Daffodil International University

Entertainment & Discussions => Multimedia Section => Photo Gallery => Topic started by: Naznin.Tania on January 28, 2015, 02:33:52 PM

Title: অচেনা ফল
Post by: Naznin.Tania on January 28, 2015, 02:33:52 PM
(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/1m_388692906.jpg)
ছবির এ ফলটি যে তরমুজ, সেটা কেউ বলবে! মানুন আর না মানুন, এর নাম ‘হর্নড মেলন’ বা শিংওয়ালা তরমুজ। আফ্রিকায় এটিকে হর্নড কিউকাম্বার ও জেলি মেলন বলা হয়। ক্যালিফোর্নিয়া, মিসিসিপি, চিলি ও নিউজিল্যান্ডে এ ফলটি জন্মায়।

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/2m_412959934.jpg)
হঠাৎ দেখলে মনে হবে, কমলা রঙের একটি শেয়াল তাকিয়ে রয়েছে। এ ফলটির নাম ‘আকি’। পশ্চিম আফ্রিকা, ক্যামেরুন, গ্যাবন, ঘানা, গুয়েনা, মালি, নাইজেরিয়া ও সেনেগালে এটি পাওয়া যায়।

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/3m_528591260.jpg)
এটি পুহালা গাছের ফল।

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/4m_913833790.jpg)
ব্রোকোলি তো আমরা সবাই চিনি। কিন্তু ছবির এ সবজিটিও কিন্তু এক প্রকার ব্রোকোলি। নাম ‘রোমানেসকো ব্রোকোলি’। এর জন্মস্থান যুক্তরাষ্ট্রে।[/b

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/5m_786049471.jpg)
ফলটির নাম ‘ফিঙ্গার্ড সিট্রন’। দেখতে হাতের আঙুলের মতো। তাই হয়তো এর এই নাম। ধারণা করা হয়, এর জন্ম উত্তর-পূর্ব ভারত অথবা চীনে। চীন ও জাপানে ফলটি ঘর ও জামাকাপড়ের সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়।[/size]

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/6m_519225698.jpg)
গোলাপি এ ফলটির নাম ‘পিতায়া’। ক্যাকটাস প্রজাতির গাছের এ ফলটি ‘ড্রাগন ফ্রুট’ নামেও পরিচিত। পাওয়া যায় কম্বোডিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতে।

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/7m_316920297.jpg)
‘আশিয়ট’ নামের এ ফলটির খোসা লাল রঙের। এর শরীর জুড়ে লোমের মতো এক ধরনের কাঁটা। ফলটির ভেতরের অংশে ছোট ছোট দানাদার লাল ফল। এগুলো মাখন, চিজ, পপকর্ন, পাউরুটি ও পানিয়তে ফুড কালার হিসেবে ব্যবহৃত হয়।

(http://www.banglanews24.com/new/files/January_2015/Jannuary_28/10m_749915778.jpg)
‘আগুয়েজ’ নামের এ ফলটি জন্মায় দক্ষিণ আমেরিকার আর্দ্র আবহাওয়ায়।


http://www.banglanews24.com/beta/fullnews/bn/361931.html#sthash.ukFU2Jor.dpuf
Title: Re: অচেনা ফল
Post by: Saujanna Jafreen on November 23, 2015, 07:21:21 PM
 :)
Title: Re: অচেনা ফল
Post by: Saba Fatema on January 23, 2016, 04:15:43 PM
Very interesting..