Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: Zannatul Ferdaus on May 08, 2017, 01:18:38 PM

Title: ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যে কাজ করছে অ্যাপেল
Post by: Zannatul Ferdaus on May 08, 2017, 01:18:38 PM
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যে কাজ করছে অ্যাপেল
[/color]

গোটা বিশ্বে ডায়াবেটিস এমন একটি রোগ যা সকলেই আক্রান্ত। এবার তা নিয়ন্ত্রণে সেন্সর তৈরির লক্ষ্যে একদল জৈবচিকিৎসা বিজ্ঞানী নিয়োগ করেছে অ্যাপেল। কিন্তু এই প্রকল্পটি আপাতত চলছে সম্পূর্ণ গোপনে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণের এই সেন্সর তৈরি ছিল স্টিভ জবস-এর স্বপ্ন। সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার পলো অল্টো-তে অ্যাপলের কর্পোরেট প্রধান কার্যালয়ের কাছেই একটি কার্যালয়ে কাজ করবেন এই বিজ্ঞানীরা।

যদিও এ ব্যাপারে সংস্থার তরফ থেকে মুখ খুলতে চায়নি। সাম্প্রতিক সময়ে হাইফাই টেকনোলজির ডিভাইসের মাধ্যমে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে গবেষণা চলছে। এরমধ্যে বিভিন্ন প্রযুক্তি সংস্থা এবং ঔষধ নির্মাতা সংস্থাগুলো একসঙ্গে কাজ করতেও শুরু করেছে।

শুধু ডায়াবেটিস নয় নার্ভের রোগ নিরাময়ে আগের বছরই ‘গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসি’-এর কাজ করতে শুরু করেছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। এ ছাড়া অন্যান্য আরও অনেক সংস্থা বায়োইলেক্ট্রনিক ডিভাইস তৈরির লক্ষ্যে কাজ করছে। এবার অ্যাপলও মনযোগ দিয়েছে এইদিকে।