sq mi
GDP (PPP)    2013 estimate
 -     Total    $324.628 billion[2] (43rd)
 -     Per capita    $2,083[2] (154th)
GDP (nominal)    2013 estimate
 -     Total    $153.58 billion[3] (43rd)
 -     Per capita    $899[2] (150th)
Gini (2010)    32.1[4]
medium
HDI (2013)    Increase 0.558[5]
medium · 142nd
Currency    Taka (৳) (BDT)
Time zone    BST (UTC+6)
Date format    

    dd-mm-yyyy (dd-mm-yy)
    Era দদ-মম-বববব (CE−594)

Drives on the    left
Calling code    +880
ISO 3166 code    BD
Internet TLD    .bd
.বাংলা

Bangladesh /bɑːŋlɑːdɛʃ/; Listeni/ˌbæŋɡləˈdæʃ/ (Bengali: বাংলাদেশ, pronounced: [ˈbaŋlad̪eʃ] ( listen), lit. "The nation of Bengal"), officially the People's Republic of Bangladesh (Bengali: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ Gônôprôjatôntri Bangladesh), is a country in South Asia. It is bordered by India to its west, north and east; Burma to its southeast and separated from Nepal and Bhutan by the Chicken’s Neck corridor. To its south, it faces the Bay of Bengal. Bangladesh is the world's eighth-most populous country, with over 160 million people, and among the most densely populated countries. It forms part of the ethno-linguistic region of Bengal, along with the neighbouring Indian states of West Bengal and Tripura.

The present-day borders of Bangladesh took shape during the Partition of Bengal and British India in 1947, when the region used to be known as East Pakistan, as a part of the newly formed state of Pakistan. It was separated from West Pakistan by 1,400 km of Indian territory. Due to political exclusion, ethnic and linguistic discrimination and economic neglect by the politically dominant western wing, nationalism, popular agitation and civil disobedience led to the Bangladesh Liberation War and independence in 1971. After independence, the new state endured poverty, famine, political turmoil and military coups. The restoration of democracy in 1991 has been followed by relative calm and economic progress. In 2014, the Bangladeshi general election was boycotted by major opposition parties, resulting in a parliament and government dominated by the Awami League and its smaller coalition partners.

Bangladesh is a unitary parliamentary republic with an elected parliament called the Jatiyo Sangshad. Bengalis form the country's largest ethnic group, along with indigenous peoples in northern and southeastern districts. Geographically, the country is dominated by the fertile Bengal delta, the world's largest delta. The four largest and constitutionally recognized religions in the country are Islam (89%), Hinduism (8%), Buddhism (1%) and Christianity (0.5%).

Bangladesh is identified as a Next Eleven economy. It has achieved significant strides in human and social development since independence, including in progress in gender equity, universal primary education, food production, health and population control.[6][7][8] However, Bangladesh continues to face numerous political, economic, social and environmental challenges, including political instability, corruption, poverty, overpopulation and climate change.

Bangladesh is a founding member of SAARC, the Developing 8 Countries and BIMSTEC. It contributes one of the largest peacekeeping forces to the United Nations. It is a member of the Commonwealth of Nations, the Organization of Islamic Cooperation and the Non-Aligned Movement

269
   ওয়ার্ল্ড কাপ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ডাচ ফুটবল নিয়ে এই বিশ্বকাপে আলোচনার শেষ নেই। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে পার্সির দল নেদারল্যান্ডস এখন আকাশে উড়ছে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের এস্টাডিও বেইরা-রিও, পোর্টো আলেগ্রের বেইরা-রিও স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের খেলা হবে।

‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় পর্বের অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ভ্যান পার্সিরা পৌঁছে যাবেন প্রি-কোয়ার্টার ফাইনালে।

কেননা চিলির কাছে তিন গোলে হেরে অজিরা অনেক পিছিয়ে রয়েছে। আর ডাচদের বিপক্ষে হারলে তাদের বিদায় নিতে বিশ্বকাপ থেকে।

এদিকে নেদারল্যান্ডসকে লম্বা-চওড়া সনদ দিয়ে ‍দিয়েছেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। বিশ্ব আসরের সাবেক নামি-দামিরাও আর্জেন রবেনদের প্রশংসায় পঞ্চমুখ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে নেদারল্যান্ডস শিবিরে আনন্দের হাওয়া বইছে। খেলোয়াড় চোট আঘাত কিছু নেই। নেই টিমে কোনও অসন্তোষও।

ফের কমলা ঝড়ের প্রতীক্ষায় বিশ্বের ফুটবলপ্রেমীরা প্রহর গুণছেন। অপেক্ষায় আছেন কখন পাবেন পার্সি-রবেনদের পায়ের  আওয়াজ!অতীত বলে, ২০০৬ বিশ্বকাপে অজিদের কোচের দায়িত্ব পালন করেন ডাচ গাস হিডিঙ্ক। এক বছর কোচিংয়ের দায়িত্বে থেকে তিনি ওই বিশ্বকাপে দলকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

সে বার ইতালির কাছে বিতর্কিত পেনাল্টি গোলে হেরে বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।

নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া ম্যাচের আগে অস্ট্রেলিয়ানদের ওপর ভরসা করতে রাজি নন অনেক ফুটবল বিশেষজ্ঞ। ভ্যান পার্সিদের চোখ দিয়েই তারা এখন বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছেন।

ভ্যান পার্সিরাও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, গত ছয় বছর ধরে স্পেন একটা বিশ্বকাপ, দুটো ইউরো কাপ জিতেছে। সেটা ভাঙতে পেরে ভালো লাগছে আমাদের। আমাদের লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া। এই বোঝাপড়াকে কাজে লাগিয়ে ধারাবাহিকতা রক্ষা জরুরি।

এদিকে গ্রুপের প্রথম খেলায় স্পেনের বিপক্ষে প্রথম গোল করে বেশ  আত্মবিশ্বাসী-ই মনে হচ্ছিল পার্সিকে। তার ওপর দলেরও আশা-ভরসা বেড়ে যায়।

তার ভাষায়, ব্রাজিল বিশ্বকাপ নিয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছি। জানি না, আর কতদিন খেলতে পারবো? কিন্তু এই বিশ্বকাপে আমাদের একটি লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য পূরণ করতেই আমরা এগিয়ে যাচ্ছি।

সম্প্রতি ডাচ দলের কোচ লুইস ভ্যান গাল বলেছেন, আমাদের সামনে সব পথ খোলা রয়েছে। ৪-৪-৩ আমাদের পরিচিত পদ্ধতি হলেও ৫-৩-২ পদ্ধতিতে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। সব পদ্ধতিতে আমরা সাফল্য পেয়েছি। তাই সামনে এগিয়ে যাওয়া নিয়ে চিন্তার কিছু নেই৷

বিশ্ব আসরে বারবার খেলার পদ্ধতি বদল করার সাহস দেখিয়ে বর্তমানে আলেচিত কোচ হয়েছেন ভ্যান গাল।

270
১২ জুন ২০১৪। বাংলাদেশ সময় রাত ১২টার দিকে বিশ্বের কয়েক মিলিয়ন দর্শকের চোখ আটকে ‍যাবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোতে। কেউ সরাসরি মাঠে বসে, কেউ বিশ্বের বড় শহরগুলোর জায়ান্ট স্ক্রিনের সামনে, বাকিরা ড্রয়িং রুমের টিভি সেট আর ইন্টারনেটে লাইভ স্ট্রিমিংয়ের সামনে আঠার মত বসে থাকবে জমকালো এক প্রদর্শনীর জন্য। এদিন ব্রাজিলের সাও পাওলো স্টেডিয়ামে পর্দা উঠবে সবচেয়ে বৈশ্বয়িক ক্রীড়া বিনোদন ফুটবল বিশ্বকাপ ২০১৪’র।

ব্রাজিল-ক্রোয়েশিয়ার মাঠের লড়াই শুরুর আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফিফা ও আয়োজক ব্রাজিল। ফুটবলই যেখানে আসল সেখানে এমন জমকালো উদ্বোধনী প্রাসঙ্গিক কেন, সেটা জানতে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক।

একটা সময় ছিল, ফুটবল তখনো এতটা বৈশ্বয়িক আকার ধারণ করেনি। ফিফার তো জন্মই হয়নি। অলিম্পিক প্রতিরূপের মত সাংস্কৃতিক প্রদর্শনীর প্রচলন হয়নি। লিখিত আছে তখন নাকি বিশ্বকাপ আয়োজিত হতো আঞ্চলিক দলগুলোর পারস্পারিক সম্মতির মাধ্যমে।

সেই সময় ১৮৮৮ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল স্কটল্যান্ডের গ্লাসগোতে। সেখানে অংশ নেয় দুটি ক্লাব। স্কটিশ এফএ  কাপ চ্যাম্পিয়ন ‘রেনটন এফসি’ ও ইংলিশ কাপ চ্যাম্পিয়ন ‘ব্রমউইচ’। রেনটন এফসি হয় চ্যাম্পিয়ন। অর্থাৎ প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল!সেভাবে আরো দুটো বিশ্বকাপ আয়োজন করে ফেলে তারা। ততোদিনে ফিফার জন্ম হয়েছে। ফ্রান্স তখন সংস্থাটির মালিক। সংস্থাটি ফুটবলকে বিশ্বময় ছড়িয়ে দিতে শুরু করেছে। দেরিতে হলেও স্কটিশ-ইংলিশরা এর সদস্য পদ নেয়। পরে ফিফার আয়োজনে ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় আধুনিক বৈশ্বয়িক টুর্নামেন্ট বিশ্বকাপের প্রথম অফিসিয়াল আসর।

তখন অবশ্য বাছাই পর্বের ধারণা জন্ম নেয়নি। আমন্ত্রিত দেশগুলোর কেউ অংশগ্রহণে সম্মতি দিত। কেউ দূরদেশ পাড়ি দিয়ে খেলতে যেতে অস্বীকৃতি জানাতো। সেখান থেকে বিবর্তিত হয়ে এখন চার বছর পর পর বাছাই পর্ব পেরোনো ৩২টা দল নিয়ে একক বা যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ফুটবলের সবচেয়ে বড় আসরটি। অলিম্পিকের পর ক্রীড়াজগতেরই সবচেয়ে বড় আসর যেটি।

