Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Md. shahdul Islam

Pages: 1 [2]
16
Bangladesh Civil Service-BCS / Math shortcut solution
« on: October 21, 2017, 10:28:21 AM »
১. বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
# টেকনিক ১. বড় সংখ্যা = (বর্গের অন্তর + 1)÷2
# প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত?
# সমাধানঃ বড় সংখ্যা = (47+1)/2=24 (উঃ)
২. দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
# টেকনিক ২. ছোট সংখ্যাটি = (বর্গের অন্তর - 1)÷2
# প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?
# সমাধানঃ ছোট সংখ্যাটি = (33-1)÷2=16 (উঃ)
৩. যত বড়....তত ছোট/ তত ছোট....যত বড় উল্লেখ থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে-
# টেকনিক ৩. সংখ্যাটি = (প্রদত্তসংখ্যা দুটির যোগফল)÷2
# প্রশ্নঃ একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। সংখ্যাটি কত?
# সমাধানঃ সংখ্যাটি = (742+830)÷2 = 786 (উঃ)
৪. দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে-
# টেকনিক ৪. সংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা
# প্রশ্নঃ 2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত?
# সমাধানঃ অপর সংখ্যাটি = (2304÷96) = 24 (উঃ)
নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা
নিয়ম-১: নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় ১০ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ২ কি.মি.।স্রোতের বেগ কত?
# টেকনিক ১. স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /২
= (১০ – ২)/২
= ৪ কি.মি.
নিয়ম-২: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি. যায়। নৌকার বেগ কত?
# টেকনিক ২. নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/২
= (৮ + ৪)/২
= ৬ কি.মি.
নিয়ম-৩: নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ একবার যেয়ে ফিরে আসতে কত সময়লাগবে?
# উত্তর: স্রোতের অনুকূলে নৌকারবেগ = (১০+৫)=১৫ কি.মি. স্রোতের প্রতিকূলে
নৌকার বেগ = (১০-৫) = ৫ কি.মি.
# টেকনিক ৩. মোট সময় = [(মোট দূরত্ব/অনুকূলে বেগ) +(মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
= [(৪৫/১৫) + (৪৫/৫)]
= ৩ + ৯
= ১২ ঘন্টা
নিয়ম-৪: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫কি.মি. যায় এবং ৪ ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?
উত্তর:
# টেকনিক ৪. গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়)
= (৫+৫)/(২+৪)
= ৫/৩ মাইল
নিয়ম-৫: এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোন স্থানে গেলএবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
# টেকনিক ৫. গড় গতিবেগ = 2mn/(m+n)
= (২ x ১০ x ৬)/(১০+৬)
= ১৫/২ কি.মি
কাজ ও সময় সম্পর্কিত শর্টকাট সূত্র
টাইপ–১: যদি কাজ, সময় এবং লোক উল্লেখ থাকে তাহলে ২য় সময় নির্ণয় করতে
টেকনিক: M1 x T1=M2 x T2; T2=M1 x T1/M2
এখানে, M1= ১ম লোক, M2=২য় লোক, T1 = ১ম সময়, T2 = সময়
যেমনঃ ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ কাজ কত দিনে করতে পারে ?
উত্তর : T2=M1 x T1/M2
=১০ x ২০/৮=২০০/৮=২৫ দিন
টাইপ–২ : যদি কাজের ক্ষেত্রে পুরুষ =স্ত্রী/ বালক বা স্ত্রী=পুরুষ/বালক এবং T1 (১ম সময়) উল্লেখ থাকে তাহলে টেকনিক: T2=T1÷M3/M1 + M4/M2
উদাহরণঃ ২ জন পুরুষ বা ৩ জন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে ৪ জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুন কাজ কত দিনে করতে পারে ?
উঃ T2=T1÷ (M3/M1+M4/M2)
=১৫÷(৪/২+৯/৩) = ১৫÷৫ =৩ দিন
টাইপ–৩: কোন কাজ দু’জন নির্দিষ্ট সময় পৃথকভাবে শেষ করলে একত্রে কাজ করার ক্ষেত্রে
টেকনিক: প্রয়োজনীয় সময় = ১ম সময়(m) x ২য় সময়(n)/(১ম সময়(m) + ২য় সময়(n)).
যেমনঃ একটি কাজ অভি একা ৬ দিনে এবং ফয়সাল ১২ দিনে শেষ করলে অভি ও ফয়সাল একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
