Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Fahmi Hasan

Pages: 1 [2] 3 4 ... 8
16
"একটি বই একশত জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান" --- শ্রদ্ধেয় এ. পি. জে. আবদুল কালামের উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে একজন ভালো বন্ধুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা।


বাংলাদেশের প্রায় ১৩০ টি বন্ধুসভার মধ্যে ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভা অন্যতম। "বন্ধুত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের" স্বপ্ন নিয়ে প্রায় একযুগ আগে যাত্রা শুরু করে  ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে "একুশে বইমেলা-২০২১" এ প্রকাশিত "অদম্য" ম্যাগাজিন বাংলাদেশের সকল বন্ধুসভার মধ্যে ২য় স্থান অর্জন করেছে। এছাড়াও বন্ধুদের লিখা প্রকাশিত হচ্ছে প্রথমআলো বন্ধুসভার ওয়েবসাইটে।


ঢাকা মহানগর বন্ধু সম্মেলন এবং জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, গাজীপুর এ আয়োজিত "বন্ধু সমাবেশ" সহ জাতীয় কমিটির সকল কর্মকান্ডে ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। জাতীয় কমিটির সহায়তায় USAID, ActionAid, Save the Children ইত্যাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী যেমনঃ বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, বির্তক প্রতিযোগীতা ইত্যাদিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবলোগো তৈরীর যাত্রা শুরু বন্ধুসভার হাত ধরে এবং চলমান রয়েছে। ড্যাফোডিল বন্ধুসভার উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকান্ডসমূহঃ ড্যাফোডিলে বসন্ত, একটি সোনালী বিকেল, এসো মিলি প্রাণের টানে, নজরুল জয়ন্তী, শীতবস্ত্র বিতরণ, দুঃখী মানুষের মুখে ঈদের হাসি, পাঠচক্র, সাপ্তাহিক বন্ধু আড্ডা, বৃক্ষরোপণ কর্মসূচি, বার্ষিক বনভোজন ইত্যাদি।

পৃথিবীর প্রতিটি সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ!

https://www.facebook.com/www.campustv.ac/posts/4231055053638795

17
“শুদ্ধ সংস্কৃতি, সুস্থ প্রকৃতি” এই বিশ্বাসে কালচারাল ক্লাব এর প্রত্যেকটি সদস্য নিজ নিজ জায়গা থেকে আত্ম বিকাশ ঘটিয়ে দলবদ্ধভাবে দর্শকের মন জয় করে আসছে তাদের দুর্দান্ত এবং সফল সম্পাদনার মধ্য দিয়ে। কারণ তারা বিশ্বাস করে “সুস্থ সংস্কৃতি চর্চাই পারে একটি মানুষকে পরিশুদ্ধ করতে”।


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সর্ব সক্রিয় সংগঠন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এর যাত্রা শুরু হয় ২০০৯ সালের জুন মাসে। এই সংগঠনের অর্জন দেশের সীমানা তেই সীমাবদ্ধ নয়, দেশে এবং দেশের বাহিরে ছড়িয়ে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচার ক্লাবের নাম, ঠিক যেমন শীতের কৃষ্ণচূড়ার পাতা ছড়িয়ে থাকে সবুজ মাঠে।


বিশ্ববিদ্যালয়, আন্তঃবিশ্ববিদ্যালয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জয়ী হওয়ার পাশাপাশি আয়োজনের পিছনেও থাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এর বিরাট অবদান। Art Felicity, Foundation Day, Convocation, DIU Band fest, Asian University President Forum এর সাংস্কৃতিক পর্বের মতো আয়োজনের মধ্য দিয়ে তারা বারবার তাদের সফলতা, ঐক্যবদ্ধতা এবং প্রতিভাকে প্রমাণ করে গেছে বিশ্ববাসীর কাছে।

https://www.facebook.com/www.campustv.ac/videos/332009098582815

18


নাটকের জয় হোক -এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অল স্টারস ড্যাফোডিল তার যাত্রাপথ শুরু করে ২০০৮ সালের আগস্ট মাসে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন অল স্টারস ড্যাফোডিল।


মঞ্চ, অভিনয়, নাচ, গান কিংবা সংলাপের জাদুতে বার বার মুগ্ধ করেছে দর্শককে। ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে।

দেখতে দেখতে ১১ বছর পার করে এক যুগের মাইল ফলকে পা রেখেছে। এই দীর্ঘ পথ চলায় তাঁদের আছে বহু অর্জন। বিশ্ববিদ্যালয়ের প্রিয় বনমায়ার নামকরণ করা হয় অল স্টারস ড্যাফোডিলের নাটকের নামানুসারে।


তাদের ঝুলিতে আছে জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা। অল স্টারস ড্যাফোডিলের উল্লেখযোগ্য নাটক - গাহি সাম্যর গান, বনমায়া, স্বত্তা, আমার বনলতা, আমরা তোমাদের ভুলে গেছি, ট্র‍্যাজেডি মার্চ ৭১, আমরা তোমাদের ভুলবো না, উড়ালপঙখী, সান্তালহুল, অসমাপ্ত, ঠুসি, মানুষ ব্যাপ্ত মানুষ, নিখোঁজ শব্দের খোঁজে, চেতনায় ২১, সুখপাখি, একটি ভাষার মুক্তি।

উল্লেখযোগ্য প্রযোজনা - রুদ্রাণী, জীবনের প্রতিচ্ছবি, খন্ডিত কথামালা, বোকা বাক্সে বন্দী জীবন, উৎসবের বাংলাদেশ, ভাটির কথা।

https://www.facebook.com/www.campustv.ac/videos/357938652558176

19
Rotaract club / DIURC's achievement in the Falcon 21
« on: June 23, 2021, 01:26:49 PM »
Rotaract Club of Daffodil International University attended district training assembly titled "Falcon 21" on 18th June 2021 at Gazipur scout training center.  Honorable District Governor Md. Rubayet Hossain,  District Governor Elect Barrister Mutasim Billah Faruqui, District Governor Nominee Engr M.A Wahab was present as a Chief Guest.