ফুটবল যত দ্রুত বৈশ্বয়িক আকার ধারণ করতে লাগলো, সমানভাবে বাড়তে লাগলো উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্ব। আয়োজক দেশের শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, শেকড়-বিবর্তন, জীবনযাত্রা বিশ্বের কয়েক মিলিয়ন মানুষের সামনে তুলে ধরতে খেলার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান তাই এখন এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে কেবল নাচ-গানের বিষয়টি প্রাধান্য পেত। এরপর যুক্ত করা হয় শিশুদের অংশগ্রহণ। ১৯৬৬ সালে ইংল্যান্ডের স্কুল ছাত্রদের খেলোয়াড়ের পোশাক পরিয়ে  পতাকা বহনের মধ্য দিয়ে এর প্রচলন শুরু। পরে ১৯৭০ বিশ্বকাপে মেক্সিকো সেটা অনুসরণ করে। যার ধারাবাহিকতা এখনো ‍বজায় আছে।

এসবের সাথে বিখ্যাত ব্যক্তিদের পারফরমেন্স, অনুপ্রেরণাদায়ী বক্তব্য, ম্যাজিক প্রদর্শনী, লেজার লাইটের মাধ্যমে আলোর নকশা এখনতো উদ্বোধনের নিয়মিত অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

সেসব রীতি অনুসরণ করা হবে ব্রাজিল বিশ্বকাপেও। দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের প্রথম কিকের মাধ্যমে যাত্রা শুরু হবে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪’র।

বিশ্বকাপের থিম হলো ‘টিম বল গেমস’। ৬০০ এর অধিক অংশগ্রহণকারী চোখ ধাঁধানো সজ্জা নিয়ে তুলে ধরবে ব্রাজিলের ‍বিখ্যাত খেলোয়াড়, ইতিহাস, ঐতিহ্যের কথা। এসব নিখুঁতভাবে আয়োজনের দায়িত্বে আছেন বেলজিয়ান আর্টিস্টিক ডিরেক্টর ডাফনো কর্নেজ। যার অধীনে গত এক বছর ধরে রিহার্সেল করছে অংশগ্রহণকারীরা।

বিশ্বকাপে অংশ নেয়া সকল দেশের ঐতিহ্যও তুলে ধরার ব্যবস্থা থাকবে। প্রতিফলক ফেলে অনুষ্ঠানস্থলের কেন্দ্রে একটি জীবন্ত বলের প্রতিকৃতি তৈরি করা হবে। যাতে ৯০হাজার গুচ্ছ লাইট ব্যবহৃত হবে। কেবল বলটি তৈরি করতেই ৭হাজার আলোক প্রক্ষেপণ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানের শেষ ২৫ মিনিট হবে সবচেয়ে জমকালো। শেষ ২০ ঘণ্টার প্রস্তুতি ও ৮৪ ঘণ্টার রিহার্সেল তুলে ধরা হবে এ অল্প সময়ে।

বিশ্বকাপ শুরুর আগের দুই ঘণ্টার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে অ্যাক্রোবেটিক জিমন্যাস্ট, ট্রাম্পোলিনিস্টের সাথে থাকবে ক্যাপোয়েরা পারফরমেন্স। ( ক্যাপোয়েরা হলো বৈবাহিক শিল্প ও নাচের মূদ্রার সমন্বয়ে শারীরিক শৃঙ্খল এবং আন্দোলনের প্রতিভাষা প্রদর্শনের মাধ্যম। ব্রাজিলীয় ক্রীতদাসরা যেটা বৈষম্যের প্রতি প্রতিবাদের ভাষা হিসেবে উপস্থাপন করতো।)টুর্নামেন্ট প্রেসিডেন্টের আমন্ত্রণে উদ্বোধণী অনুষ্ঠানে গান গাইতে আসছেন ‘প্যালেস্টাইন আইডল’ খেতাব জয়ী মধ্যপ্রাচ্যের গায়ক মোহাম্মদ আসেফ। থাকবে অরো কিছু একক পারফরমেন্স ও লেজার প্রদর্শনী।

সবশেষে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ওলে ওলা’র সাথে জেনিফার লোপেজ, পিটবুল, ক্লোদিয়া লেইটি ও ব্রাজিলের বিখ্যাত ব্যান্ড ‘ওলোডামে’র সম্মিলিত পারফরমেন্সের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এরপর শুরু হবে আসল মহারণ। মাঠে গড়াবে ফুটবল। আর ফুটবলের পিছু স্বপ্নের তারকারা। একমাস ধরে ফুটবল দেবতা কখনো যাদের দু’হাত ভরে দেবেন স্মরণীয় অনেক স্মৃতি, কখনো কেবল বেদনার জল।




Pages: 1 ... 16 17 [18] 19