উঃ প্রয়োজনীয় সময়= ৬ x ১২/(৬ + ১২)=৭২/১৮= ৪ দিন
টাইপ–৪: কোন কাজ দু’জনে নির্দিষ্ট সময় একত্রে করতে পারে একজনের একা কাজটি শেষ করার ক্ষেত্রে টেকনিক: প্রয়োজনীয় সময় =১ম সময়(m) x ২য় সময় (n)/১মসময় (m) – ২য় সময় (n)
সমস্যাঃ একটি কাজ পুষ্পা এবং সানা ১২ দিনে এবং পুষ্পা একা ২০ দিনে শেষ করলে সানা একা কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
উঃ প্রয়োজনীয় সময়= ২০ x ১২/২০-১২=২৪০/৮=৩০ দিন
টাইপ–৫: দুই ব্যক্তি কাজ শুরু করার পর একজন চলে গেলে কাজ শেষ হওয়ার সময়, যদি একজনের কাজের সময় অপর জনের দ্বিগুণ হয় তবে
টেকনিক: কাজ শেষ হওয়ার সময়= ২÷৩ x (D1 + D2); এখানে, D1= ১ম সময়, D2= ২য় সময়
যেমন: সানা একটি কাজ ১২ দিনে এবং অভি ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কয়েকদিন পর সানা কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু অভি ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল ?
উঃ কাজ শেষ হওয়ার সময়= ২÷ ৩ x (১২+৩)= ১০দিনে।
সুদকষা
টেকনিক-১ : যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে
তখন- সুদ বা মুনাফা = (মুলধন x সময় x সুদেরহার) / ১০০
প্রশ্ন : ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধান : সুদ বা মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০ = ১১৪ টাকা
টেকনিক-২ : যখন সুদ, মূলধন এবং সুদের হার দেওয়া থাকে
তখন – সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্ন : ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধান : সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫) = ৪ বছর
টেকনিক-৩ : যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে
তখন – সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্ন : বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধান : সময় = (২– ১) /১০ x ১০০ = ১০ বছর
টেকনিক-৪ : যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে
তখন সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্ন : সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধান : সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০ = ২৫%
টেকনিক-৫ : যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে
তখন সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্ন : শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধান : সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫) = ৭ টাকা
টেকনিক- ৬ : যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে
তখন – সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }
প্রশ্ন : সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?
সমাধান : সুদের হার = (৩২০x ১০০)/ {(২০০ x ৫) + (৫০০ x৬) } = ৮ টাকা
টেকনিক-৭ : যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে- মূলধন বা আসল = (১০০ x সুদআসল) / {১০০ + (সময় x সুদের হার)}
প্রশ্ন : বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরের সুদে- আসলে ১০৩৬ টাকা হবে?
সমাধান : মূলধন বা আসল = (১০০ x ১০৩৬) / {১০০ + (৬ x ৪৮)} = ৭০০ টাকা
টেকনিক-৮ : যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে মূলধন = (সুদ x ১০০)/ (সময় x সুদের হার)
প্রশ্ন : শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে?
সমাধান : মূলধন = (৮৪ x ১০০)/ (৬x ৪) = ৩৫০ টাকা
টেকনিক-৯ : যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন, আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদেরহার – ২য় সুদের হার) xসময়}
প্রশ্ন : সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যাক্তির বাতসরিক আয় ২০ টাকা কমে গেল। তার আসলের পরিমাণ কত?
সমাধান : আসল = ২০ x ১০০ / {(৬ – ৪) x১ = ১০০০ টাকা (Credit Bd Jobs - চাকরির খবর)

