Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: myforum2015 on December 13, 2015, 04:27:35 PM

Title: ৩৬তম বিসিএস প্রস্তুতি
Post by: myforum2015 on December 13, 2015, 04:27:35 PM
---------------------------------------------------
১। বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন ?
- রাজা শশাংক ।তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ । তিনিই বাংলার বাইরে উত্তরভারতে রাজ্যসীমানা বাড়ানোর চেষ্টা করেন।এবং বাইরের শত্রুর হাত থেকে বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রাখেন।
২। প্রাচীন কালের কোন ছোট ছোট রাজ্য গুলোকে একত্রিত করেন ও অরাজকতা দূর করেন ?
- রাজা গোপাল।
৩। প্রাচীন কালে সমাজজীবনের মূল তিত্তি ছিল ?
-গ্রাম।
৪। বাংলায় কে মুসলিম শাসনের সূচনা করেছিলেন ?
- ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী ( ১২০৪সালে )
৫। প্রাচীন যুগের রাজা হলেন
- শশাংক, গোপাল ও লক্ষণ সেন।
৬। মধ্যযুগের বাংলার রাজা / শাসক
- শামসুদ্দিন ইলিয়াস শাহ , বার ভূইয়া, শাযেস্তা খান।
৭। বাংলার ১ম মুসলিম শাসক যিনি সমগ্র বাংলাকে তাঁর শাসনাধীনে িএনেছিলেন , দিল্লির সুলতানদের থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। তাঁর আমলেই ‘বাঙগালাহ’ নামটি শুরু হয় । তিনি হলেন
-- শামসুদ্দিন ইলিয়াস শাহ
৮। শায়েস্তা খানের অবদান কি কি?
----------------------------------------
ছোট কাটরা নির্মাণ করেন কে?
- শায়েস্তাখান
,হোসনি দালান, সাত গম্বুজ মসজিদ , পরী বিবির সমাধি সৌধ কে নির্মাণ করেন ?
-শায়েস্তা খান
লালবাগ কেল্লা (ঢাকায় ),কে নির্মাণ করেন ?
-শায়েস্তা খান
তিনি সুশাসনের জন্য বিখ্যাত ছিলেন।
তাঁর আমলে জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল।
টাকায় আট মণ চাল পাওয়া যেত।
জলদস্যুদের বিতাড়িত করে
- চট্টগ্রামকে মুক্ত নাম রাখেন ইসলামাবাদ।
----------------------------------------------
৯। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
- জানুয়ারী (১৮ডিগ্রি সে:)
১০ । বাংলাদেশের উষ্ণতম মাস কোন টি
- এপ্রিল(৩৫ডিগ্রি সে:)
১১। জলোচ্ছ্বাসের পানি কত মিটার পর্যন্ত উঠতে পারে ?
- ৪৫ফুট ।
১২। বগা লেক, চিম্বুক পাহাড় , তাজিন ডং , চন্দ্রনাথের মন্দির এবং শৈলপ্রপাত েকোথায় অবস্থিত?
- বান্দরবান
১৩। সেন্টমার্টিন থেকে টেকনাফের দূরত্ব কত?
- ৪৮কি. মি
১৪।কুয়াকাটায় কোন নৃ গো্ষ্টীরা বসবাস করে ?
-রাখাইন।
১৫। সেন্টমার্টিন কোন নদীর তীরে অবস্থিত ?
- নাফ ।
১৬। খাসিয়ারা কোথায় বাস করে ?
- সিলেটের জাফলং এ । মনে রাখুন সিলেটি খাসি।
১৭। কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত কোনটি ?
- লাবনী সমুদ্র সৈকত
১৮।বাংলাদেশের ক্রিসমাস গাছ কোথায় পাওয়া যায় ?
- হিমছড়িতে।
১৯। বাংলাদেশের কোন বিচে সোনালি বালু পাওয়া গেছে যাতে ইউরেনিয়াম পাওয়ার আশঙ্কা আছে?
- ইনানি বিচ ।
২০। বাংলাদেশের উচঁ পাহাড় যা তাজিন ডং / বিজয় নামে পরিচিত তার উচ্চতা কত?
- ১২৩১ মিটার।
২১। ১৯৬৯সালে গণঅভ্যুত্থানে এক স্কুল ছাত্র শহীদ হয়েছিলেন তার নাম কি?
- মতিউর
২২। বাংলাদেশের প্রথম আদম শুমারিতে(১৯৭৪) দেশের লোকসংখ্যা কত ছিল ?
-- ৭কোটি ৬৪ লক্ষ
২৩। দুর্যোগকে কয় ভাগে ভাগ করা হয় ?
- ২। ১. প্রাকৃতিক ২. মনুষ্য সৃষ্ট
২৪।নৈতিকগুন কোনগুলো ?
- সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শিষ্টাচার , শৃঙ্খলাবোধ, কর্তব্যবোধ দায়িত্ববোধ, সহযোগিতা ইত্যাদি।
২৫।সামাজিক গুণাবলি কোন গুলো ?
- বড়দের শ্রদ্ধকরা , ছোটদের স্নেহ করা , প্রতিবেশির সাথে মিলেমিশে চলা , কারো বিপদে সাহায্য করা ।
২৬। নাগরিক হিসেবে আমরা রাষ্ট্র থেকে কয় ধরণের অধিকার ভোগ করি?
- ৩ধরণের । যথা : ১. সামাজিক, ২. অর্থনৈতিক ৩. রাজনৈতিক
১. সামাজিক অধিকার
------------------------
বেঁচে থাকার অধিকার , শিক্ষার অধিকার , সম্পত্তির অধিকার , চলাফেলার অধিকার , মত প্রকাশের অধিকার , কর্মের অধিকার, ধর্ম পালনের অধিকার , ভাষা ও সংস্কৃতির অধিকার , আইনের চোখে সবাই সমান ।
২. রাজনৈতিক অধিকার
-------------------
শাসনকার্যে অংশগ্রহণ , নির্বাচনের অধিকার , বসবাসের অধিকার , সরকারি চাকরি লাভের অধিকার , বিদেশে নিরাপত্তা লাভের অধিকার , ব্যাক্তিস্বাধীনতার রক্ষার অধিকার ।
৩. অর্থনৈতিক অধিকার
--------------------------
আয় রোজগার করার , ন্যায্য মজুরি লাভের , অবকাশ ছুটি লাভের অধিকার ইত্যাদি।
-----------------------------------