Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - mahmud_eee

Pages: [1] 2 3 ... 40
1
Faculty Forum / Re: দার্জিলিং
« on: May 12, 2017, 09:43:22 PM »
thanks for the detail explanation

2
Faculty Forum / Re: history of watch
« on: May 12, 2017, 09:41:55 PM »
thanks for sharing

5
Faculty Forum / Re: ছুটির আগে ও পরে
« on: May 12, 2017, 09:36:58 PM »
informative post

7
EEE / Tracking Device
« on: May 12, 2017, 09:32:33 PM »
A new tracking device for daily use....see the below link

http://www.studylifestyle.com/2016/trackr/14/?cid=11&utm_term=bdnews24&sxid=5xr3wcfb7cng

8
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি)-এ উজ্জ্বল রঙে নতুন রূপে উন্মোচিত হয় ২০০০ সালের সর্বাধিক বিক্রিত ফোন নোকিয়া ৩৩১০।

নতুন সংস্করণের এই নোকিয়া ৩৩১০ ফোনটি একটি ফিচার ফোন, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কথা বলা ও বার্তা আদান প্রদান। ‘ব্যাকআপ ফোন’ হিসেবে এটি জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৩৩১০ ফোনটিতে ২.৫জি সংযোগ ব্যবহার করা যাবে। ফলে ৩জি বা ৪জি’র তুলনায় এর ডেটা আদান প্রদানের গতি তুলনামূলক অনেক কম হবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এস৩০+ অপারেটিং সিস্টেম। ফলে এটি দিয়ে সীমিত পরিসরে ইন্টারনেট ব্রাউজিং করা গেলেও অ্যান্ড্রয়েড বা আইওএস-এর তুলনায় অ্যাপ ব্যবহারের পরিসর অনেক কম। এতে রাখা হয়েছে দুই মেগাপিক্সেলের একটি পেছনের ক্যামেরা। এই সেলফি’র যুগে সামনের ক্যামেরার চাহিদা থাকলেও, এতে কোনো সামনের ক্যামেরা রাখা হয়নি।

ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। নির্মাতাদের মতে রঙ্গিন পর্দার ফোনটির স্ট্যান্ডবাই সময় এক মাস। আর এটি দিয়ে টানা ২২ ঘণ্টা কথা বলা যাবে। এ ছাড়াও এতে ক্লাসিক গেইম ‘স্নেক’ এর আধুনিক সংস্করণ আগে থেকেই ইনস্টল করা থাকবে বলে জানানো হয়।

“এই ব্র্যান্ডটির জন্য ভালবাসা অপরিসীম। এটি লাখো মানুষের অনুরাগের স্থান”-এমডাব্লিউসি’তে এক সংবাদ সম্মেলনে বলেন নোকিয়ার প্রধান নির্বাহী রাজিব সুরি।

যুক্তরাজ্যে ভোডাফোন, কারফোন ওয়্যারহাউজ-এর মাধ্যমে ফোনটি ছাড়া হবে- এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় নোকিয়া।

9
dependancy upon devices should be decreased actually...…....

10
Textile Engineering / Re: My memories of Dhaka in a brief.
« on: May 09, 2017, 02:25:01 PM »
Awesome

11
good thinking sir

12
thanks sir

13
Textile Engineering / Re: Every father is a superman to his child.
« on: May 09, 2017, 02:19:43 PM »
Nicely written sir

14
বাবা-মায়ের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে বিঘ্নিত হচ্ছে পারিবারিক জীবন, এমনটাই উঠে এসেছে ‘ডিজিটাল অ্যাওয়ারনেস ইউকে অ্যান্ড হেডমাস্টার্স’-এর চালানো এক জরিপে।

জরিপে অংশ নেওয়া ২০০০ জন ১৮ বছর বয়সী যুবক যুবতীর এক তৃতীয়াংশের বেশি উল্লেখ করেছেন, তারা তাদের বাবা-মাকে মোবাইল হতে বিরত থাকতে বলেছেন, বলা হয়েছে বিবিসি-এর প্রতিবেদনে।

জরিপে আরও দেখা গেছে ১৪ শতাংশের মতে তাদের বাব-মা খাবারের সময়ও মোবাইল ব্যবহার করেন। যদিও ৩০০০ জন বাবা-মায়ের ওপর চালানো পৃথক একটি জরিপে একথা অস্বীকার করেছেন এর ৯৫ শতাংশ অংশগ্রহণকারী।

জরিপে উঠে এসেছে ৮২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন খাবারের সময়টা ডিভাইসহীন হওয়া উচিত। ২২ শতাংশ মনে করছেন মোবাইল ফোনের ব্যবহারে পরিবারে একে অপরের সঙ্গ উপভোগ করা বন্ধ হয়ে যাচ্ছে। আর ৩৬ শতাংশ তাদের বাবা-মাকে মোবাইল ব্যবহার করতে মানা করেছেন।

যেসব ব্যক্তি বাবা-মাকে ফোন ব্যবহারে বিরত থাকতে বলেছেন তাদের মধ্যে ৪৬ শতাংশ বলছেন, ৪৪ শতাংশ ক্ষেত্রে তারা যখন বিষন্ন থাকেন বাবা-মা সেটা খেয়াল করে না এবং এড়িয়ে যান।