17
Thanks

18
Helpful information

20
একগুঁয়ে/অনমনীয় (Obdurate), ক্ষতিকর (Deleterious), বিসদৃশ (Discordant), অলস (Indolent), স্থির (Stagnant), আকর্ষণ করা (Attract), স্বল্পভাষী (Taciturn), প্রশংসা করা (Praise), আশাবাদী (Optimistic), শান্ত (Calm), সুবিবেচনাপূর্ণ (Meticulous), সম্মত হওয়া (Concur), স্পষ্ট (Articulate), শ্রদ্ধাভক্তি (Veneration), Repudiate (পরিত্যাগ করা), বন্ধুসুলভ (Genial), নিন্দা করা (Criticize), স্বচ্ছ (Limpid), অনিয়মিত (Capricious), নমনীয়/বাধ্য (Submissive), আধিক্য (Plethora), তাৎক্ষণিক (Impromptu), হ্রাস/প্রশমিত করা (Assuage), ভাসা-ভাসা (Perfunctory), আনুষঙ্গিক (Peripheral), ধ্বংস করা (Ruin), প্রচলিত (Orthodox), নবিস (Neophyte), স্বাধীন করা (Emancipate), শব্দবাহুল্য (Wordiness), আনন্দময় (Joyful), বিহ্বলতা (Puzzle), দুর্বল (Feeble), জ্ঞানী (Sagacious), অদক্ষ (Unskilled), দক্ষ (Expert), অস্বচ্ছ (Obscure), বাঁধা (Obstacles), দুর্দশা (Misery), বিলাপ করা (Moan), সেকেলে (Obsolete), প্লাবিত করা (Indulge), সহানুভূতিশীল (Sympathetic), পুনরুজ্জীবিত করা (Revive), বাধ্যতামূলক (Obligatory), পরাজিত করা (Defeat)
Synonyms:
১। Obdurate (অনমনীয়) = Stubborn, Obstinate, Intransigent, Inflexible, Unbending, Pig-Headed, Mulish, Headstrong, Adamant.
২। Deleterious (ক্ষতিকর) = Unfortunate, Detrimental, Unwholesome, Baleful, Noxious, Toxic, Lethal, Malign, Malignant, Malevolent.
৩। Indolent (অলস) = Slothful, Sluggardly, Lackadaisical, Languid, Inert, Sluggish, Lethargic, Torpid.
৪। Stagnant (স্থির) = Motionless, Static, Stationary, Slack, Putrid, Sluggish, Dormant.
৫। Attract (আকর্ষণ করা) = Magnetize, Entice, Allure, Lure, Tempt, Enchant, Entrance, Captivate, Beguile, Bewitch, Seduce, Titillate.
৬। Taciturn (স্বল্পভাষী) = Untalkative, Reticent, Tight-Lipped, Mute, Dumb, Inarticulate, Reserved.
৭। Praise (প্রশংসা করা) = Commend, Applaud, Eulogize, Worship, Glorify, Exalt, Lionize, Hail, Venerate.
৮। Optimistic (আশাবাদী) = Sanguine, Positive, Bullish, Buoyant, Promising, Auspicious, Propitious.
৯। Calm (শান্ত) = Serene, Tranquil, Unruffled, Unperturbed, Placid, Phlegmatic.
১০। Meticulous (সুবিবেচনাপূর্ণ) = Careful, Conscientious, Diligent, Scrupulous, Punctilious, Painstaking, Studious, Rigorous, Perfectionist, Fastidious, Methodical.
১১। Concur (সম্মত হওয়া) = Agree, Go Along, Consent, Assent, Accord, See Eye To Eye, Acquiesce.
১২। Articulate (স্পষ্ট) = Eloquent, Fluent, Persuasive, Lucid, Silver-Tongued, Intelligible, Enunciate.
১৩। Veneration (শ্রদ্ধাভক্তি) = Reverence, Exaltation, Esteem, Deference, Felicitations, Salutation.
১৪। Repudiate (পরিত্যাগ করা) = Renounce, Abandon, Disown, Revoke, Rescind, Nullify.
১৫। Genial (বন্ধুসুলভ) = Affable, Cordial, Amiable, Approachable, Sociable, Convivial.
১৬। Criticize (নিন্দা করা) = Censure, Denounce, Condemn, Pillory, Disparage, Belittle, Denigrate, Deprecate, Trivialize, Vilify, Scorn, Mock, Chastise, Reprimand, Castigate.