The annual district assembly is the major leadership training event in each Rotary district of the world. The workshops offer motivation, inspiration, updated Rotaract information, and new ideas for club officers, directors, and key committee chairmen of each club. Some of the most experienced district leaders conduct informative discussions on all phases of Rotaract administration and service projects. The sessions give all participants valuable new ideas to make their club more effective and interesting. Normally eight to ten delegates from each club (officers, directors, committee chairs, etc.) are invited to attend the training session. Another important feature is District goals and objectives are also described and plans are developed for their implementation.  Around 550+ Rotarctors of RID 3281 were present in the Assembly.


In this training seminar rotaract club of Daffodil international University achieved different categories of awards. The most prestigious award is "Highest participation Award" among the district 3281, Bangladesh. and 100% Registration Award. Upcoming President Rtr Mitu Mony achieved the 2nd Bst Liaison Officer Award. Past President Rtr Hasan Shahriar Shawon achieved Chief aid to DRR award.  Rtr Taminul Islam,  Rtr Zerin Ibnat,  Rtr Mitu mony achieved Interactive listening Award.


This club is one of the active and vibrant club among the district 3281,  as well as Daffodil International University.

20


Daffodil International University establishes triangular relationship of Students-Teachers and Guardians
To strengthen the triangular relationship of parents-students and teachers, Daffodil International University (DIU) organized a program under the course of 'Art of Living' with parents titled "Parents Day".

24
Debating Club (DIUDC) / Online Debate Festival: 2020
« on: June 05, 2021, 10:43:33 AM »

25
Events & Activities / Father's Day special video by DIU students
« on: June 05, 2021, 10:40:38 AM »


বাবা-সন্তানের সম্পর্ক চিরসবুজ থাকুক চিরদিন। বছরের প্রতিটি দিনই হোক বাবা দিবস।

26
Events & Activities / DIU Online Summer fest 2020 Grand Opening
« on: June 05, 2021, 10:39:02 AM »


DIU  Online Summer fest 2020  Grand Opening
DIU#online#summerfest

27
Psychological Support / Embracing Wellness
« on: June 05, 2021, 10:37:23 AM »


"Embracing Wellness"
Episode-1: 'Rezwana's Untold Story'

28
Events & Activities / An Universal Love Story
« on: June 05, 2021, 10:35:00 AM »


আমাদের শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাস মিস করছে অনেক। স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু (Syed Rahman) তাই ক্যাম্পাস ভ্রমণ করে শিক্ষার্থীদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করেছেন। সবুজ ক্যাম্পাসে এই সাইকেল ভ্রমণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকল শিক্ষানুরাগীদেরকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সর্ম্পকে ধারণা দিবে বলে আমরা মনে করি।
তো চলুন ঘুরে আসা যাক....
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, ঢাকা।
#DIU
#DaffodilUniversity
#MyCampusMyPride
#DIUGreenCampus
#DigitalUniversityBangladesh

29
Events & Activities / Guidelines for the Fresher of DIU
« on: June 05, 2021, 10:33:15 AM »


University তে তোমাদের academic journey শুরু করার পূর্বেই Students’ Affairs থেকে আমরা কিছু tips and tricks তোমাদের সাথে share করতে চাচ্ছি। আশা করছি Daffodil International University তে তোমাদের শিক্ষাজীবনকে সঠিকভাবে পরিচালনার জন্য এই tips and tricks অনেক সাহায্য করবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাদেরকে স্বাগতম। আশাকরি এই দিকনির্দেশনাগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনে পথ চলায় সহায়ক ভূমিকা পালন করবে  এবং তোমাদের জীবন গঠনে হবে পথপ্রদর্শক। শুধু শিক্ষা নয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় হোক তোমাদের লক্ষ্য অর্জনের সোপান। শুভহোক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে তোমাদের  শিক্ষাজীবন।
1. Accept the reality
2. Let’s explore your university
3.  Join any Club
4. Study your course book as a story book
5. Read story book
6. Try to read newspaper everyday
7. Explore Social Media
8. Learn and adapt new skills
9. Build up your network through communication skill
10. Prepare for your Future Career
11. Be ready for studying abroad
12. Be Self- Reliant
13. Watch Movies
14. Enjoy the tours
15. Deposit money
16. Make friends
17. Spent time with Family
18. Dream Big

সময় ও নদীর স্রোত কারো জন্য থেমে থাকে না। স্বপ্ন দেখতে শেখ ও বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই পরিকল্পনা করে সময়ের সর্বোচ্চ ব্যবহার করো। দেখবে যে কোনো লক্ষই তুমি খুব সহজে অর্জন করতে পারবে। শুধু চাই সঠিক লক্ষ্য, পরিকল্পনা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ।
#DIU#Daffodil#Guidelines

30


Let's listen from the Awardees of The Duke of Edinburgh's International Award from Daffodil International University...

Pages: 1 [2] 3 4 ... 8