এ দিকে মাত্র ১০ শতাংশ বাবা-মা মনে করেন তাদের মোবাইল ব্যবহার সন্তানের জন্য চিন্তার বিষয় হতে পারে। আর ৪৩ শতাংশ মনে করেন নিজের সময়ের বেশিরভাগ সময় তারা অনলাইনের ব্যয় করেন।

নতুন আরেক গবেষণায় দেখা গেছে ৭২ শতাংশ ছাত্র দিনে ১০ ঘন্টা অনলাইনে থাকেন। আর ১১ শতাংশ ছুটির দিন এবং সপ্তাহের শেষে দিনে ১৫ ঘন্টা অনলাইনে কাটান। এ ছাড়া তিন শতাংশ ছাত্র বলছেন ছুটির দিনে অনালাইনে কাটানো সময় ২০ ঘন্টাও হতে পারে।

সন্তান এতো সময় অনলাইনে থাকলেও মাত্র ১০ শতাংশ বাবা-মাকে এ নিয়ে চিন্তিত থাকতে দেখা গেছে।

এ বিষয়ে কেন্ট-এর অ্যাশরড স্কুল-এর প্রধান শিক্ষক এবং এইচএমসি-এর চেয়ারম্যন মাইক বুকানান বলেন, “আমাদের জরিপে দেখা গেছে শিশুরা প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি বিষয়ে জানে। কিন্তু তাদের জীবনে প্রাপ্তবয়স্কদের দরকার যাতে তারা স্পষ্ট সীমানা বেঁধে দিতে পারে এবং বুদ্ধিমান আচরণের অনুকরণীয় মডেল হতে পারেন।”

15
সৌর জগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে ঘূর্ণায়মান পৃথিবীর মতো অন্তত সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন জ‌্যোতির্বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার বুধবার জার্নাল ন‌্যাচারে প্রকাশিত হয়। পাশাপাশি ওয়াশিংটনে নাসার সদরদপ্তরে সংবাদ সম্মেলনেও এই ঘোষণা দেওয়া হয়।

পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরের নক্ষত্রটিকে ঘিরে গ্রহগুলোর সন্ধানকে বিরল হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। কারণ হিসেবে বলা হচ্ছে, গ্রহগুলো পৃথিবীর আকৃতির এবং সেগুলোর পৃষ্ঠে পানি থাকতে পারে, এর আবহাওয়া হতে পারে প্রাণের জন‌্য উপযুক্ত।

গবেষণায় নেতৃত্ব দেওয়া বেলজিয়ামের লিজ বিশ্ববিদ‌্যালয়ের জ‌্যোতির্বিদ মাইকেল গালোন বলেন, “এবারই প্রথমবারের মতো একই নক্ষত্র ঘিরে এ ধরনের এতগুলো গ্রহ পাওয়া গেছে।”

অতি শীতল ক্ষুদ্রাকৃতির ওই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে টিআরএপিপিআইএসটি-১। বিজ্ঞানীরা বলছেন, এই নক্ষত্রকে ঘিরে আবর্তিত গ্রহগুলো শক্ত গঠনের; সেগুলো বৃহস্পতির মতো গ‌্যাসীয় নয়, বরং শিলা দ্বারা গঠিত হতে পারে।

টিআরএপিপিআইএসটি-১ ই, এফ ও জি নামের তিনটি গ্রহ তথাকথিত ‘বাসযোগ‌্য এলাকায়’ এবং সেগুলোতে মহাসাগরও থাকতে পারে।

‘বাসযোগ্য এলাকা’ বলতে কোনো নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলোর অবস্থানের এমন একটি এলাকা বোঝানো হয়, যে অবস্থানে থাকলে ওই গ্রহ বা গ্রহদের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা থাকে। আর তরল পানি থাকলে প্রাণ থাকারও জোরালো সম্ভাবনা থাকে।

গবেষকদের বিশ্বাস, টিআরএপিপিআইএসটি-১এফ প্রাণের জন‌্য সবচেয়ে উপযুক্ত। এটা পৃথিবীর চেয়ে কিছুটা শীতল। তবেসঠিক এটমোসফিয়ার ও পর্যাপ্ত গ্রিনহাউজ গ‌্যাসসহ এটা প্রাণের জন‌্য উপযুক্ত হতে পারে।

কেমব্রিজ বিশ্ববিদ‌্যালয়ের জ‌্যোতির্বিজ্ঞানী আমাউরি ট্রিউড বলেন, “আমি মনে করি, আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না তা খুঁজে বের করার ক্ষেত্রে আমরা অত‌্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়েছি।

“আমি মনে করি এর আগে কখনও আমাদের এমন কোনো গ্রহ আবিষ্কারের ছিল না যেখানে প্রাণ আছে কি না তা খুঁজে দেখার মতো। এখানে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে এবং গ‌্যাস নিঃসরণ করে, যেমনটি আমরা পৃথিবীতে করি, তাহলে আমরা তা জানব।”

Pages: [1] 2 3 ... 40