১৭। Limpid (স্বচ্ছ) = Transparent, Crystal, Glassy, Translucent, Pellucid, Lucid, Vivid.
১৮। Capricious (অনিয়মিত) = Fickle, Inconsistent, Variable, Mercurial, Volatie, Unpredictable, Temperamental, Whimsical, Fanciful, Quirky, Faddish.
১৯। Submissive (বাধ্য) = Obedient, Yielding, Compliant, Acquiescent, Biddable, Dutiful, Docile, Pliant, Pliable.
২০। Plethora (আধিক্য) = Excess, Abundance, Glut, Superfluity, Surfeit, Profuse, Copious, Prolific, Lavish, Extravagant.
২১। Impromptu (তাৎক্ষণিক) = Unrehearsed, Unprepared, Extempore, Improvised, Spontaneous.
২২। Assuage (হ্রাস/প্রশমিত করা) = Relieve, Alleviate, Soothe, Mitigate, Allay, Palliate, Abate, Suppress, Subdue, Traquillize, Appease, Indulge, Satiate.
২৩। Perfunctory (ভাসা-ভাসা/দ্রুত) = Cursory, Desultory, Quick, Hasty, Fleeting, Superficial, Careless.
২৪। Peripheral (আনুষঙ্গিক) = Secondary, Subsidiary, Incidental, Tangential, Ancillary, Outlying.
২৫। Ruin (ধ্বংস করা) = Collapse, Disintegration, Dilapidation, Demolition, Wreckage.
২৬। Orthodox (প্রচলিত) = Conventional, Mainstream, Conformist, Conservative, Prevalent.
২৭। Neophyte (নবিস) =Novice, Beginer, Newcomer, Postulant, Tyro, Apprentice.
২৮। Emancipate (স্বাধীন করা) = Liberate, Unchain, Unyoke, Rescue, Enfranchise.
২৯। Wordy (শব্দবহুল) = Verbose, Loquacious, Garrulous, Prolix, Voluble, Pleonastic.
৩০। Joyful (আনন্দময়) = Cheerful, Merry, Bubbly, Exuberant, Ebullient, Jubilant, Euphoric.
৩১। Puzzle (বিহ্বলতা) = Perplex, Bewilder, Bemuse, Mystify, Confound, Ponder, Enigma, Paradox.
৩২। Feeble (দুর্বল) = Weak, Frail, Delicate, Sickly, Spineless, Timid, Ineffectual.
৩৩। Sagacious (জ্ঞানী) = Sage, Astute, Shrewd, Prudent, Judicious, Insightful.
৩৪। Unskilled (অদক্ষ) = Inexpert, Amateurish, Blue-Collar, Amateur, Inept, Maladroit, Clumsy, Awkward, Bungling.
৩৫। Skilled (দক্ষ) = Proficient, Adept, Adroit, Dexterous, Accomplished.
৩৬। Obscure (অস্বচ্ছ/অস্পষ্ট) = Vague, Dubious, Hazy, Ambiguous, Oracular, Blurry, Opaque, Abstruse.
৩৭। Obstacle (বাঁধা) = Hurdle, Stumbling, Impediment, Hindrance, Handicap, Deterrent.
৩৮। Misery (দুর্দশা) = Distress, Anguish, Anxiety, Angst, Grief, Despair, Dejection, Gloom.
৩৯। Moan (বিলাপ করা) = Groan, Wail, Whimper, Sob, Cry, Sough, Murmur, Grouse.
৪০। Obsolete (সেকেলে) = Out Of Date, Outworn, Antiquated, Antediluvian, Anachronistic, Archaic.
৪১। Swamp (প্লাবিত করা) =Flood, Inundate, Deluge, Immerse, Soak, Dreanch, Saturate, Overwhelm.
৪২। Sympathetic (সহানুভূতিশীল) = Compassionate, Solicitous, Empathetic, Commiserative, Consoling, Congenial.
৪৩। Revive (পুনরুজ্জীবিত করা) = Resuscitate, Bring Round, Come Round, Reinvigorate, Revitalize, Restore, Rejuvenate.
৪৪। Obligatory (বাধ্যতামূলক) = Compulsory, Mandatory, Statutory, Incumbent, Imperative, Requisite, Essential.
৪৫। Defeat (পরাজিত করা) = Beat, Conquer, Triumph Over, Trounce, Subdue, Slaughter, Demolish.

21
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল
টেকনিকঃঃ-2[ সুমি তুই আজ ওই বাম সিলিকা র
কুলে ]
★সু - সুদান/সৌদিআরব
★মি - মিশর
★তু - তুরস্ক/তিউনিসিয়া
★ই - ইরাক/ইসরাইল
★আ - আলজেরিয়া, আরব আমিরাত
★জ - জর্ডান
★ও - ওমান
★ই - ইরান/ইয়েমেন
★বা - বাহরাইন
★ম - মরক্কো
★সি - সিরিয়া
★লি - লিবিয়া
★কা - কাতার
★কু - কুয়েত
★লে - লেবানন



22
Bangladesh Civil Service-BCS / Shortcut Tips for BCS and other jobs
« on: August 12, 2017, 07:57:59 PM »
যে সকল দেশের মূদ্রার নাম ""ডলার"" সেগুলা মনে রাখার কৌশল:

গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল

★গ- গায়ান
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।
Important information
1) * Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998.
2) * Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004.
3) * YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.
4) * Yahoo! : প্রতিষ্ঠিত হয় March 1994.
5) * Baidu : প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.
6) * Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001.
7) * Windows Live : প্রতিষ্ঠিত হয় Nov 1, 2005.
8) * Amazon : প্রতিষ্ঠিত হয় 1994.
9) * Tencent QQ : প্রতিষ্ঠিত হয় February 1999.
10) * Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006. (Continue)

23
Use of Forum / Re: How to use Forum A to Z with image-DIU by bbasujon
« on: July 31, 2017, 08:23:27 PM »
Good job

24
Library of DIU / Voice Library
« on: July 30, 2017, 08:24:29 PM »
There is a voice library service at DIU library website. The link is voice.library.daffodilvarsity.edu.bd. This is a useful tool to utilize the time. Faculty members, administrative members, students of Daffodil International University can get this service.  It needs a User ID and  password to log in. An account may be created   clicking on How to get registered. It dosen't need to register if the DIU mail is open then just click on the bottom right corner sign in with google. A user can get this service at any time, from any where and  condition. A tutorial is given in attachment please see it.

25
Thanks a lot for noticing

26
Library of DIU / New Report Submission System in DIU library
« on: July 23, 2016, 08:15:48 PM »
Student can submit their Project Reports via online 'library.daffodilvarsity.edu.bd/pr' or via pen drive to DIU Library Project Report Section
And for details please read the attachment

27
Islam / Responsibilities
« on: February 03, 2016, 11:09:15 AM »
Allah created human beings with some responsibilities and all the responsibilities can be divided into three categories

1 Responsibilities to Allah
2 Responsibilities to Parents
3 Responsibilities to Human being

May Allah  help us to perform these responsibilities properly.




Best regards
Md. Shahidul Islam   
Assistant Library Officer
Daffodil International University


                                                               

28
Library of DIU / Re: Little Free Library
« on: February 03, 2016, 10:54:00 AM »
 To build up this type of library I think at first people should be informed the importance of it.



29
Library of DIU / Re: Ranganathan’s Laws of Library Science.
« on: February 03, 2016, 10:43:44 AM »
Carry on. Food luck

30
Allhah may show us and guide us to the straight way

Pages: 1 [2]